অনেক দিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। রানখরা কাটিয়ে ওঠার সুযোগটা তিনি পেয়েছিলেন ডারবান টেস্টে। কিন্তু সুযোগ হাতছাড়া করেছেন মিডল অর্ডারের অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশি যেভাবে আউট হয়েছে সেটার বিশেষ এক কথায় হতে পারে ‘আত্মহত্যা’। দ্বিতীয় ইনিংসেও উইকেট বিলিয়ে এসেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট করার পর বাংলাদেশ গুটিয়ে যায় ২১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ তোলেন মুশফিক। ৫১ রানে ফেরেন তিনি। মুশি এমন সময়ে আউট হলেন যখন দলকে এগিয়ে নিতে তাঁর ইনিংসটা লম্বা করার খুব প্রয়োজন ছিল। সেই তিনিই কিনা সাজঘরে ফিরলেন 'শিশুতোষ' ভুলে! রোজা বলে রিভার্স সুইপ করতে গিয়ে সাইমন হারমারের বলে বোল্ড!
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের দলের প্রতিনিধি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন হতাশা প্রকাশ করেছেন। মুশফিক কেন অমন ভুল করেছেন সেটার ব্যাখ্যা দিতে পারেননি তিনি। মুশির আউট হওয়ার ধরন নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সতীর্থের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ। প্রসঙ্গটার ইতি টানতে সংবাদমাধ্যমকেও অনুরোধ করলেন তিনি।
আজ পোর্ট এলিজাবেথ টেস্টে ৩৩২ রানে হারের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আপনারা হয়তো এটা নিয়ে খুব বেশি কথা বলছেন। বলতেই পারেন। রিভার্স সুইপ ক্রিকেটেরই একটা শট। বাইরের কোনো শট না। এই শট তিনি খেলতেই পারেন। তার খেলার পরিকল্পনায় যদি থাকে সে খেলবেই। তিনি এই শট খেলে সফল হয়েছেন; রান করেছেন। আমার মনে হয় তাকে সমর্থন করা উচিত। এটা নিয়ে আমি তাকে সমর্থন করি।’
৪১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ভয়ংকর বিপর্যয় নেমে আসে বাংলাদেশ দলে। মুমিনুলদের ৮০ রানে গুঁড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। এমন ব্যাটিং এবং এভাবে হারার ব্যাখ্যা কী? উত্তর দিতে গিয়ে সংবাদমাধ্যমের সামনেও অসহায় আত্মসমর্পণ করলেন মুমিনুল। তিনি বলেছেন, ‘লড়াই করতে না পারার ব্যাখ্যা একটাই, আমরা খুব বাজে ব্যাটিং করেছি। ব্যাটিংয়ের দিক থেকে বলতে গেলে… আমরা আসলে খেলতে পারিনি।’
অনেক দিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। রানখরা কাটিয়ে ওঠার সুযোগটা তিনি পেয়েছিলেন ডারবান টেস্টে। কিন্তু সুযোগ হাতছাড়া করেছেন মিডল অর্ডারের অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশি যেভাবে আউট হয়েছে সেটার বিশেষ এক কথায় হতে পারে ‘আত্মহত্যা’। দ্বিতীয় ইনিংসেও উইকেট বিলিয়ে এসেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট করার পর বাংলাদেশ গুটিয়ে যায় ২১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ তোলেন মুশফিক। ৫১ রানে ফেরেন তিনি। মুশি এমন সময়ে আউট হলেন যখন দলকে এগিয়ে নিতে তাঁর ইনিংসটা লম্বা করার খুব প্রয়োজন ছিল। সেই তিনিই কিনা সাজঘরে ফিরলেন 'শিশুতোষ' ভুলে! রোজা বলে রিভার্স সুইপ করতে গিয়ে সাইমন হারমারের বলে বোল্ড!
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের দলের প্রতিনিধি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন হতাশা প্রকাশ করেছেন। মুশফিক কেন অমন ভুল করেছেন সেটার ব্যাখ্যা দিতে পারেননি তিনি। মুশির আউট হওয়ার ধরন নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সতীর্থের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ। প্রসঙ্গটার ইতি টানতে সংবাদমাধ্যমকেও অনুরোধ করলেন তিনি।
আজ পোর্ট এলিজাবেথ টেস্টে ৩৩২ রানে হারের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আপনারা হয়তো এটা নিয়ে খুব বেশি কথা বলছেন। বলতেই পারেন। রিভার্স সুইপ ক্রিকেটেরই একটা শট। বাইরের কোনো শট না। এই শট তিনি খেলতেই পারেন। তার খেলার পরিকল্পনায় যদি থাকে সে খেলবেই। তিনি এই শট খেলে সফল হয়েছেন; রান করেছেন। আমার মনে হয় তাকে সমর্থন করা উচিত। এটা নিয়ে আমি তাকে সমর্থন করি।’
৪১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ভয়ংকর বিপর্যয় নেমে আসে বাংলাদেশ দলে। মুমিনুলদের ৮০ রানে গুঁড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। এমন ব্যাটিং এবং এভাবে হারার ব্যাখ্যা কী? উত্তর দিতে গিয়ে সংবাদমাধ্যমের সামনেও অসহায় আত্মসমর্পণ করলেন মুমিনুল। তিনি বলেছেন, ‘লড়াই করতে না পারার ব্যাখ্যা একটাই, আমরা খুব বাজে ব্যাটিং করেছি। ব্যাটিংয়ের দিক থেকে বলতে গেলে… আমরা আসলে খেলতে পারিনি।’
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে