টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৩২ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে