বিসিবির প্রস্তাবে কি সাড়া দেবে আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। তবে এখন প্রশ্ন, দুই ম্যাচেই শেষ হবে এই সিরিজ, নাকি যুক্ত হবে আরও একটি ম্যাচ?