নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিতে এসেছেন তামিম ইকবাল। মিরপুর টেস্টে আজ লাঞ্চের পর যখন ধারাভাষ্য দিতে বসেছেন বাঁহাতি ওপেনার, তাঁর বন্ধু মুশফিকুর রহিম তখন পঞ্চম উইকেটে শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ৫০ পেরোনো জুটি গড়ে দলের ব্যাটিং বিপর্যয় সামলে উঠছেন। ঠিক তখনই ৩৫ রান করা মুশফিকের ওই আউট।
৪১তম ওভারে জেমিসনের বলটা রক্ষণাত্মক খেলেছিলেন মুশফিক, বল অফ স্টাম্পের অনেক বাইরে চলে যাচ্ছিল। মুশফিকের মনে কী যে হলো, গ্লাভস দিয়ে বলটা আবার সরিয়ে দিতে গেলেন। এরপর যা হওয়ার সেটিই হলো, ‘অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড’ আউট! একেবারেই অহেতুক, অপ্রয়োজনীয় এবং অবাক করা আউট। তামিম বড় বিস্ময় নিয়ে বললেন, ‘খুবই হতাশার...বল তো উইকেটে হিট করছিল না। এটা করার কোনো দরকারই ছিল না। একেবারেই দুর্ভাগ্য। দল এটা ভাবতেই পারেনি, মুশফিক যা করল।’
একজন তরুণ ব্যাটার এই ভুল করতে পারে, কিন্তু ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন ক্রিকেটার কীভাবে এই ভুল করেন, সেটি নিয়ে বিস্ময়ের শেষ নেই তামিমসহ সাধারণ দর্শকেরও। ‘আপনি এটা করতেই পারেন না। বিশেষ করে মুশফিকের মতো খেলোয়াড়ের কাছ থেকে। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে’, বলছিলেন তামিম।
টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। টেস্টে এমন ঘটনা নবম। মুশফিকের আউটে আবারও কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ।
আজ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিতে এসেছেন তামিম ইকবাল। মিরপুর টেস্টে আজ লাঞ্চের পর যখন ধারাভাষ্য দিতে বসেছেন বাঁহাতি ওপেনার, তাঁর বন্ধু মুশফিকুর রহিম তখন পঞ্চম উইকেটে শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ৫০ পেরোনো জুটি গড়ে দলের ব্যাটিং বিপর্যয় সামলে উঠছেন। ঠিক তখনই ৩৫ রান করা মুশফিকের ওই আউট।
৪১তম ওভারে জেমিসনের বলটা রক্ষণাত্মক খেলেছিলেন মুশফিক, বল অফ স্টাম্পের অনেক বাইরে চলে যাচ্ছিল। মুশফিকের মনে কী যে হলো, গ্লাভস দিয়ে বলটা আবার সরিয়ে দিতে গেলেন। এরপর যা হওয়ার সেটিই হলো, ‘অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড’ আউট! একেবারেই অহেতুক, অপ্রয়োজনীয় এবং অবাক করা আউট। তামিম বড় বিস্ময় নিয়ে বললেন, ‘খুবই হতাশার...বল তো উইকেটে হিট করছিল না। এটা করার কোনো দরকারই ছিল না। একেবারেই দুর্ভাগ্য। দল এটা ভাবতেই পারেনি, মুশফিক যা করল।’
একজন তরুণ ব্যাটার এই ভুল করতে পারে, কিন্তু ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন ক্রিকেটার কীভাবে এই ভুল করেন, সেটি নিয়ে বিস্ময়ের শেষ নেই তামিমসহ সাধারণ দর্শকেরও। ‘আপনি এটা করতেই পারেন না। বিশেষ করে মুশফিকের মতো খেলোয়াড়ের কাছ থেকে। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে’, বলছিলেন তামিম।
টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। টেস্টে এমন ঘটনা নবম। মুশফিকের আউটে আবারও কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে