Ajker Patrika

বাংলাদেশের হতাশার একটা দিন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের হতাশার একটা দিন

ঢাকা: পাল্লেকেলেতে প্রথম টেস্টের দ্বিতীয় টেস্টে আর ভুল করেননি শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। এবার উইকেট ঠিকঠাক চিনেছেন। আর টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি লঙ্কান অধিনায়ক। দুই ওপেনারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানরা প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ২৯১ রান তুলে।

সাদা পোশাকে টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। তিন পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ প্রথম এক ঘণ্টা বেশ ভুগিয়েছে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নেকে। বলের গতি সঙ্গে সুইং পাচ্ছিলেন তাঁরা। বোলাদের কার্যকরিতা পরখ করতেই ইনিংসের প্রথম ৯ ওভারেই চার বোলার পরিবর্তন করেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

উইকেটের দেখা পেতে পারতেন তাসকিন আহমেদ। ১৯তম ওভারের শেষ বলে করুনারত্নেকে বুক বরাবর শর্ট বলে দিয়েছিলেন তিনি। বলটা খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল দ্বিতীয় স্লিপে চলে যায়। নাজমুল হোসেন শান্ত ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। ব্যক্তিগত ২৮ রানে জীবন পান লঙ্কান অধিনায়ক। বিনা উইকেট ৬৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা।

বিরতি পর বাংলাদেশের বোলাদের বিপক্ষে আরও সাবলীল করুনারত্নে আর থিরিমান্নে। বোলারদের কোনো সুযোগই দেননি। ২৮ রানে সুযোগ পাওয়া করুনারত্নে ভালোভাবেই কাজে লাগিয়েছেন। সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া করুনারত্নে চা বিরতির আগেই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় সেশনটাও উইকেটবিহীনভাবে কাটাতে হয় বাংলাদেশকে। চা বিরতির আগে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা হয় বিনা উইকেটে ১৮৮ রান।

বিরতির পরই দিনের প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। অভিষেক উইকেটের দেখা পান শরিফুল। করুনারত্নেকে করা অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অফ লেংথের বল স্কোয়ারের দিকে খেলতে গিয়ে ব্যাটের কানায় গিয়ে লিটন দাসের ক্যাচ হন লঙ্কান অধিনায়ক। করুনারত্নে থামেন ১১৮ রান। তার আগে শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়া হয়ে গেছে।

করুনারত্নের বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার থিরিমান্নে। ওসাদা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় ভালোভাবেই পার করে দেন এই ওপেনার। দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২৯১ রান। থিরিমান্নে ১৩১ রানে আর ওসাদা অপরাজিত আছেন ৪০ রানে।

সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে
শ্রীলঙ্কা: ২৯১/১ (করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৩১*, ফার্নান্দো ৪০*; শরিফুল ১/৫২, আবু জায়েদ ০/৪৭, তাইজুল ০/৫৬)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত