Ajker Patrika

নিউজিল্যান্ডও কেন তারকাদের ছাড়া আসছে বাংলাদেশে

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১১: ৪৪
নিউজিল্যান্ডও কেন তারকাদের ছাড়া আসছে বাংলাদেশে

পঞ্চম টি-টোয়েন্টি শেষ করে কাল রাতেই দেশে ফিরে গেছে অস্ট্রেলিয়া। একঝাঁক তারকা ক্রিকেটার ছাড়া বাংলাদেশ সফর শেষ করে গেছে তারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। তারাও হেঁটেছে অস্ট্রেলিয়ার পথে। তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে আসবে কিউইরা।

স্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সব ম্যাচও হবে মিরপুরে। মিরপুরের উইকেট নিউজিল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে কতটা ভূমিকা রাখবে, সেই প্রশ্ন তো রয়েছেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মিরপুরের নিচু ও মন্থর উইকেট দেখে এই দল ঘোষণা হয়েছে কি না, সেই প্রশ্নও আসছে! নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) অবশ্য বলছে ভিন্ন কথা। বাংলাদেশ সফর দিয়ে শুরু হয়ে ভারত সফর দিয়ে শেষ হবে নিউজিল্যান্ডের চার মাসের লম্বা এই সফর। জৈব সুরক্ষাবলয়ে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এনজেডসি।

বাংলাদেশের কাছে সিরিজটা ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। দলের নিয়মিত খেলোয়াড়দের ছাড়া অস্ট্রেলিয়ার এই হার খুব একটা চিন্তায় ফেলতে পারেনি কিউইদের। কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের  ছাড়া দল ঘোষণা যেন সেটাই প্রমাণ করে। অবশ্য শুধু অস্ট্রেলিয়ার সিরিজ হার কেন, বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের অতীত ইতিহাসও যে সুখকর নয়।

শুধু বাংলাদেশ সফর নয়, সেপ্টেম্বরে পাকিস্তান সফরেও উইলিয়ামসন-বোল্টদের ছাড়াই খেলবে নিউজিল্যান্ড। এ দুই সফরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলও ঘোষণা করেছে এনজেডসি। বিশ্বকাপ দলের কোনো খেলোয়াড়ই নেই এ দুই সফরে। টানা সিরিজে খেলোয়াড়-কোচদের চাপ কমাতে চারটি ভিন্ন দল ঘোষণা করেছে তারা।

তবে সেপ্টেম্বরের শেষ দিকে আমিরাতে হবে স্থগিত আইপিএলের বাকি অংশ। এখানেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ মাথায় রেখে আইপিএলের বাকি অংশে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিয়েছে এনজেডসি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন উইলিয়ামসন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বোল্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার অনুমতি পাচ্ছেন কাইল জেমিসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত