Ajker Patrika

চাহাল না থাকলেও বিশ্বকাপে আছেন তাঁর স্ত্রী

চাহাল না থাকলেও বিশ্বকাপে আছেন তাঁর স্ত্রী

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। এরপরেই ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ফলে টুর্নামেন্ট শুরুর সময় যত ঘনিয়ে আসছে সব রকমের প্রস্তুতিও সেরে নিচ্ছে আইসিসি। 

তারই ধারাবাহিকতায় আজ মুক্তি পেয়েছে বিশ্বকাপের থিম সং। ১৩ তম সংস্করণের থিম সংয়ের নাম হচ্ছে ‘দিল যশন বোলে’। বাংলায় যার অর্থ—হৃদয় উদ্‌যাপন করে। থিম সংয়ের প্রধান চরিত্র বলিউড সুপার স্টার রনবীর সিং। 

৩ মিনিট ২১ সেকেন্ডের থিম সংয়ের ভিডিওটির চিত্রায়ণ করা হয়েছে একটি ট্রেনকে কেন্দ্র করে। শুরুটা হয় ট্রেন চালককে দিয়ে। এরপর অন্য এক বগি থেকে বিশ্বকাপের মূল বগিতে ঢুকে পড়েন রনবীর। ঢোকার সময় ইলেকট্রনিক বোর্ডে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভেসে উঠে। এ ছাড়া বিভিন্ন ভাষায় খেলা সম্পর্কিত আরও শব্দও ভেসে উঠতে দেখা যায়। বগির ভেতরেই উইকেট সাজিয়ে ম্যাচ চলে। ব্যাটারের মারা বলের আঘাতে জানালার কাঁচ ভেঙে গেলে কিছুটা উদ্বিগ্ন দেখা যায় বগির ভেতরে থাকা সকলকে। পরে আম্পায়ার ছক্কা দিলে শুরু হয়ে যায় আবারও নাচ। 

বিশ্বকাপের থিম সংয়ে অভিনেতা রনবীর সিংয়ের সঙ্গে নেচেছেন চাহালের স্ত্রী ধনশ্রী।তার আগে মাইকিংয়ে ওয়ানডে বিশ্বকাপের ঘোষণা দেন রনবীর সিং। আর ট্রেনের ছাদে থিম সংয়ের সুরকার ও গায়ক প্রতীম সঙ্গীদের নিয়ে গাইতে থাকেন ‘দিল যশন বোলে’। থিম সংটি লিখেছেন শ্লোক লাল ও সাবেরি ভার্মা। ভারতীয়দের কাছে ক্রিকেট যে উৎসবের মতো তা এই থিম সংয়ে বোঝানা হয়েছে। 

থিম সংয়ে অনেকের সঙ্গে আরেকজন নৃত্যশিল্পীকে দেখা গিয়েছে যিনি রনবীর সিংয়ের সঙ্গে নাচ করেছেন। তিনি হচ্ছেন ধনশ্রী ভার্মা। পেশায় নৃত্যশিল্পী ও মডেল হলেও তাঁর বিশেষ পরিচয় ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী। স্বামী ভারতের বিশ্বকাপ দলে না থাকলেও আইসিসির প্রকাশিত থিম সংয়ের মাধ্যমে টুর্নামেন্টে থাকছেন ধনশ্রী। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৯ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত