নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। তবে এখন প্রশ্ন, দুই ম্যাচেই শেষ হবে এই সিরিজ, নাকি যুক্ত হবে আরও একটি ম্যাচ?
শুরুর পরিকল্পনা ছিল, আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল, তারপর সবকিছু ঠিক থাকলে সেখান থেকেই পাকিস্তান সফরে যাবে। এই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে চাইছে বিসিবি। তারা চাইছে, দেশে না ফিরে আমিরাতে আরও একটি অতিরিক্ত টি-টোয়েন্টি খেলে সেখান থেকেই পাকিস্তান সফরে যাওয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে বাড়তি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে থাকা বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি দেখছেন।’
বিসিবি সভাপতি ও পরিচালনা বিভাগের চেয়ারম্যান আজ রাতেই ক্রিকেটারদের সঙ্গে বসে পাকিস্তান সফর নিয়ে তাঁদের মতামত জানার চেষ্টা করবেন। যদি অতিরিক্ত ম্যাচ ও পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়, তাহলে তৃতীয় টি–টোয়েন্টি খেলে সরাসরি আমিরাত থেকেই পাকিস্তানে পাড়ি জমাবে বাংলাদেশ। এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘পাকিস্তান সফরের আগে খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তি কমাতে ও প্রস্তুতির জন্য একদিন বেশি সময় পাওয়া গেলে সেটা দলের উপকার হবে। যদি আমিরাত ক্রিকেট বোর্ড বাড়তি ম্যাচে সম্মতি দেয় এবং খেলোয়াড়েরাও পাকিস্তান সফরে যেতে রাজি হয়, তাহলে দুবাই থেকেই আমরা পাকিস্তানে যাব।’
সবকিছু এখন নির্ভর করছে আজ দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের শীর্ষকর্তাদের আলোচনার এবং বিসিবি প্রস্তাবিত বাড়তি একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের বিষয়ে আমিরাত ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে দলের মানসিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতিও মূল্যায়ন করা হবে। ম্যাচটি মাঠে বসে দেখবেন বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। তবে এখন প্রশ্ন, দুই ম্যাচেই শেষ হবে এই সিরিজ, নাকি যুক্ত হবে আরও একটি ম্যাচ?
শুরুর পরিকল্পনা ছিল, আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল, তারপর সবকিছু ঠিক থাকলে সেখান থেকেই পাকিস্তান সফরে যাবে। এই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে চাইছে বিসিবি। তারা চাইছে, দেশে না ফিরে আমিরাতে আরও একটি অতিরিক্ত টি-টোয়েন্টি খেলে সেখান থেকেই পাকিস্তান সফরে যাওয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে বাড়তি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে থাকা বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি দেখছেন।’
বিসিবি সভাপতি ও পরিচালনা বিভাগের চেয়ারম্যান আজ রাতেই ক্রিকেটারদের সঙ্গে বসে পাকিস্তান সফর নিয়ে তাঁদের মতামত জানার চেষ্টা করবেন। যদি অতিরিক্ত ম্যাচ ও পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়, তাহলে তৃতীয় টি–টোয়েন্টি খেলে সরাসরি আমিরাত থেকেই পাকিস্তানে পাড়ি জমাবে বাংলাদেশ। এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘পাকিস্তান সফরের আগে খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তি কমাতে ও প্রস্তুতির জন্য একদিন বেশি সময় পাওয়া গেলে সেটা দলের উপকার হবে। যদি আমিরাত ক্রিকেট বোর্ড বাড়তি ম্যাচে সম্মতি দেয় এবং খেলোয়াড়েরাও পাকিস্তান সফরে যেতে রাজি হয়, তাহলে দুবাই থেকেই আমরা পাকিস্তানে যাব।’
সবকিছু এখন নির্ভর করছে আজ দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের শীর্ষকর্তাদের আলোচনার এবং বিসিবি প্রস্তাবিত বাড়তি একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের বিষয়ে আমিরাত ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে দলের মানসিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতিও মূল্যায়ন করা হবে। ম্যাচটি মাঠে বসে দেখবেন বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। হাতে আছে ৬ মাস। প্রস্তুতি নিতে পরিকল্পনাও গুছিয়ে ফেলেছে বাফুফে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান কাপের প্রস্তুতি। আজ বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
৮ মিনিট আগেএশিয়া কাপ খেলতে আজ ভারতে পা রেখেছে বাংলাদেশ হকি দল। কলকাতা থেকে রাতে টুর্নামেন্টের মূল ভেন্যু বিহারের রাজগীরে পৌঁছানোর কথা তাদের।
৩ ঘণ্টা আগেতিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস দল। ৫ দিন আগে ১৫ সদস্যের দলও ঘোষণা করে তারা। শেষ মুহূর্তের ধাক্কা খেয়ে সেই দল থেকে তাদের আনতে হয়েছে ৩ পরিবর্তন।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫০ টাকায় দেখা যাবে প্রতিটি ম্যাচ। তবে সেটা শুধু গ্রিন গ্যালারি ও শহীদ তুরাব স্ট্যান্ডের জন্য। এমনটা জানিয়েছে বিসিবি।
৫ ঘণ্টা আগে