হঠাৎ করে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়া, আবার খেলতে আসা—২০২৪ বিপিএলের অন্যতম সেরা চমক যে দেখিয়েছেন শোয়েব মালিক। মালিক খেলছেন এবার ফরচুন বরিশালের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিটি আবার দেখাতে যাচ্ছে চমক।
১৯ জানুয়ারি থেকে ১ মার্চ—সব মিলে ২০২৪ বিপিএলে হবে ৪৬ ম্যাচ। এরই মধ্যে হয়ে গেছে ২৮ ম্যাচ। যেখানে লিগ পর্যায়ের ১২ ম্যাচের ৮ ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল। অন্যদিকে গতকাল সানরাইজার্স ইস্টার্ন কেপ-ডারবান সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শেষ হয়েছে এসএ টোয়েন্টির দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে ডারবানের অধিনায়ক ছিলেন কেশব মহারাজ আর পার্ল রয়্যালসকে নেতৃত্ব দেন ডেভিড মিলার। বিপিএলের মাঝামাঝি পর্যায়ে এসে মহারাজ, মিলারের মতো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারদের খেলতে আসার কথা জানিয়েছেন বরিশালের সত্বাধিকারী মিজানুর রহমান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে গতকাল রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের মিজানুর বলেছেন, ‘পরের ম্যাচে কেশব মহারাজ যোগ দেবে। মিলার সম্ভবত ১৭ তারিখের পরে বা ১৭ তারিখে (ফেব্রুয়ারি) আসছে। তার একটা ব্যক্তিগত অনুষ্ঠান রয়েছে। সেজন্য অপেক্ষা করছি।’
মহারাজের দল এবারের এসএ টোয়েন্টিতে হয়েছে রানার্সআপ। সেই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন আফগানিস্তান পেসার নাভিন উল হক। বরিশালের হয়ে নাভিন খেলবেন কি না, সেই প্রসঙ্গে মিজানুর বলেন, ‘নাভিন উল হক আসলে চোটে পড়েছে। সে (নাভিন) খেলতে পারবে না বলেছে। সেকারণে সে আসছে না। সে যেহেতু খেলতে চাচ্ছে না, আমরা তো জোর করে আনতে পারব না। সে চুক্তি করেও খেলবে না বলছে। এমন যদি হতো, আমার এখানে না খেলে সে চট্টগ্রাম বা ঢাকায় খেলত, তাহলে আমি বলতে পারতাম। তবে সে খেলছে না।’
হঠাৎ করে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়া, আবার খেলতে আসা—২০২৪ বিপিএলের অন্যতম সেরা চমক যে দেখিয়েছেন শোয়েব মালিক। মালিক খেলছেন এবার ফরচুন বরিশালের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিটি আবার দেখাতে যাচ্ছে চমক।
১৯ জানুয়ারি থেকে ১ মার্চ—সব মিলে ২০২৪ বিপিএলে হবে ৪৬ ম্যাচ। এরই মধ্যে হয়ে গেছে ২৮ ম্যাচ। যেখানে লিগ পর্যায়ের ১২ ম্যাচের ৮ ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল। অন্যদিকে গতকাল সানরাইজার্স ইস্টার্ন কেপ-ডারবান সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শেষ হয়েছে এসএ টোয়েন্টির দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে ডারবানের অধিনায়ক ছিলেন কেশব মহারাজ আর পার্ল রয়্যালসকে নেতৃত্ব দেন ডেভিড মিলার। বিপিএলের মাঝামাঝি পর্যায়ে এসে মহারাজ, মিলারের মতো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারদের খেলতে আসার কথা জানিয়েছেন বরিশালের সত্বাধিকারী মিজানুর রহমান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে গতকাল রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের মিজানুর বলেছেন, ‘পরের ম্যাচে কেশব মহারাজ যোগ দেবে। মিলার সম্ভবত ১৭ তারিখের পরে বা ১৭ তারিখে (ফেব্রুয়ারি) আসছে। তার একটা ব্যক্তিগত অনুষ্ঠান রয়েছে। সেজন্য অপেক্ষা করছি।’
মহারাজের দল এবারের এসএ টোয়েন্টিতে হয়েছে রানার্সআপ। সেই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন আফগানিস্তান পেসার নাভিন উল হক। বরিশালের হয়ে নাভিন খেলবেন কি না, সেই প্রসঙ্গে মিজানুর বলেন, ‘নাভিন উল হক আসলে চোটে পড়েছে। সে (নাভিন) খেলতে পারবে না বলেছে। সেকারণে সে আসছে না। সে যেহেতু খেলতে চাচ্ছে না, আমরা তো জোর করে আনতে পারব না। সে চুক্তি করেও খেলবে না বলছে। এমন যদি হতো, আমার এখানে না খেলে সে চট্টগ্রাম বা ঢাকায় খেলত, তাহলে আমি বলতে পারতাম। তবে সে খেলছে না।’
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৮ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৯ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
১০ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১১ ঘণ্টা আগে