Ajker Patrika

বৃষ্টিতে এগোল আইরিশরা, তলানিতে আফগানরা

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৩: ৪৯
বৃষ্টিতে এগোল আইরিশরা, তলানিতে আফগানরা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি যেন বাড়তি প্রতিপক্ষ হিসেবে খেলছে। প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টি বাদ সাধছে। বৃষ্টিতে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাতে আইরিশদের কিছুটা উপকার হয়েছে ঠিকই, তবে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে আফগানদের।

টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই এমন সমীকরণ মাথায় নিয়েই আজ এমসিজিতে আফগানিস্তানের খেলার কথা ছিল। তবে বেরসিক বৃষ্টিতে একটা বলও মাঠে গড়ায়নি। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আফগান-আইরিশদের। তাতে আইরিশরা উঠে এসেছ গ্রুপ-১-এর পয়েন্ট তালিকার দুই নম্বরে। আর আফগানরা আছে তলানিতে।

প্রথম রাউন্ডে দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে ওঠে আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে সুপার টুয়েলভ শুরু করেছিল আইরিশরা। তবে নিজেদের পরের ম্যাচে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে হারায় আইরিশরা। আর আজকের ম্যাচ তো বৃষ্টিতে ভেস্তে গেছে। তাতে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-১-এর পয়েন্ট তালিকার দুই নম্বরে এখন আইরিশরা। অন্যদিকে আফগানিস্তানের সুপার টুয়েলভ শুরু হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। এরপর নিউজিল্যান্ড ও আয়ার‍ল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-১-এর ৬ নম্বরে আফগানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত