Ajker Patrika

ট্রফিতে পা রাখার ঘটনা নিয়ে মুখ খুলেছেন মার্শ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৭: ০৩
ট্রফিতে পা রাখার ঘটনা নিয়ে মুখ খুলেছেন মার্শ

ভারতের স্বপ্ন চুরমার করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যে ট্রফিতে স্বাগতিক খেলোয়াড়ের চুমু এঁকে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ট্রফিতেই কিনা পা তুলে ছবি তুলেছেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান ব্যাটারের এই ছবি পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি।

ট্রফিতে পা তুলে দেওয়ায় ভারতীয় পেসার মোহাম্মদ শামির মতো বর্তমান-সাবেক অনেক ক্রিকেটারই প্রকাশ্যে মার্শের সমালোচনা করেছেন। ভক্ত-সমর্থকেরাও বিষয়টিকে ভালোভাবে নেননি।

এত সব কিছু হলেও এত দিন এ বিষয়ে কোনো কিছু বলেননি মার্শ। অবশেষে চ্যাম্পিয়ন হওয়ার ১১ দিন পর মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন তিনি। সেন নামে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ৩২ বছর বয়সী ব্যাটার।

ট্রফিতে পা রাখার ছবির বিষয়ে মার্শ বলেছেন, ‘সততার সঙ্গে বলছি, বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার উদ্দেশ্যে ছবিটি তোলা হয়নি। চিন্তাও করিনি ওই ছবি নিয়ে এত কিছু হতে পারে। সামাজিক মাধ্যমে খুব বেশি কিছু দেখিনি। তবে আমাকে অনেকে জানিয়েছে, ছবিটি ভাইরাল হয়ে গেছে। এর বেশি কিছু না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত