Ajker Patrika

স্টোকসকে অধিনায়ক করে বর্ষসেরা টেস্ট দল দিল আইসিসি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৮: ০৫
স্টোকসকে অধিনায়ক করে বর্ষসেরা টেস্ট দল দিল আইসিসি

বেন স্টোকস অধিনায়ক হওয়ার পরই ২০২২ সালে ইংল্যান্ড টেস্ট দলের পুনর্জাগরণ হয়েছিল। ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার। স্টোকসকে অধিনায়ক করে আজ ২০২২-এর বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করেছে আইসিসি।

স্টোকস ছাড়া এই দলে আছেন বাবর আজম, উসমান খাজা, প্যাট কামিন্স, কাগিসো রাবাদার মতো তারকারা। গত বছর টেস্টে সর্বোচ্চ রান করেছিলেন বাবর। আর খাজা সাদা পোশাকে লিখেছেন প্রত্যাবর্তনের গল্প। সাদা পোশাকে গত বছর সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ছিলেন রাবাদা ও নাথান লায়ন। আর উইকেটশিকারির তালিকায় টেস্টে শীর্ষ পাঁচ বোলারের একজন ছিলেন প্যাট কামিন্স। 

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে সর্বোচ্চ চার ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার। তিনজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। স্টোকস বাদে দুই ইংলিশ ক্রিকেটার হলেন জনি বেয়ারস্টো ও জেমস অ্যান্ডারসন। বেয়ারস্টো ২০২২ সালে ‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট’ সূত্র মেনে খেলেছিলেন। বোলিংয়ে দারুণ ছন্দে ছিলেন অ্যান্ডারসন। সাদা পোশাকের এই দলে একজন করে আছেন ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের।

আইসিসির ২০২২ টেস্ট দল: 
১। উসমান খাজা (অস্ট্রেলিয়া): ১১ ম্যাচ; ১০৮০ রান; গড়: ৬৭.৫০; সর্বোচ্চ: ১৬০, সেঞ্চুরি: ৪, ফিফটি: ৫ 
২। ক্রেইগ ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) : ৭ ম্যাচ; ৬৮৭ রান; গড়: ৬২.৪৫; সর্বোচ্চ: ১৬০, সেঞ্চুরি: ২, ফিফটি: ৫  
৩। মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ; ৯৫৭ রান; গড়: ৫৬.২৯; সর্বোচ্চ: ২০৪, সেঞ্চুরি: ৪, ফিফটি: ১ 
৪। বাবর আজম (পাকিস্তান) : ৯ ম্যাচ; ১১৮৪ রান; গড়: ৬৯.৬৪; সর্বোচ্চ: ১৯৬; সেঞ্চুরি: ৪; ফিফটি: ৭ 
৫। জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ; ১০৬১ রান, গড়: ৬৬.৩১; সেঞ্চুরি: ৬; ফিফটি: ১ 
৬। বেন স্টোকস (অধিনায়ক) (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ; ৮৭০ রান, গড়: ৩৬.২৫; সেঞ্চুরি: ২; ফিফটি: ৪; ২৬ উইকেট; সেরা বোলিং: ৪ / ৩৩ 
৭। ঋষভ পন্ত (উইকেটরক্ষক) (ভারত) : ৭ ম্যাচ; ৬৮০ রান; গড়: ৬১.৮১; সর্বোচ্চ: ১৪৬; সেঞ্চুরি: ২; ফিফটি: ৪ 
৮। প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) : ১০ ম্যাচ; ৩৬ উইকেট; সেরা বোলিং: ৫ / ৪২ 
৯। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ; ৪৭ উইকেট; সেরা বোলিং: ৫ / ৫২ 
১০। নাথান লায়ন (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ; ৪৭ উইকেট; সেরা বোলিং: ৬ / ১২৮ 
১১। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) : ৯ ম্যাচ; ৩৬ উইকেট; সেরা বোলিং: ৫ / ৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত