নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাদশ গঠনের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে ভূমিকা থাকে অধিনায়কের। ম্যাচে কে খেলবেন, কে খেলবেন না—সেটা নিয়েও মত জানানোর সুযোগ পান অধিনায়ক। তবে গত দুই সিরিজে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কথাতে ঠিক বোঝা যাচ্ছে না, একাদশ গঠনে তাঁর ভূমিকা কী।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের পর তামিম জানিয়েছিলেন, ‘ডেড রাবারে’ বেঞ্চশক্তি পরখ করতে চান। কিন্তু ম্যাচের দিন পুরোনো একাদশ নিয়েই মাঠে নামেন তিনি।
বেঞ্চ বাজিয়ে দেখার কথা বলা হলেও একাদশে ছিলেন না লম্বা সময় ধরে দলের সঙ্গে থাকা পেসার ইবাদত হোসেন ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রানের রেকর্ড গড়ে জাতীয় দলে ফেরা টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়।
এবার জিম্বাবুয়ে সফরেও ঘটেছে এক অদ্ভুত ঘটনা। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস করতে এসে দুটি পরিবর্তনের কথা জানান তামিম। কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে দেওয়া দলে দেখা যায় তিন পরিবর্তন। এমন হওয়ার কথা না থাকলেও তবু কেন হয়েছে, সেটার উত্তর অজানা।
হারারেতে আজ ধবলধোলাই এড়ানোর ম্যাচেও একাদশ নিয়ে তামিমের অবাক হওয়াতে নতুন করে প্রশ্ন উঠেছে। একাদশ গঠনে তাঁর ভূমিকা নিয়েও কথা চলছে।
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে ছিলেন না ইবাদত। একাধিক খেলোয়াড়ের চোটঘাতে পরে হারারেতে পাঠানো হয় এই পেসারকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত বোলিং করে আফগানিস্তান সিরিজে ওয়ানডে দলে সুযোগ হয় ইবাদতের। এরপরের তিন সিরিজের দলে ছিলেন তিনি।
টানা ৬ মাস দলের সঙ্গে থাকার পর অবশেষে আজ ওয়ানডে অভিষেক হয়েছে ইবাদতের। বাংলাদেশের ১৩৭ তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে খেলতে নেমে দারুণ বোলিং করেছেন। ৮ ওভারে ৩৮ রানে নেন ২ উইকেট। এর মধ্যে সিরিজসেরা সিকান্দার রাজাকে ‘গোল্ডেন ডাকে’ ফেরান তিনি।
ইবাদতের একাদশে সুযোগ পেতে এত সময় লাগায় অবাক হয়েছেন অধিনায়ক তামিম। আজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য ভালো হয়েছে। সে (ইবাদত) অনেকদিন দলের সঙ্গে ছিল। আমি তো অবাক হয়েছি যে সে সেরা একাদশে ছিল না। ভাগ্য ভালো যে শেষ ম্যাচে সুযোগ পেয়েছে ও নিজেকে প্রমাণ করেছে।’
দল থেকে শুরু করে একাদশ নির্বাচনে অধিনায়কের ভূমিকা থাকলেও আজ তামিমের কথাতে কিছুটা অস্পষ্টতা দেখা গেছে। গত দুই সিরিজে একাদশ গঠনে অধিনায়কের ভূমিকা কতটা ছিল সেটাও প্রশ্নের মুখে।
আফিফের হোসেনের ৮১ বলে ৮৫ রানের ইনিংসের প্রশংসা করেছেন তামিম। ‘যেভাবে আফিফ ব্যাটিং করেছে, এটা দেখা প্রশান্তির ছিল। সে খুব সুন্দর টাইমিং করেছে, দারুণ ব্যাটিং করেছে। যখন আপনি হেরে যাবেন তখন ৩০০,২৫০ যে রানই করেন না কেন, ২০০-ই মনে হবে।’
একাদশ গঠনের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে ভূমিকা থাকে অধিনায়কের। ম্যাচে কে খেলবেন, কে খেলবেন না—সেটা নিয়েও মত জানানোর সুযোগ পান অধিনায়ক। তবে গত দুই সিরিজে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কথাতে ঠিক বোঝা যাচ্ছে না, একাদশ গঠনে তাঁর ভূমিকা কী।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের পর তামিম জানিয়েছিলেন, ‘ডেড রাবারে’ বেঞ্চশক্তি পরখ করতে চান। কিন্তু ম্যাচের দিন পুরোনো একাদশ নিয়েই মাঠে নামেন তিনি।
বেঞ্চ বাজিয়ে দেখার কথা বলা হলেও একাদশে ছিলেন না লম্বা সময় ধরে দলের সঙ্গে থাকা পেসার ইবাদত হোসেন ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রানের রেকর্ড গড়ে জাতীয় দলে ফেরা টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়।
এবার জিম্বাবুয়ে সফরেও ঘটেছে এক অদ্ভুত ঘটনা। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস করতে এসে দুটি পরিবর্তনের কথা জানান তামিম। কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে দেওয়া দলে দেখা যায় তিন পরিবর্তন। এমন হওয়ার কথা না থাকলেও তবু কেন হয়েছে, সেটার উত্তর অজানা।
হারারেতে আজ ধবলধোলাই এড়ানোর ম্যাচেও একাদশ নিয়ে তামিমের অবাক হওয়াতে নতুন করে প্রশ্ন উঠেছে। একাদশ গঠনে তাঁর ভূমিকা নিয়েও কথা চলছে।
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে ছিলেন না ইবাদত। একাধিক খেলোয়াড়ের চোটঘাতে পরে হারারেতে পাঠানো হয় এই পেসারকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত বোলিং করে আফগানিস্তান সিরিজে ওয়ানডে দলে সুযোগ হয় ইবাদতের। এরপরের তিন সিরিজের দলে ছিলেন তিনি।
টানা ৬ মাস দলের সঙ্গে থাকার পর অবশেষে আজ ওয়ানডে অভিষেক হয়েছে ইবাদতের। বাংলাদেশের ১৩৭ তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে খেলতে নেমে দারুণ বোলিং করেছেন। ৮ ওভারে ৩৮ রানে নেন ২ উইকেট। এর মধ্যে সিরিজসেরা সিকান্দার রাজাকে ‘গোল্ডেন ডাকে’ ফেরান তিনি।
ইবাদতের একাদশে সুযোগ পেতে এত সময় লাগায় অবাক হয়েছেন অধিনায়ক তামিম। আজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য ভালো হয়েছে। সে (ইবাদত) অনেকদিন দলের সঙ্গে ছিল। আমি তো অবাক হয়েছি যে সে সেরা একাদশে ছিল না। ভাগ্য ভালো যে শেষ ম্যাচে সুযোগ পেয়েছে ও নিজেকে প্রমাণ করেছে।’
দল থেকে শুরু করে একাদশ নির্বাচনে অধিনায়কের ভূমিকা থাকলেও আজ তামিমের কথাতে কিছুটা অস্পষ্টতা দেখা গেছে। গত দুই সিরিজে একাদশ গঠনে অধিনায়কের ভূমিকা কতটা ছিল সেটাও প্রশ্নের মুখে।
আফিফের হোসেনের ৮১ বলে ৮৫ রানের ইনিংসের প্রশংসা করেছেন তামিম। ‘যেভাবে আফিফ ব্যাটিং করেছে, এটা দেখা প্রশান্তির ছিল। সে খুব সুন্দর টাইমিং করেছে, দারুণ ব্যাটিং করেছে। যখন আপনি হেরে যাবেন তখন ৩০০,২৫০ যে রানই করেন না কেন, ২০০-ই মনে হবে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে