ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির ঝড় তুলে মুগ্ধ করে চলেছেন উমরান মালিক। কাশ্মীর থেকে উঠে আসা সানরাইজার্স হায়দরাবাদের এই ফাস্ট বোলার এবার আইপিএলের সর্বোচ্চ ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে বোলিং করেছেন, সেটিও আবার দুবার। নিয়মিত গতির ঝড় তুলে ব্যাটারদের বিপাকে ফেলা উমরানকে সামলানোর কিছু উপায় বাতলেছেন সুনীল গাভাস্কার।
এখনো পর্যন্ত ৯ ম্যাচে উমরান নিয়েছেন ১৫ উইকেট। এর মধ্যে একটি ৫ উইকেটও আছে। গত ২৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে গুজরাটের বিপক্ষে ২৫ রানে ৫ উইকেট এখনো পর্যন্ত তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। বোঝাই যাচ্ছে, উমরানকে সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে ব্যাটারদের। ‘কাশ্মীরি বুলেট’খ্যাত উমরানকে সামলানোর কিছু উপায় বলছেন গাভাস্কার। ‘সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকারের প্রান্তে চলে যাও’—স্বভাবসুলভ রসিকতায় ভারতীয় ক্রিকেট কিংবদন্তির পরামর্শ।
‘সানি ভাই’য়ের এই রসিকতায় পরোক্ষভাবে উমরানের প্রশংসাই করা হয়েছে। পরে অবশ্য ব্যাটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন গাভাস্কার, ‘তাকে (উমরানকে) তোমার স্টাম্প দেখতে দিও না। ও যখন বোলিং করতে দৌড় শুরু করে, তিনটা স্টাম্প ঢেকে খেল। বল করতে দৌড় শুরুর সময় তাকে তখন দেখার চেষ্টা করতে হবে অফ স্টাম্প আর লেগ স্টাম্প কোথায়।’
আইপিএলে ধারাবাহিক গতির ঝড় তোলা উমরানকে আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে উমরানের মতো গতিময় ফাস্ট বোলারকে যেকোনো ম্যানেজমেন্টই দলে চাইবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির ঝড় তুলে মুগ্ধ করে চলেছেন উমরান মালিক। কাশ্মীর থেকে উঠে আসা সানরাইজার্স হায়দরাবাদের এই ফাস্ট বোলার এবার আইপিএলের সর্বোচ্চ ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে বোলিং করেছেন, সেটিও আবার দুবার। নিয়মিত গতির ঝড় তুলে ব্যাটারদের বিপাকে ফেলা উমরানকে সামলানোর কিছু উপায় বাতলেছেন সুনীল গাভাস্কার।
এখনো পর্যন্ত ৯ ম্যাচে উমরান নিয়েছেন ১৫ উইকেট। এর মধ্যে একটি ৫ উইকেটও আছে। গত ২৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে গুজরাটের বিপক্ষে ২৫ রানে ৫ উইকেট এখনো পর্যন্ত তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। বোঝাই যাচ্ছে, উমরানকে সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে ব্যাটারদের। ‘কাশ্মীরি বুলেট’খ্যাত উমরানকে সামলানোর কিছু উপায় বলছেন গাভাস্কার। ‘সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকারের প্রান্তে চলে যাও’—স্বভাবসুলভ রসিকতায় ভারতীয় ক্রিকেট কিংবদন্তির পরামর্শ।
‘সানি ভাই’য়ের এই রসিকতায় পরোক্ষভাবে উমরানের প্রশংসাই করা হয়েছে। পরে অবশ্য ব্যাটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন গাভাস্কার, ‘তাকে (উমরানকে) তোমার স্টাম্প দেখতে দিও না। ও যখন বোলিং করতে দৌড় শুরু করে, তিনটা স্টাম্প ঢেকে খেল। বল করতে দৌড় শুরুর সময় তাকে তখন দেখার চেষ্টা করতে হবে অফ স্টাম্প আর লেগ স্টাম্প কোথায়।’
আইপিএলে ধারাবাহিক গতির ঝড় তোলা উমরানকে আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে উমরানের মতো গতিময় ফাস্ট বোলারকে যেকোনো ম্যানেজমেন্টই দলে চাইবে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে