নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম দিনের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের ৪৬ রানেই সেদিন ৫ উইকেট ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। জাগিয়েছিলেন লিড নেওয়ার সম্ভাবনা। তবে তৃতীয় দিন উল্টো ৮ রানের লিড নিয়ে থামল কিউইরা। গ্লেন ফিলিপসের ফিফটিতে প্রথম ইনিংসে ১৮০ রান করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান।
দুপুর ১২টায় যখন খেলা শুরু হলো, প্রথম দিনের শেষ ওভারে আরও দুই বল বাকি ছিল তাইজুল ইসলামের। আজ সেই ওভার পূর্ণ করলেন প্রথমে এসে। তার আগে দ্বিতীয় দিন অবিরত বৃষ্টির পর ভেজা মাঠ শুকাতে তৃতীয় দিনের প্রথম সেশনও শেষ হয়ে গেল। খেলা শুরু হয় লাঞ্চের পর।
তবে তৃতীয় দিনের খেলার সময়ে বেড়েছে পরিধি। সাধারণত দিনের খেলা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়, আজ শেষ হবে ৫টা ১৫ মিনিটে। দ্বিতীয় সেশনের পর চা বিরতির সময় কমিয়ে দেওয়া হয়েছে ১০ মিনিট। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় সেশনের খেলা। তৃতীয় দিন ৭৪ ওভার খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন ম্যাচ অফিশিয়ালরা।
মিরপুরে উইকেটের অবস্থা যেহেতু খারাপ, বল টার্ন করছে। তাতে অসম বাউন্স, প্রথাগত ফরওয়ার্ড ডিফেন্স, ব্যাকফুট ডিফেন্সে সামলানো কঠিন। এমন উইকেটে ব্যাটাররা উপায় না দেখে মেরে খেলার পথটা বেছে নেন। মিরপুরে এমন পরিস্থিতিতে তাই তৃতীয় দিন আক্রমণাত্মক ব্যাটিং বেছে নিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ষষ্ঠ উইকেটে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস ৪৯ রানের দারুণ একটি জুটিও গড়েন।
দিনের দশম ওভারে মিচেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাঈম হাসান। সোজাসুজি ওপরে তুলে খেলেছিলেন মিচেল, অল অন থেকে দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে বল হাতে জমা করেন মেহেদী হাসান মিরাজ। তার আগে মিচেলকে ফেরাতে একটা রিভিউ নষ্ট করেছিলেন মিরাজই।
পরের ওভারে মিচেল স্যান্টারকেও ফেরান নাইম। ১ রানে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন তিনি। অষ্টম উইকেটে ইনিংসে সবচেয়ে বড় জুটি পেয়েছে নিউজিল্যান্ড। কাইল জেমিসনকে নিয়ে ৫৩ বলে ৫৫ রানের দারুণ একটি জুটি গড়েন ফিলিপস। দ্রুত রান তুলছিলেন দুজনে।
স্পিন দিয়ে যখন জুটি ভাঙতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশ, তখন দিনের ২০তম ওভারে শরীফুল ইসলামকে আক্রমণ আনলেন শান্ত। ওভারের দ্বিতীয় বলেই ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি পেসার। হাঁটুর নিচের বল খুঁচিয়ে স্লিপে শাহাদাত হোসেন দিপুর হাতে বল জমা পড়লে ২০ রানে ফেরেন জেমিসন।
নবম উইকেটে জুটিতে টিম সাউদি-ফিলিপস স্কোরে জমা করেন ২৮ রান। সেঞ্চুরির পথে হাঁটছিলেন ফিলিপস। কিন্তু ৮৭ রানে শরীফুলের বল তাঁর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে জমা পড়ে। ৭২ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ফিলিপস। ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। এরপর ১৪ রানে সাউদিকে ফিরিয়ে শেষ উইকেট জুটিতে আর রান যোগ করতে দেননি তাইজুল। ৩৭.১ ওভারে ১৮০ রানে থামল নিউজিল্যান্ডের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ও মিরাজ ৩টি করে উইকেট নিয়েছেন,২টি করে উইকেট নিয়েছেন শরীফুল ও নাঈম।
প্রথম দিনের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের ৪৬ রানেই সেদিন ৫ উইকেট ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। জাগিয়েছিলেন লিড নেওয়ার সম্ভাবনা। তবে তৃতীয় দিন উল্টো ৮ রানের লিড নিয়ে থামল কিউইরা। গ্লেন ফিলিপসের ফিফটিতে প্রথম ইনিংসে ১৮০ রান করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান।
দুপুর ১২টায় যখন খেলা শুরু হলো, প্রথম দিনের শেষ ওভারে আরও দুই বল বাকি ছিল তাইজুল ইসলামের। আজ সেই ওভার পূর্ণ করলেন প্রথমে এসে। তার আগে দ্বিতীয় দিন অবিরত বৃষ্টির পর ভেজা মাঠ শুকাতে তৃতীয় দিনের প্রথম সেশনও শেষ হয়ে গেল। খেলা শুরু হয় লাঞ্চের পর।
তবে তৃতীয় দিনের খেলার সময়ে বেড়েছে পরিধি। সাধারণত দিনের খেলা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়, আজ শেষ হবে ৫টা ১৫ মিনিটে। দ্বিতীয় সেশনের পর চা বিরতির সময় কমিয়ে দেওয়া হয়েছে ১০ মিনিট। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় সেশনের খেলা। তৃতীয় দিন ৭৪ ওভার খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন ম্যাচ অফিশিয়ালরা।
মিরপুরে উইকেটের অবস্থা যেহেতু খারাপ, বল টার্ন করছে। তাতে অসম বাউন্স, প্রথাগত ফরওয়ার্ড ডিফেন্স, ব্যাকফুট ডিফেন্সে সামলানো কঠিন। এমন উইকেটে ব্যাটাররা উপায় না দেখে মেরে খেলার পথটা বেছে নেন। মিরপুরে এমন পরিস্থিতিতে তাই তৃতীয় দিন আক্রমণাত্মক ব্যাটিং বেছে নিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ষষ্ঠ উইকেটে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস ৪৯ রানের দারুণ একটি জুটিও গড়েন।
দিনের দশম ওভারে মিচেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাঈম হাসান। সোজাসুজি ওপরে তুলে খেলেছিলেন মিচেল, অল অন থেকে দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে বল হাতে জমা করেন মেহেদী হাসান মিরাজ। তার আগে মিচেলকে ফেরাতে একটা রিভিউ নষ্ট করেছিলেন মিরাজই।
পরের ওভারে মিচেল স্যান্টারকেও ফেরান নাইম। ১ রানে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন তিনি। অষ্টম উইকেটে ইনিংসে সবচেয়ে বড় জুটি পেয়েছে নিউজিল্যান্ড। কাইল জেমিসনকে নিয়ে ৫৩ বলে ৫৫ রানের দারুণ একটি জুটি গড়েন ফিলিপস। দ্রুত রান তুলছিলেন দুজনে।
স্পিন দিয়ে যখন জুটি ভাঙতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশ, তখন দিনের ২০তম ওভারে শরীফুল ইসলামকে আক্রমণ আনলেন শান্ত। ওভারের দ্বিতীয় বলেই ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি পেসার। হাঁটুর নিচের বল খুঁচিয়ে স্লিপে শাহাদাত হোসেন দিপুর হাতে বল জমা পড়লে ২০ রানে ফেরেন জেমিসন।
নবম উইকেটে জুটিতে টিম সাউদি-ফিলিপস স্কোরে জমা করেন ২৮ রান। সেঞ্চুরির পথে হাঁটছিলেন ফিলিপস। কিন্তু ৮৭ রানে শরীফুলের বল তাঁর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে জমা পড়ে। ৭২ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ফিলিপস। ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। এরপর ১৪ রানে সাউদিকে ফিরিয়ে শেষ উইকেট জুটিতে আর রান যোগ করতে দেননি তাইজুল। ৩৭.১ ওভারে ১৮০ রানে থামল নিউজিল্যান্ডের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ও মিরাজ ৩টি করে উইকেট নিয়েছেন,২টি করে উইকেট নিয়েছেন শরীফুল ও নাঈম।
দুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
২ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
৬ ঘণ্টা আগে