Ajker Patrika

ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ পাকিস্তানের

ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ পাকিস্তানের

এশিয়া কাপে তিন ম্যাচেই আগের দিন একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। সুপার ফোরে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের আগেও সেটি করল তারা। আজই দল ঘোষণা করল পাকিস্তান। বাংলাদেশ ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নামছেন বাবর আজমরা। 

ইমাম-উল হকের সঙ্গে ওপেনিংয়ে আছেন ফখর জামান। যদিও ফখর আগের তিন ম্যাচেই ইনিংস বড় করতে পারেননি। তবু তাঁর উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তিন ও চারে অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ান। এরপর সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, শাদাব খানরা আছেন ব্যাটিং সামলাতে। 

পেস বোলিং আক্রমণে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফকে রেখেছে পাকিস্তান। স্পিনে শাদাবের সঙ্গে আগা সালমান ও ইফতিখার আছেন পার্ট টাইম। 

গ্রুপ পর্বে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল ভারত-পাকিস্তানের ম্যাচ। তবে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মাদের বিপক্ষেও জয় পেতে মরিয়া বাবর। তাই আফ্রিদি-রউফদের নিয়ে গড়া শক্তিশালী বোলিং আক্রমণে আস্থা পাকিস্তান অধিনায়কের, ‘ফাস্ট বোলাররা আপনাকে ম্যাচ এবং টুর্নামেন্ট জেতায়। তাদের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। নাসিম-ফাহিমসহ (আশরাফ) আমাদের যে বোলিং লাইন-আপ রয়েছে, তা আমাদের সমৃদ্ধ করেছে। তাদের বিশ্বাস আছে, কীভাবে জুটি বেঁধে বোলিং করতে হবে।’ 

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত