নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পাল্লেকেলেতে প্রথম টেস্টের দ্বিতীয় টেস্টে আর ভুল করেননি শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। এবার উইকেট ঠিকঠাক চিনেছেন। আর টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি লঙ্কান অধিনায়ক। দুই ওপেনারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানরা প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ২৯১ রান তুলে।
সাদা পোশাকে টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। তিন পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ প্রথম এক ঘণ্টা বেশ ভুগিয়েছে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নেকে। বলের গতি সঙ্গে সুইং পাচ্ছিলেন তাঁরা। বোলাদের কার্যকরিতা পরখ করতেই ইনিংসের প্রথম ৯ ওভারেই চার বোলার পরিবর্তন করেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
উইকেটের দেখা পেতে পারতেন তাসকিন আহমেদ। ১৯তম ওভারের শেষ বলে করুনারত্নেকে বুক বরাবর শর্ট বলে দিয়েছিলেন তিনি। বলটা খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল দ্বিতীয় স্লিপে চলে যায়। নাজমুল হোসেন শান্ত ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। ব্যক্তিগত ২৮ রানে জীবন পান লঙ্কান অধিনায়ক। বিনা উইকেট ৬৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা।
বিরতি পর বাংলাদেশের বোলাদের বিপক্ষে আরও সাবলীল করুনারত্নে আর থিরিমান্নে। বোলারদের কোনো সুযোগই দেননি। ২৮ রানে সুযোগ পাওয়া করুনারত্নে ভালোভাবেই কাজে লাগিয়েছেন। সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া করুনারত্নে চা বিরতির আগেই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় সেশনটাও উইকেটবিহীনভাবে কাটাতে হয় বাংলাদেশকে। চা বিরতির আগে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা হয় বিনা উইকেটে ১৮৮ রান।
বিরতির পরই দিনের প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। অভিষেক উইকেটের দেখা পান শরিফুল। করুনারত্নেকে করা অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অফ লেংথের বল স্কোয়ারের দিকে খেলতে গিয়ে ব্যাটের কানায় গিয়ে লিটন দাসের ক্যাচ হন লঙ্কান অধিনায়ক। করুনারত্নে থামেন ১১৮ রান। তার আগে শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়া হয়ে গেছে।
করুনারত্নের বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার থিরিমান্নে। ওসাদা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় ভালোভাবেই পার করে দেন এই ওপেনার। দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২৯১ রান। থিরিমান্নে ১৩১ রানে আর ওসাদা অপরাজিত আছেন ৪০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে
শ্রীলঙ্কা: ২৯১/১ (করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৩১*, ফার্নান্দো ৪০*; শরিফুল ১/৫২, আবু জায়েদ ০/৪৭, তাইজুল ০/৫৬)
ঢাকা: পাল্লেকেলেতে প্রথম টেস্টের দ্বিতীয় টেস্টে আর ভুল করেননি শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। এবার উইকেট ঠিকঠাক চিনেছেন। আর টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি লঙ্কান অধিনায়ক। দুই ওপেনারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানরা প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ২৯১ রান তুলে।
সাদা পোশাকে টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। তিন পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ প্রথম এক ঘণ্টা বেশ ভুগিয়েছে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নেকে। বলের গতি সঙ্গে সুইং পাচ্ছিলেন তাঁরা। বোলাদের কার্যকরিতা পরখ করতেই ইনিংসের প্রথম ৯ ওভারেই চার বোলার পরিবর্তন করেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
উইকেটের দেখা পেতে পারতেন তাসকিন আহমেদ। ১৯তম ওভারের শেষ বলে করুনারত্নেকে বুক বরাবর শর্ট বলে দিয়েছিলেন তিনি। বলটা খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল দ্বিতীয় স্লিপে চলে যায়। নাজমুল হোসেন শান্ত ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। ব্যক্তিগত ২৮ রানে জীবন পান লঙ্কান অধিনায়ক। বিনা উইকেট ৬৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা।
বিরতি পর বাংলাদেশের বোলাদের বিপক্ষে আরও সাবলীল করুনারত্নে আর থিরিমান্নে। বোলারদের কোনো সুযোগই দেননি। ২৮ রানে সুযোগ পাওয়া করুনারত্নে ভালোভাবেই কাজে লাগিয়েছেন। সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া করুনারত্নে চা বিরতির আগেই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় সেশনটাও উইকেটবিহীনভাবে কাটাতে হয় বাংলাদেশকে। চা বিরতির আগে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা হয় বিনা উইকেটে ১৮৮ রান।
বিরতির পরই দিনের প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। অভিষেক উইকেটের দেখা পান শরিফুল। করুনারত্নেকে করা অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অফ লেংথের বল স্কোয়ারের দিকে খেলতে গিয়ে ব্যাটের কানায় গিয়ে লিটন দাসের ক্যাচ হন লঙ্কান অধিনায়ক। করুনারত্নে থামেন ১১৮ রান। তার আগে শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়া হয়ে গেছে।
করুনারত্নের বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার থিরিমান্নে। ওসাদা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় ভালোভাবেই পার করে দেন এই ওপেনার। দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২৯১ রান। থিরিমান্নে ১৩১ রানে আর ওসাদা অপরাজিত আছেন ৪০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে
শ্রীলঙ্কা: ২৯১/১ (করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৩১*, ফার্নান্দো ৪০*; শরিফুল ১/৫২, আবু জায়েদ ০/৪৭, তাইজুল ০/৫৬)
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। অথচ সেই প্রোটিয়ারাই সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৪১৫ রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল। ৭২ রানে অলআউট হয়ে ম্যাচ হারল ৩৪২ রানে। ওয়ানডে ক্রিকেটে রানের হিসেবে এটিই সবচেয়ে বড় জয়। এর আগে বড় জয়টি ছিল ভারতের; ২০২৩ সালে তারা শ্রীলঙ্কাকে
১১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ছিল জিম্বাবুয়ে। কিন্তু জিম্বাবুইয়ানদের সে স্বপ্ন মাটি করে দিল চারিত আসালঙ্কার দল। শেষ টি–টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লঙ্কানরা।
১২ ঘণ্টা আগেহার্দিক পান্ডিয়ার ফ্যাশন-সচেতনতা সম্পর্কে ধারণা নেই, এমন লোক খুব কমই পাওয়া যাবে। চশমা, কানের দুল থেকে শুরু করে ঘড়ি—সবকিছু ব্যবহার করেন এই অলরাউন্ডার। বিশেষ করে ঘড়ির প্রতি তাঁর দুর্বলতা একটু বেশিই। তারই প্রমাণ পাওয়া গেল আরও একবার। তাঁর হাতে এখন ২৭ কোটি ৬২ লাখ টাকার বেশি মূল্যের ঘড়ি!
১৩ ঘণ্টা আগেলম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তারকা অলরাউন্ডারকে ছাড়া এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। দলে না থাকলেও এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হওয়ার আগে সাকিবকে স্মরণ করিয়ে দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
১৫ ঘণ্টা আগে