মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়া ফিরেছেন অধিনায়ক হয়েই। তবে ফেরাটা যে সুখকর হয়নি তাঁর। দল যেমন হেরেছে, তেমনি ম্যাচজুড়ে তাঁকে শুনতে হয়েছে একের পর এক সমালোচনা।
পান্ডিয়াকে নিয়ে সমালোচনার শুরু ম্যাচের প্রথম থেকেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। ইনিংসের শুরুর ওভারে বোলিংয়ে আসেন স্বয়ং মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। প্রথম তিন ওভারের মধ্যে দুই ওভার নিজেই দুই ওভার বোলিং করেন ও ২০ রান দেন। এরপর জসপ্রীত বুমরাকে বোলিংয়ে আনা হয় চতুর্থ ওভারে।
অথচ আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে বুমরাকে ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যে প্রায়ই বোলিংয়ে আসতে দেখা যায়। বুমরার কেন দেরিতে আসা, তখনই ধারাভাষ্যকক্ষে কেভিন পিটারসেন ও সুনীল গাভাস্কার আলাপ-আলোচনা শুরু করেন। ইরফান পাঠানও জানতে চান, কোথায় বুমরা? এরপর ১৬৯ রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের স্কোর হয়ে যায় ১৫.৫ ওভারে ৪ উইকেটে ১২৯ রান। ছয় নম্বরে তখন নামেন টিম ডেভিড। ঠিক তাঁর পরের ওভারে রশিদ খানের ওভার থেকে মুম্বাই নিতে পেরেছে ৩ রান। ১০ বলে ১১ রানের ইনিংস খেলে ডেভিড বিদায় নিলে ব্যাটিংয়ে নামেন পান্ডিয়া।
পান্ডিয়া যখন সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন, তখন মুম্বাইয়ের দরকার ২ ওভারে ২৭ রান। ৪ বলে ১১ রান পান্ডিয়া করলেও শেষ পর্যন্ত ৬ রানে ম্যাচ হারতে হয় মুম্বাইকে। পান্ডিয়া কেন দেরিতে ব্যাটিংয়ে নামেন, ম্যাচ শেষে পাঠানের টুইট, ‘হার্দিকের আগে কেন টিম ডেভিড নেমেছে যেখানে রশিদ খানের এক ওভার বাকি? আমি হলে স্পিনারের বিপক্ষে বিদেশি কোনো ক্রিকেটারের চেয়ে ভারতীয় ব্যাটারকেই খেলাতাম।’
গুজরাটের কাছে গতকাল হেরে টানা ১২ মৌসুম টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করল মুম্বাই। এবারেরটা বাদ দিলে (প্রথম ম্যাচ হেরে আইপিএল শুরু করা) গত ১১ মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। পান্ডিয়া হয়তো ইতিহাস থেকেই অনুপ্রেরণা খুঁজছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে মুম্বাইয়ের সদ্য নির্বাচিত অধিনায়ককে বলতে শোনা যায়, ‘এটা কোনো ব্যাপার নয়। এখনো ১৩ ম্যাচ বাকি রয়েছে।’
মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়া ফিরেছেন অধিনায়ক হয়েই। তবে ফেরাটা যে সুখকর হয়নি তাঁর। দল যেমন হেরেছে, তেমনি ম্যাচজুড়ে তাঁকে শুনতে হয়েছে একের পর এক সমালোচনা।
পান্ডিয়াকে নিয়ে সমালোচনার শুরু ম্যাচের প্রথম থেকেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। ইনিংসের শুরুর ওভারে বোলিংয়ে আসেন স্বয়ং মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। প্রথম তিন ওভারের মধ্যে দুই ওভার নিজেই দুই ওভার বোলিং করেন ও ২০ রান দেন। এরপর জসপ্রীত বুমরাকে বোলিংয়ে আনা হয় চতুর্থ ওভারে।
অথচ আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে বুমরাকে ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যে প্রায়ই বোলিংয়ে আসতে দেখা যায়। বুমরার কেন দেরিতে আসা, তখনই ধারাভাষ্যকক্ষে কেভিন পিটারসেন ও সুনীল গাভাস্কার আলাপ-আলোচনা শুরু করেন। ইরফান পাঠানও জানতে চান, কোথায় বুমরা? এরপর ১৬৯ রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের স্কোর হয়ে যায় ১৫.৫ ওভারে ৪ উইকেটে ১২৯ রান। ছয় নম্বরে তখন নামেন টিম ডেভিড। ঠিক তাঁর পরের ওভারে রশিদ খানের ওভার থেকে মুম্বাই নিতে পেরেছে ৩ রান। ১০ বলে ১১ রানের ইনিংস খেলে ডেভিড বিদায় নিলে ব্যাটিংয়ে নামেন পান্ডিয়া।
পান্ডিয়া যখন সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন, তখন মুম্বাইয়ের দরকার ২ ওভারে ২৭ রান। ৪ বলে ১১ রান পান্ডিয়া করলেও শেষ পর্যন্ত ৬ রানে ম্যাচ হারতে হয় মুম্বাইকে। পান্ডিয়া কেন দেরিতে ব্যাটিংয়ে নামেন, ম্যাচ শেষে পাঠানের টুইট, ‘হার্দিকের আগে কেন টিম ডেভিড নেমেছে যেখানে রশিদ খানের এক ওভার বাকি? আমি হলে স্পিনারের বিপক্ষে বিদেশি কোনো ক্রিকেটারের চেয়ে ভারতীয় ব্যাটারকেই খেলাতাম।’
গুজরাটের কাছে গতকাল হেরে টানা ১২ মৌসুম টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করল মুম্বাই। এবারেরটা বাদ দিলে (প্রথম ম্যাচ হেরে আইপিএল শুরু করা) গত ১১ মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। পান্ডিয়া হয়তো ইতিহাস থেকেই অনুপ্রেরণা খুঁজছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে মুম্বাইয়ের সদ্য নির্বাচিত অধিনায়ককে বলতে শোনা যায়, ‘এটা কোনো ব্যাপার নয়। এখনো ১৩ ম্যাচ বাকি রয়েছে।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে