Ajker Patrika

বিরল আউট মুশফিক, হতাশ ধারাভাষ্যকার তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ২০
বিরল আউট মুশফিক, হতাশ ধারাভাষ্যকার তামিম

আজ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিতে এসেছেন তামিম ইকবাল। মিরপুর টেস্টে আজ লাঞ্চের পর যখন ধারাভাষ্য দিতে বসেছেন বাঁহাতি ওপেনার, তাঁর বন্ধু মুশফিকুর রহিম তখন পঞ্চম উইকেটে শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ৫০ পেরোনো জুটি গড়ে দলের ব্যাটিং বিপর্যয় সামলে উঠছেন। ঠিক তখনই ৩৫ রান করা মুশফিকের ওই আউট।

৪১তম ওভারে জেমিসনের বলটা রক্ষণাত্মক খেলেছিলেন মুশফিক, বল অফ স্টাম্পের অনেক বাইরে চলে যাচ্ছিল। মুশফিকের মনে কী যে হলো, গ্লাভস দিয়ে বলটা আবার সরিয়ে দিতে গেলেন। এরপর যা হওয়ার সেটিই হলো, ‘অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড’ আউট! একেবারেই অহেতুক, অপ্রয়োজনীয় এবং অবাক করা আউট। তামিম বড় বিস্ময় নিয়ে বললেন, ‘খুবই হতাশার...বল তো উইকেটে হিট করছিল না। এটা করার কোনো দরকারই ছিল না। একেবারেই দুর্ভাগ্য। দল এটা ভাবতেই পারেনি, মুশফিক যা করল।’

একজন তরুণ ব্যাটার এই ভুল করতে পারে, কিন্তু ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন ক্রিকেটার কীভাবে এই ভুল করেন, সেটি নিয়ে বিস্ময়ের শেষ নেই তামিমসহ সাধারণ দর্শকেরও। ‘আপনি এটা করতেই পারেন না। বিশেষ করে মুশফিকের মতো খেলোয়াড়ের কাছ থেকে। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে’, বলছিলেন তামিম।

টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। টেস্টে এমন ঘটনা নবম। মুশফিকের আউটে আবারও কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত