ঢাকা: সিনিয়র–জুনিয়র হলেও মাইকেল স্ল্যাটার আর ডেভিড ওয়ার্নারের সম্পর্কটা মধুর বলেই জানে সবাই। দুজন এখন আছেন মালদ্বীপে। অবশ্য ঘুরতে নয়, বড় বিপদে পড়ে সেখানে আছেন তাঁরা। দেশে ফেরার ‘ট্রানজিট’ হিসেবেই মালদ্বীপে থাকতে হচ্ছে তাঁদের। আর এখানেই হাতাহাতিতে জড়িয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার।
আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা দেশে ফেরার অপেক্ষায়। তাঁরা এখন আছেন মালদ্বীপে। মালদ্বীপের এক পানশালায় প্রথমে ঝগড়া, পরে হাতাহাতিতে জড়িয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার। খবরটি প্রকাশ হয়েছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে।
ঘটনাটা অবাকই করেছে। এমনি দেশে ফেরা নিয়ে খেলোয়াড়েরা পড়েছেন বিপাকে। এর মধ্যে এই কাণ্ড! যদিও ওয়ার্নার–স্ল্যাটার দুজনই ঘটনাটি অস্বীকার করেছেন। স্ল্যাটার বলেছেন, ‘আমাদের মধ্যে কিছুই হয়নি। আপনারা এসব খবর কোথায় পান? কোনো প্রমাণ ছাড়া যা ইচ্ছে তা লিখে দিতে পারেন না। আমি আর ওয়ার্নার খুবই ভালো বন্ধু।’ স্ল্যাটারের কথাই প্রতিধ্বনিত হয়েছে ওয়ার্নারের কন্ঠে। তিনিও দাবি করেছেন, ‘কিচ্ছু হয়নি!’
এবারের আইপিএলে ধারাভাষ্য প্যানেলে ছিলেন স্ল্যাটার। কদিন আগে দেশে ফিরতে না পেরে টুইটারে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ওয়ার্নারের সময়টাও ভালো যাচ্ছে না। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব আর একাদশে জায়গা—দুটোই হারিয়েছেন। এর মধ্যে আবার দেশে ফেরা নিয়ে জটিলতা। মনে এসবের নেতিবাচক প্রভাব পড়াটা অস্বাভাবিক নয়। আর তাতে অল্পেই মেজাজ হারিয়ে ফেলাও অস্বাভাবিক নয়। স্ল্যাটার–ওয়ার্নার যতই অস্বীকার করুক, কিছু রটলে তো ঘটেই বটে!
ঢাকা: সিনিয়র–জুনিয়র হলেও মাইকেল স্ল্যাটার আর ডেভিড ওয়ার্নারের সম্পর্কটা মধুর বলেই জানে সবাই। দুজন এখন আছেন মালদ্বীপে। অবশ্য ঘুরতে নয়, বড় বিপদে পড়ে সেখানে আছেন তাঁরা। দেশে ফেরার ‘ট্রানজিট’ হিসেবেই মালদ্বীপে থাকতে হচ্ছে তাঁদের। আর এখানেই হাতাহাতিতে জড়িয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার।
আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা দেশে ফেরার অপেক্ষায়। তাঁরা এখন আছেন মালদ্বীপে। মালদ্বীপের এক পানশালায় প্রথমে ঝগড়া, পরে হাতাহাতিতে জড়িয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার। খবরটি প্রকাশ হয়েছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে।
ঘটনাটা অবাকই করেছে। এমনি দেশে ফেরা নিয়ে খেলোয়াড়েরা পড়েছেন বিপাকে। এর মধ্যে এই কাণ্ড! যদিও ওয়ার্নার–স্ল্যাটার দুজনই ঘটনাটি অস্বীকার করেছেন। স্ল্যাটার বলেছেন, ‘আমাদের মধ্যে কিছুই হয়নি। আপনারা এসব খবর কোথায় পান? কোনো প্রমাণ ছাড়া যা ইচ্ছে তা লিখে দিতে পারেন না। আমি আর ওয়ার্নার খুবই ভালো বন্ধু।’ স্ল্যাটারের কথাই প্রতিধ্বনিত হয়েছে ওয়ার্নারের কন্ঠে। তিনিও দাবি করেছেন, ‘কিচ্ছু হয়নি!’
এবারের আইপিএলে ধারাভাষ্য প্যানেলে ছিলেন স্ল্যাটার। কদিন আগে দেশে ফিরতে না পেরে টুইটারে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ওয়ার্নারের সময়টাও ভালো যাচ্ছে না। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব আর একাদশে জায়গা—দুটোই হারিয়েছেন। এর মধ্যে আবার দেশে ফেরা নিয়ে জটিলতা। মনে এসবের নেতিবাচক প্রভাব পড়াটা অস্বাভাবিক নয়। আর তাতে অল্পেই মেজাজ হারিয়ে ফেলাও অস্বাভাবিক নয়। স্ল্যাটার–ওয়ার্নার যতই অস্বীকার করুক, কিছু রটলে তো ঘটেই বটে!
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
৮ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১০ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১২ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১২ ঘণ্টা আগে