সর্বশেষ দুই টেস্ট চ্যাম্পিয়নশিপেই তলানিতে ছিল বাংলাদেশ। বিপরীত অবস্থানে ছিল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কিউইরা। তবে ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে এবারের চক্রটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট দুই দলের এবারের চক্রের প্রথম টেস্ট। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি আবার ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ঐতিহাসিক জয়ের আনন্দটা দুর্দান্তভাবে উপভোগ করছেন ক্রিকেটাররা।
মাঠের জয়োৎসব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। সিলেট টেস্টের নায়কদের সঙ্গে জয় উদ্যাপন করেছেন দলের বাইরে ও এই সংস্করণে সাবেক হওয়া ক্রিকেটাররাও। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ—এমনটি জানিয়েছেন তাসকিন আহমেদ। সিলেট টেস্টের স্কোয়াডে না থাকা এই পেসার বলেছেন, ‘ইতিহাস গড়ল বাংলাদেশ! টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দুই বছর আগে টেস্টকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। সীমিত সংস্করণের অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘দুর্দান্ত জয়। অভিনন্দন এবং তোমাদের জয়ে গর্ব অনুভব করছি। মুহূর্তটা ধরে রাখো এবং সিরিজ জেতো। শুভ কামনা।’
মাঠে থেকে ঐতিহাসিক জয়ের সাক্ষী হওয়া উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১–০ লিড বাংলাদেশের।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরেকটি স্মরণীয় মাইলফলক।’
গত বছর কিউইদের তাদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রথম জয় পেল বাংলাদেশ। সেই জয়কে টেনে এনেই আরেকটি স্মরণীয় মাইলফলক বোঝাতে চেয়েছেন মিরাজ। অন্যদিকে ঘরের মাঠে কিউইদের প্রথমবার হারানোর বিষয়টি তুলে ধরেছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার বলেছেন, ‘ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়।’
সর্বশেষ দুই টেস্ট চ্যাম্পিয়নশিপেই তলানিতে ছিল বাংলাদেশ। বিপরীত অবস্থানে ছিল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কিউইরা। তবে ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে এবারের চক্রটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট দুই দলের এবারের চক্রের প্রথম টেস্ট। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি আবার ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ঐতিহাসিক জয়ের আনন্দটা দুর্দান্তভাবে উপভোগ করছেন ক্রিকেটাররা।
মাঠের জয়োৎসব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। সিলেট টেস্টের নায়কদের সঙ্গে জয় উদ্যাপন করেছেন দলের বাইরে ও এই সংস্করণে সাবেক হওয়া ক্রিকেটাররাও। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ—এমনটি জানিয়েছেন তাসকিন আহমেদ। সিলেট টেস্টের স্কোয়াডে না থাকা এই পেসার বলেছেন, ‘ইতিহাস গড়ল বাংলাদেশ! টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দুই বছর আগে টেস্টকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। সীমিত সংস্করণের অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘দুর্দান্ত জয়। অভিনন্দন এবং তোমাদের জয়ে গর্ব অনুভব করছি। মুহূর্তটা ধরে রাখো এবং সিরিজ জেতো। শুভ কামনা।’
মাঠে থেকে ঐতিহাসিক জয়ের সাক্ষী হওয়া উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১–০ লিড বাংলাদেশের।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরেকটি স্মরণীয় মাইলফলক।’
গত বছর কিউইদের তাদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রথম জয় পেল বাংলাদেশ। সেই জয়কে টেনে এনেই আরেকটি স্মরণীয় মাইলফলক বোঝাতে চেয়েছেন মিরাজ। অন্যদিকে ঘরের মাঠে কিউইদের প্রথমবার হারানোর বিষয়টি তুলে ধরেছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার বলেছেন, ‘ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে