Ajker Patrika

টানা দুই জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

টানা দুই জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। বুলাওয়েতে আজ দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের দল। 

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে ৫০ রানও করতে পারেনি জিম্বাবুয়ের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য এক শ পার করেছে জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে ১২১ রানের সংগ্রহ পায় স্বাগতিক জিম্বাবুয়ে। ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানের সময় ফিরে যান ওপেনার শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হক ১১৫ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। মুরশিদা ৬৫ বলে ৫১, ফারজানা ৬৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। 

এর আগে ইনিংসের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন তারকা পেসার জাহানারা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় জিম্বাবুয়ের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান এসেছে নিয়াশা গুয়ানজুরা ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। দুইটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত