Ajker Patrika

সব বিভাগেই ব্যর্থ বাংলাদেশ

সাহিদ রহমান অরিন, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২: ৪৮
সব বিভাগেই ব্যর্থ বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘টেনেটুনে’ প্রথম রাউন্ড পেরোলেও সুপার টুয়েলভে কোনো কূল-কিনারা খুঁজে পাচ্ছে না বাংলাদেশ দল। শ্রীলঙ্কার পর ফেবারিট ইংল্যান্ডের কাছেও নাস্তানাবুদ হয়ে বাস্তবতা টের পাচ্ছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। মাহমুদউল্লাহ রিয়াদ-মোস্তাফিজুর রহমানরা আঁচ করতে পারছেন মিরপুরে ক্ষীণ শক্তির দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আর মরুর বুকে পূর্ণ শক্তির দলগুলোর বিপক্ষে বিশ্ব আসরে লড়াই করা এক জিনিস নয়।

লাগাতার ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলেও রেগে যাচ্ছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। খারাপ খেললে সমালোচনা হবে—এটাই স্বাভাবিক। সেটার জবাব দেওয়ার মোক্ষম উপায় যখন ব্যাট-বলই হওয়ার কথা, তখন তাঁরা দিচ্ছেন মুখে। যদিও নাসুম আহমেদ পরশু বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, হচ্ছে না।’

চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ থেকে এখন বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও চেষ্টার ফল না মিললে আগেভাগেই ফিরতি টিকিট কেটে ফেলতে হবে মাহমুদউল্লাহর দলকে।  

ম্যাচের শুরু থেকে শেষ—কিছুই আসলে ঠিক হচ্ছে না বাংলাদেশের। পাওয়ার প্লেকে বড় দলগুলোর ওপেনাররা যখন সাফল্যের পথে প্রথম সোপান হিসেবে দেখছেন, তখন বাংলাদেশের টপ অর্ডার সেটিকে বানিয়ে ফেলছেন সংগ্রামের এবড়োখেবড়ো পথ। টুর্নামেন্টে খেলা ৫ ম্যাচে পাওয়ার প্লের ৩০ ওভারে বাংলাদেশ করেছে মাত্র ১৬৭ রান, খুঁইয়েছে ৯ উইকেট। রানরেট ৬-এরও কম!

‘বিসমিল্লাহতেই গলদ’ শেষে গিয়েও গলদই থেকে যাচ্ছে। স্লগ ওভারে রান বাড়াতে গিয়ে উইকেট পড়ছে টপাটপ। মাঝের ওভারগুলোতেও বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়।

তবে শুরু আর শেষে দলকে ডোবানোয় যে দুটি নাম আসছে, তাঁরা লিটন দাস ও নুরুল হাসান সোহান। সব ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ ওপেনার লিটন ও ‘কথিত’ ফিনিশার সোহান। লিটন ১৩ গড়ে করেছেন মাত্র ৬৫ রান। সোহানের অবস্থা আরও করুণ, ৫.২৫ গড়ে ২১ রান। লিটন তো শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ক্যাচ ছেড়ে খলনায়কই বনে গেছেন। এ দুটিসহ বাংলাদেশ ৫ ম্যাচে ফেলেছে ছয় ক্যাচ। বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ ফেলার হার নবাগত পাপুয়া নিউগিনি ও নামিবিয়ার চেয়েও বেশি!

বোলিংয়েও মিরপুরের মোস্তাফিজকে এখনো খুঁজে পাওয়া যায়নি। চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে বেদম পিটুনি খেয়েছেন মেহাম্মদ সাইফউদ্দিনও। পরশু ইংল্যান্ডের বিপক্ষে সাইফের জায়গায় অনভিজ্ঞ শরীফুল ইসলামকে খেলানো নিয়েও আছে প্রশ্ন। শরীফুলের জায়গায় টিম ম্যানেজমেন্ট ভরসা করতে পারত পরীক্ষিত তাসকিন আহমেদের ওপর। তাসকিন এরই মধ্যে এই বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন।

বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার জায়গা স্পিন বোলিং। সেখানেও হতাশ হতে হয়েছে সমর্থকদের। শেষ দুই ম্যাচে উইকেট পাননি মেহেদী হাসান। নাসুম ৩টি উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। এক সাকিবই ভালো করছেন তাঁর অভিজ্ঞতার জোরে।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের ব্যর্থতাতেই আটকে নেই বাংলাদেশ। মাহমুদউল্লাহর অধিনায়কত্ব, তাঁর শরীরি ভাষা ও রানিং বিটুইন দ্য উইকেট নিয়েও উঠছে প্রশ্ন। দলকে উজ্জীবিত করতে একজন অধিনায়কের যখন অসাধারণ কিছু করে দেখানোর কথা, তখনই ‘সুপার ফ্লপ’ মাহমুদউল্লাহ। আর শ্রীলঙ্কার বিপক্ষে হারের পেছেনে মাহমুদউল্লাহর বাজে অধিনায়কত্বকেও দুষছেন অনেকে। সাকিব-মোস্তাফিজের বোলিং কোটা পূরণ না করিয়ে নিজে এসেছেন বোলিংয়ে। অকারণে বল তুলে দিয়েছেন আফিফের হাতে।

এত ভুলের মাঝেও নিভু নিভু হয়ে জ্বলছে সেমিফাইনালের আশা। বাকি তিন ম্যাচে ভুলের পুনরাবৃত্তি না হলে টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করার সুযোগ থাকবে বাংলাদেশের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত