Ajker Patrika

ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ফুরোল ৩৪ বছরের অপেক্ষা

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৬: ০০
ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ফুরোল ৩৪ বছরের অপেক্ষা

সাইম আইয়ুবের মাথার ওপর দিয়ে উড়িয়ে মারলেন হ্যারি ব্রুক। হেলমেটটা খুলে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। উপলক্ষ আর কিছুই নয়। মুলতানে পাকিস্তানের বিপক্ষেই ব্রুক পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। তাতে দীর্ঘ এক অপেক্ষার অবসান হয়েছে। 

টেস্ট ইতিহাসে সবশেষ ট্রিপল করেছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে অ্যাডিলেডে ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরি এসেছিল পাকিস্তানের বিপক্ষেই। ৪১৮ বলে ৩৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। মুলতানে পাঁচ বছর পর যখন টেস্ট দেখল ট্রিপল সেঞ্চুরি, সেটাও এসেছে ঝোড়ো গতিতে। ৩১০ বলে ব্রুক যখন ৩০২ রান করেন, তখন তাঁর স্ট্রাইকরেট ৯৭.৪২। ঝোড়ো ব্যাটিংয়ে  পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বনে গেলেন ব্রুক। টেস্টে ইংল্যান্ডের সবশেষ ট্রিপল সেঞ্চুরি এসেছিল ১৯৯০ সালে। লর্ডসে ভারতের বিপক্ষে সেবার ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গ্রাহাম গুচ। 

সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট—বাজবল মেথডে ইংল্যান্ড ২০২২ সাল থেকে যেভাবে টেস্ট খেলছে, ব্রুকও সেই কায়দায় ব্যাটিং করে বসলেন বীরেন্দ্র শেবাগের পাশে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেবাগ ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ২৭৮ বলে। ১০০ এর বেশি স্ট্রাইকরেটে টেস্টে ৩০০ করা একমাত্র ব্যাটার এখনো শেবাগ। 

মুলতানের ‘হাইওয়ে পিচে’ রীতিমতো রাজত্ব করছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান আগে ব্যাটিং নিয়ে ৫৫৬ রানে অলআউট হয়েছে।  জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে। এটাই পাকিস্তানের বিপক্ষে টেস্টে দলীয় সর্বোচ্চ ইনিংস। ব্রুক আউট হয়েছেন ৩২২ বলে ৩১৭ রান করে। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারের ইনিংসে ছিল ২৯ চার ও ৩ ছক্কা। টেস্টে এটা তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। 

প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯২ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৫০৭ রানেই ইংলিশদের ষষ্ঠ উইকেট পড়তে পারত। ১০৫তম ওভারের চতুর্থ বলে নাসিম শাহকে পুল করতে যান রুট। মিড উইকেটে সহজ ক্যাচ হাতছাড়া করেন বাবর আজম। রুটের রান ছিল ১৮৬ রান। ইংলিশ এই ব্যাটার জীবন পেয়ে যোগ করেছেন আরও ৭৬ রান। চতুর্থ উইকেট জুটিতে রুট-ব্রুক যোগ করেছেন ৫২২ বলে ৪৫৪ রান। যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটি ছিল ২০২০ সালে। চার বছর আগে সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৩৫৯ রানের জুটি গড়েন জস বাটলার ও জ্যাক ক্রলি। জুটিটি ছিল পঞ্চম উইকেটে।

১৩৭তম ওভারের প্রথম বলে রুটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৪৫৪ রানের জুটি ভাঙেন সালমান আলী আগা। ৩৭৫ বলে ১৭ চারে ২৬২ রান করেন রুট। একের পর এক রেকর্ড গড়তে থাকা ইংলিশ এই ব্যাটারের টেস্টে এটা ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। এই তালিকায় তাঁর চেয়ে এগিয়ে হ্যামন্ড। টেস্টে তিনি করেন সাতটা ডাবল সেঞ্চুরি।   

টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি
বল          ব্যাটার                          প্রতিপক্ষ            ভেন্যু                   সাল 
২৭৮        বীরেন্দ্র শেবাগ                দক্ষিণ আফ্রিকা      চেন্নাই                ২০০৮
৩১০        হ্যারি ব্রুক                    পাকিস্তান             মুলতান               ২০২৪
৩৬২        ম্যাথু হেইডেন               জিম্বাবুয়ে               পার্থ                ২০০৩
৩৬৪        বীরেন্দ্র শেবাগ               পাকিস্তান            মুলতান               ২০০৪


টেস্টে ইংল্যান্ডের ট্রিপল সেঞ্চুরিয়ান

                               রান                    প্রতিপক্ষ                  ভেন্যু                   সাল 
লিওনার্ড হাটন         ৩৬৪                 অস্ট্রেলিয়া                  দ্য ওভাল             ১৯৩৮
ওয়ালি হ্যামন্ড         ৩৩৬*              নিউজিল্যান্ড                অকল্যান্ড            ১৯৩৩
গ্রাহাম গুচ             ৩৩৩                  ভারত                        লর্ডস                  ১৯৯০
অ্যান্ডি স্যান্ডহ্যাম    ৩২৫                ওয়েস্ট ইন্ডিজ            কিংসটন              ১৯৩০
হ্যারি ব্রুক              ৩১৭                 পাকিস্তান                   মুলতান               ২০২৪
জন এডরিচ          ৩১০*                 নিউজিল্যান্ড              হেডিংলি                ১৯৬৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হকি বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়েছে আজ। ছবি: ফেসবুক
হকি বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়েছে আজ। ছবি: ফেসবুক

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে জুনিয়র হকি বিশ্বকাপ। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই দলের পৃষ্ঠপোষক ইউএস বাংলা এয়ারলাইনস।

বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচিত হয়েছে। জার্সি উন্মোচন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

প্রস্তুতি-লক্ষ্যসহ বাস্তবতা নিয়ে হকি ফেডারেশনের সভাপতি বলেন, ‘এটি একটি অনন্য ক্ষণ এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের দল ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।। শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এবং একটি শৃঙ্খলাবদ্ধ দল সর্বদা জয়লাভ করে। মাঠের খেলায় ১১ বনাম ১১ লড়াই হয়, প্রতিপক্ষ কোণ দেশ বা দল বড় নয়, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করবে এবং ভালো নৈপুণ্য প্রদর্শন করবে এটিই আমার প্রত্যাশা।’

ডাচ কোচের অধীনে বাংলাদেশ ইউরোপীয় খেলার ধরন বুঝতে পারছে। অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, ‘আমরা এখন ইউরোপীয় ধারাটা বুঝতে পেরেছি, আইকম্যানের মতো বড় কোচের অধীনে দলের খেলার ধারায়ও পরিবর্তন হয়েছে।’

হেড কোচ আইকম্যান বলেন, ‘খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছি। আধুনিক হকিতে গতি ও দলগত সমন্বয়ের ওপরই সাফল্য নির্ভর করে। আমরা সেটিরই প্রতিফলন রাখতে চাই।

সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান জানান, ১৮ নভেম্বর দল ভারতের উদ্দেশে যাত্রা করবে এবং বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পাকিস্তান-শ্রীলঙ্কার লড়াইয়ে থাকছে বাংলাদেশও

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: ফাইল ছবি
পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে কেবল শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও জিতেছে পাকিস্তান। কিন্তু সালমান আলী আঘা-বাবর আজমদের যে দম ফেলার সুযোগ নেই। রাওয়ালপিন্ডিতে পরশু শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে।

পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে না থেকেও থাকছে বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার হিসেবে আছেন ইংল্যান্ডের আলেকজান্ডার হোয়ার্ফ ও পাকিস্তানের আসিফ ইয়াকুব।তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন আরেক পাকিস্তানি আম্পায়ার রশিদ রিয়াজ।

পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে সৈকত মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। তাঁর সঙ্গে এই দায়িত্বে থাকবেন আরেক পাকিস্তানি আম্পায়ার ফয়সাল আফ্রিদি। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন হোয়ার্ফ ও আসিফ। তৃতীয় ওয়ানডেতে ফের বদলে যাচ্ছে সৈকতের দায়িত্ব। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশি এই আম্পায়ার থাকছেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। ফয়সাল আফ্রিদি থাকবেন চতুর্থ আম্পায়ার। মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন হোয়ার্ফ ও রশিদ রিয়াজ। তিন ওয়ানডেতেই আলী নাকভি ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন।

হোয়ার্ফের সঙ্গে আইসিসির এলিট প্যানেলে আছেন সৈকতও। আইসিসি ইভেন্টসহ বিদেশে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজেও সৈকতকে আম্পায়ারিং করতে দেখা যায়। আর পাকিস্তানি দুই আম্পায়ারের মধ্যে রশিদ রিয়াজ আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। আসিফ ইয়াকুব আইসিসির ইমার্জিং প্যানেলের আম্পায়ার হিসেবে কাজ করছেন। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডেরই ভেন্যু রাওয়ালপিন্ডি। ১৩ ও ১৫ নভেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তানে যোগ দেবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টি-টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হাসপাতালে বিসিবি সহসভাপতি ফারুক, হার্টে পরানো হয়েছে রিং

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২২: ২৩
হাসপাতালে বিসিবি সহসভাপতি ফারুক, হার্টে পরানো হয়েছে রিং

টেস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে চলছে দুই দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স। আজ প্রথম দিনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ বিসিবির পরিচালক রুবাবা দৌলা, আসিফ আকবররা ছিলেন। কিন্তু আরেক সহসভাপতি ফারুক আহমেদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফারুককে ঢাকার একটি হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তাতে ফারুকের হার্টে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন রাবীদ। সম্ভবত বিকেলের দিকে ফারুক গেছেন বলে জানা গেছে। হার্টে ব্লক ধরা পড়ায় অ্যানজিওগ্রাম করে এরপর রিং পরানো (স্টেন্ট) হয়েছে। ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে ফারুককে।

১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। বিসিবি প্রধান নির্বাচক ও বিসিবি সভাপতির দায়িত্বও পালন করেছিলেন ফারুক। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে তখন বিসিবি সভাপতি হয়েছিলেন ফারুক। ৯ মাস বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছিলেন ফারুক। পদত্যাগ না করলেও এ বছরের ২৯ মে অপসারিত হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক হিসেবে।

ফারুকের জায়গায় ৩১ মে বুলবুল বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর ফের সভাপতি হয়েছেন বুলবুল। তাঁর সঙ্গে সহসভাপতি হয়েছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফুটবল যদি মারপিট করে, আমিও মারপিট করব: আসিফ আকবর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২২: ৪৮
বিসিবির ক্রিকেট কনফারেন্সে ফুটবল ফেডারেশনের প্রতি হুঁশিয়ারি দিলেন আসিফ। ছবি: সংগৃহীত
বিসিবির ক্রিকেট কনফারেন্সে ফুটবল ফেডারেশনের প্রতি হুঁশিয়ারি দিলেন আসিফ। ছবি: সংগৃহীত

ফুটবলাররা মাঠের ক্রিকেটের উইকেট নষ্ট করে ফেলেছে বলে দাবি করেছেন বিসিবি পরিচালক ও গায়ক আসিফ আকবর। তাঁর মতে, ফুটবলের কারণে ক্রিকেট খেলা যাচ্ছে না।

দেশের ৬৪টি জেলা ও আটটি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তাদের নিয়ে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বিসিবি। আজ প্রথম দিন সেখানে ফুটবল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন আসিফ। ক্রিকেটকে এগিয়ে রাখার প্রয়োজনে মারধর করতেও রাজি আছেন তিনি।

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে জেলা ক্রিকেট লিগ শুরু হবে ১২ নভেম্বর। বাংলাদেশ ফুটবল লিগে ২৪ নভেম্বর সেখানেই হবে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। তাই কুমিল্লায় ম্যাটের উইকেটে খেলা হবে বলে দাবি আসিফ আকবরের।

ক্রিকেট কনফারেন্সে আসিফ বলেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। তারা উইকেট ভেঙে ফেলল, উইকেট নষ্ট করে ফেলেছে। আবার ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যাটা শুধু কুমিল্লার না। প্রতিটা জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল, প্রতিটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও ফুটবল দখল করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ।’

আসিফ আরও বলেন, ‘আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিন খেলা, একটা আভিজাত্যের খেলা। এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবল হচ্ছে, যদি একজনের গায়ে আরেকজন লাগে, সে মিথ্যা কথা বলবে যে, ‘‘আমার থ্রো’’। তাই না? শুরুটাই খারাপ। কার কর্নার, কার ফাউল, কে এসে বসে, সবাই দাবি করে। কিন্তু ক্রিকেটটা এমন না।’

ফুটবল যেমন, আসিফ তেমনই ব্যবহার করতে চান, ‘আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার... যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রোবলেম। যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, হার্ট-চোখ চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার।’

বাফুফের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সমঝোতায় আসতে অনুরোধ করেন আসিফ। তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভাপতিকে অনুরোধ করব, আমাদের সিনিয়র যারা আছেন বোর্ড মেম্বারস, তাঁদের অনুরোধ করব যে আপনারা জরুরি ভিত্তিতে বাফুফের সঙ্গে বসেন। আমরা তো মারামারি করতে যাব না। আমরা এনএসসির কাছে বার্ষিক সূচি চাই। কখন কোন খেলা হবে। যদি তা না করতে পারি, যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। মাঠেরও টেম্পারমেন্ট থাকে। ফুটবলারদের সঙ্গে আমাদের সমঝোতায় আসতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত