Ajker Patrika

কাশ্মীর হামলার কারণে বড় বেকায়দায় পড়ল পাকিস্তান লিগ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৫: ৩২
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ দেখানো বন্ধ করেছে ভারত। ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ দেখানো বন্ধ করেছে ভারত। ছবি: সংগৃহীত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। অনলাইন-ভিত্তিক প্লাটফর্ম ফ্যানকোডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট ভারতের দর্শক সরাসরি দেখতে পারলেও এবার আর তা হচ্ছে না। ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ করা হলো পিএসএলের।

২০২৫ পিএসএলের প্রথম ১৩ ম্যাচ সম্প্রচার করেছিল ফ্যানকোড। তবে মঙ্গলবার কাশ্মীরে হামলার প্রেক্ষিতে সিদ্ধান্ত বদলেছে অনলাইন-ভিত্তিক এই প্ল্যাটফর্ম। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পেহেলগামে হামলার প্রতিবাদে পিএসএলের আর কোনো ম্যাচ না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্যানকোড। এমনকি ফ্যানকোডের সাইট থেকে পিএসএলের আগামী ম্যাচগুলোর তথ্য ও পূর্ববর্তী ম্যাচগুলোর ভিডিও মুছে দেওয়া হয়েছে।

শুধু ফ্যানকোডে সম্প্রচার বন্ধের ধাক্কাই খাচ্ছে না পিএসএল। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির গতকালের এক প্রতিবেদনে তেমন ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় আছেন। প্রকৌশলী, ক্যামেরাম্যান, প্রোডাকশন ম্যানেজারসহ যেসব ভারতীয় আছেন, তাদের বদলে অন্য কাউকে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ এমনকি ইসলামাবাদে গতকাল জাতীয় নিরাপত্তা পরিষদের এক সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব ভারতীয়কে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়তে হবে।

ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত পেহেলগামে মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। নিহতদের জন্য সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীরের মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা। পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, দানিশ কানেরিয়াও পোস্ট করেছিলেন।

২০২৫ পিএসএলে গতকাল পর্যন্ত হয়েছে ১৪ ম্যাচ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে লাহোর কালান্দার্সকে ৭ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে পেশোয়ার। সমান ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে লাহোর তিনি। রিশাদ-শাহিনদের দলও খেলেছে ৫ ম্যাচ। পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। দুইয়ে থাকা করাচি কিংসের পয়েন্ট ৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত