নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর করছে বাংলাদেশ। বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে গত জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় প্রস্তুতির দিক থেকে কিছুটা বিপাকেও পড়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রথমে বাংলাদেশ নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল, এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের জন্য। গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের সামনে কোনো সিরিজই ছিল না! এই বিরতিতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিসিবি বেছে নিল শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের আগে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নারী ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে একটা সভা করেন। এই সভায় ক্রিকেটারদের দায়িত্ববোধ ও সিরিজের লক্ষ্য নিয়ে কথা বলেন।
ফাহিমা খাতুন, তাজ নাহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি ছিলেন না এশিয়া কাপে, তাঁদের শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে। ‘এ’ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রাবেয়া খান। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার দলে থাকলেও ভবিষ্যৎ নেতৃত্বের কথা বিবেচনায় ১৯ বছর বয়সী রাবেয়ার প্রশিক্ষণও বলা চলে এটি।
আগামী ৮ সেপ্টেম্বর পানাগোডার আর্মি গ্রাউন্ড প্রথম ওয়ানডে এবং ১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে দ্বিতীয় ও শেষ পঞ্চাশ ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-নাহিদারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দল
রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, সাবিকুন্নাহার জেসমিন ও শামীমা সুলতানা।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর করছে বাংলাদেশ। বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে গত জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় প্রস্তুতির দিক থেকে কিছুটা বিপাকেও পড়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রথমে বাংলাদেশ নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল, এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের জন্য। গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের সামনে কোনো সিরিজই ছিল না! এই বিরতিতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিসিবি বেছে নিল শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের আগে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নারী ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে একটা সভা করেন। এই সভায় ক্রিকেটারদের দায়িত্ববোধ ও সিরিজের লক্ষ্য নিয়ে কথা বলেন।
ফাহিমা খাতুন, তাজ নাহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি ছিলেন না এশিয়া কাপে, তাঁদের শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে। ‘এ’ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রাবেয়া খান। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার দলে থাকলেও ভবিষ্যৎ নেতৃত্বের কথা বিবেচনায় ১৯ বছর বয়সী রাবেয়ার প্রশিক্ষণও বলা চলে এটি।
আগামী ৮ সেপ্টেম্বর পানাগোডার আর্মি গ্রাউন্ড প্রথম ওয়ানডে এবং ১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে দ্বিতীয় ও শেষ পঞ্চাশ ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-নাহিদারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দল
রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, সাবিকুন্নাহার জেসমিন ও শামীমা সুলতানা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২৬ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে