মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়া ফিরেছেন অধিনায়ক হয়েই। তবে ফেরাটা যে সুখকর হয়নি তাঁর। দল যেমন হেরেছে, তেমনি ম্যাচজুড়ে তাঁকে শুনতে হয়েছে একের পর এক সমালোচনা।
পান্ডিয়াকে নিয়ে সমালোচনার শুরু ম্যাচের প্রথম থেকেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। ইনিংসের শুরুর ওভারে বোলিংয়ে আসেন স্বয়ং মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। প্রথম তিন ওভারের মধ্যে দুই ওভার নিজেই দুই ওভার বোলিং করেন ও ২০ রান দেন। এরপর জসপ্রীত বুমরাকে বোলিংয়ে আনা হয় চতুর্থ ওভারে।
অথচ আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে বুমরাকে ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যে প্রায়ই বোলিংয়ে আসতে দেখা যায়। বুমরার কেন দেরিতে আসা, তখনই ধারাভাষ্যকক্ষে কেভিন পিটারসেন ও সুনীল গাভাস্কার আলাপ-আলোচনা শুরু করেন। ইরফান পাঠানও জানতে চান, কোথায় বুমরা? এরপর ১৬৯ রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের স্কোর হয়ে যায় ১৫.৫ ওভারে ৪ উইকেটে ১২৯ রান। ছয় নম্বরে তখন নামেন টিম ডেভিড। ঠিক তাঁর পরের ওভারে রশিদ খানের ওভার থেকে মুম্বাই নিতে পেরেছে ৩ রান। ১০ বলে ১১ রানের ইনিংস খেলে ডেভিড বিদায় নিলে ব্যাটিংয়ে নামেন পান্ডিয়া।
পান্ডিয়া যখন সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন, তখন মুম্বাইয়ের দরকার ২ ওভারে ২৭ রান। ৪ বলে ১১ রান পান্ডিয়া করলেও শেষ পর্যন্ত ৬ রানে ম্যাচ হারতে হয় মুম্বাইকে। পান্ডিয়া কেন দেরিতে ব্যাটিংয়ে নামেন, ম্যাচ শেষে পাঠানের টুইট, ‘হার্দিকের আগে কেন টিম ডেভিড নেমেছে যেখানে রশিদ খানের এক ওভার বাকি? আমি হলে স্পিনারের বিপক্ষে বিদেশি কোনো ক্রিকেটারের চেয়ে ভারতীয় ব্যাটারকেই খেলাতাম।’
গুজরাটের কাছে গতকাল হেরে টানা ১২ মৌসুম টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করল মুম্বাই। এবারেরটা বাদ দিলে (প্রথম ম্যাচ হেরে আইপিএল শুরু করা) গত ১১ মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। পান্ডিয়া হয়তো ইতিহাস থেকেই অনুপ্রেরণা খুঁজছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে মুম্বাইয়ের সদ্য নির্বাচিত অধিনায়ককে বলতে শোনা যায়, ‘এটা কোনো ব্যাপার নয়। এখনো ১৩ ম্যাচ বাকি রয়েছে।’
মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়া ফিরেছেন অধিনায়ক হয়েই। তবে ফেরাটা যে সুখকর হয়নি তাঁর। দল যেমন হেরেছে, তেমনি ম্যাচজুড়ে তাঁকে শুনতে হয়েছে একের পর এক সমালোচনা।
পান্ডিয়াকে নিয়ে সমালোচনার শুরু ম্যাচের প্রথম থেকেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। ইনিংসের শুরুর ওভারে বোলিংয়ে আসেন স্বয়ং মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। প্রথম তিন ওভারের মধ্যে দুই ওভার নিজেই দুই ওভার বোলিং করেন ও ২০ রান দেন। এরপর জসপ্রীত বুমরাকে বোলিংয়ে আনা হয় চতুর্থ ওভারে।
অথচ আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে বুমরাকে ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যে প্রায়ই বোলিংয়ে আসতে দেখা যায়। বুমরার কেন দেরিতে আসা, তখনই ধারাভাষ্যকক্ষে কেভিন পিটারসেন ও সুনীল গাভাস্কার আলাপ-আলোচনা শুরু করেন। ইরফান পাঠানও জানতে চান, কোথায় বুমরা? এরপর ১৬৯ রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের স্কোর হয়ে যায় ১৫.৫ ওভারে ৪ উইকেটে ১২৯ রান। ছয় নম্বরে তখন নামেন টিম ডেভিড। ঠিক তাঁর পরের ওভারে রশিদ খানের ওভার থেকে মুম্বাই নিতে পেরেছে ৩ রান। ১০ বলে ১১ রানের ইনিংস খেলে ডেভিড বিদায় নিলে ব্যাটিংয়ে নামেন পান্ডিয়া।
পান্ডিয়া যখন সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন, তখন মুম্বাইয়ের দরকার ২ ওভারে ২৭ রান। ৪ বলে ১১ রান পান্ডিয়া করলেও শেষ পর্যন্ত ৬ রানে ম্যাচ হারতে হয় মুম্বাইকে। পান্ডিয়া কেন দেরিতে ব্যাটিংয়ে নামেন, ম্যাচ শেষে পাঠানের টুইট, ‘হার্দিকের আগে কেন টিম ডেভিড নেমেছে যেখানে রশিদ খানের এক ওভার বাকি? আমি হলে স্পিনারের বিপক্ষে বিদেশি কোনো ক্রিকেটারের চেয়ে ভারতীয় ব্যাটারকেই খেলাতাম।’
গুজরাটের কাছে গতকাল হেরে টানা ১২ মৌসুম টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করল মুম্বাই। এবারেরটা বাদ দিলে (প্রথম ম্যাচ হেরে আইপিএল শুরু করা) গত ১১ মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। পান্ডিয়া হয়তো ইতিহাস থেকেই অনুপ্রেরণা খুঁজছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে মুম্বাইয়ের সদ্য নির্বাচিত অধিনায়ককে বলতে শোনা যায়, ‘এটা কোনো ব্যাপার নয়। এখনো ১৩ ম্যাচ বাকি রয়েছে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে