হঠাৎ করে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়া, আবার খেলতে আসা—২০২৪ বিপিএলের অন্যতম সেরা চমক যে দেখিয়েছেন শোয়েব মালিক। মালিক খেলছেন এবার ফরচুন বরিশালের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিটি আবার দেখাতে যাচ্ছে চমক।
১৯ জানুয়ারি থেকে ১ মার্চ—সব মিলে ২০২৪ বিপিএলে হবে ৪৬ ম্যাচ। এরই মধ্যে হয়ে গেছে ২৮ ম্যাচ। যেখানে লিগ পর্যায়ের ১২ ম্যাচের ৮ ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল। অন্যদিকে গতকাল সানরাইজার্স ইস্টার্ন কেপ-ডারবান সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শেষ হয়েছে এসএ টোয়েন্টির দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে ডারবানের অধিনায়ক ছিলেন কেশব মহারাজ আর পার্ল রয়্যালসকে নেতৃত্ব দেন ডেভিড মিলার। বিপিএলের মাঝামাঝি পর্যায়ে এসে মহারাজ, মিলারের মতো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারদের খেলতে আসার কথা জানিয়েছেন বরিশালের সত্বাধিকারী মিজানুর রহমান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে গতকাল রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের মিজানুর বলেছেন, ‘পরের ম্যাচে কেশব মহারাজ যোগ দেবে। মিলার সম্ভবত ১৭ তারিখের পরে বা ১৭ তারিখে (ফেব্রুয়ারি) আসছে। তার একটা ব্যক্তিগত অনুষ্ঠান রয়েছে। সেজন্য অপেক্ষা করছি।’
মহারাজের দল এবারের এসএ টোয়েন্টিতে হয়েছে রানার্সআপ। সেই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন আফগানিস্তান পেসার নাভিন উল হক। বরিশালের হয়ে নাভিন খেলবেন কি না, সেই প্রসঙ্গে মিজানুর বলেন, ‘নাভিন উল হক আসলে চোটে পড়েছে। সে (নাভিন) খেলতে পারবে না বলেছে। সেকারণে সে আসছে না। সে যেহেতু খেলতে চাচ্ছে না, আমরা তো জোর করে আনতে পারব না। সে চুক্তি করেও খেলবে না বলছে। এমন যদি হতো, আমার এখানে না খেলে সে চট্টগ্রাম বা ঢাকায় খেলত, তাহলে আমি বলতে পারতাম। তবে সে খেলছে না।’
হঠাৎ করে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়া, আবার খেলতে আসা—২০২৪ বিপিএলের অন্যতম সেরা চমক যে দেখিয়েছেন শোয়েব মালিক। মালিক খেলছেন এবার ফরচুন বরিশালের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিটি আবার দেখাতে যাচ্ছে চমক।
১৯ জানুয়ারি থেকে ১ মার্চ—সব মিলে ২০২৪ বিপিএলে হবে ৪৬ ম্যাচ। এরই মধ্যে হয়ে গেছে ২৮ ম্যাচ। যেখানে লিগ পর্যায়ের ১২ ম্যাচের ৮ ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল। অন্যদিকে গতকাল সানরাইজার্স ইস্টার্ন কেপ-ডারবান সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শেষ হয়েছে এসএ টোয়েন্টির দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে ডারবানের অধিনায়ক ছিলেন কেশব মহারাজ আর পার্ল রয়্যালসকে নেতৃত্ব দেন ডেভিড মিলার। বিপিএলের মাঝামাঝি পর্যায়ে এসে মহারাজ, মিলারের মতো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারদের খেলতে আসার কথা জানিয়েছেন বরিশালের সত্বাধিকারী মিজানুর রহমান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে গতকাল রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের মিজানুর বলেছেন, ‘পরের ম্যাচে কেশব মহারাজ যোগ দেবে। মিলার সম্ভবত ১৭ তারিখের পরে বা ১৭ তারিখে (ফেব্রুয়ারি) আসছে। তার একটা ব্যক্তিগত অনুষ্ঠান রয়েছে। সেজন্য অপেক্ষা করছি।’
মহারাজের দল এবারের এসএ টোয়েন্টিতে হয়েছে রানার্সআপ। সেই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন আফগানিস্তান পেসার নাভিন উল হক। বরিশালের হয়ে নাভিন খেলবেন কি না, সেই প্রসঙ্গে মিজানুর বলেন, ‘নাভিন উল হক আসলে চোটে পড়েছে। সে (নাভিন) খেলতে পারবে না বলেছে। সেকারণে সে আসছে না। সে যেহেতু খেলতে চাচ্ছে না, আমরা তো জোর করে আনতে পারব না। সে চুক্তি করেও খেলবে না বলছে। এমন যদি হতো, আমার এখানে না খেলে সে চট্টগ্রাম বা ঢাকায় খেলত, তাহলে আমি বলতে পারতাম। তবে সে খেলছে না।’
রিশাদ হোসেন ইনিংসের পঞ্চম বলে ছক্কা মারতে পারলেন না। তখনই ফাইনাল নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ইনিংসের শেষ বলে হারিস রউফ ডট দিয়ে সারেন আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ১১ রানে হেরে যাওয়ায় এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ফাইনাল।
২ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে জাকের আলী অনিক মেরেছেন ৩৮ ছক্কা। চারের সংখ্যা ৩৪। তাহলে তাঁর ছক্কা মারার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার কারণ কী? কারণ, এই ছক্কাগুলোর বেশির ভাগ তিনি মেরেছেন দ্বিপক্ষীয় সিরিজে। কিন্তু মেজর টুর্নামেন্টের সময় যে ছক্কা মারতেই পারেন না ‘ফিনিশার’ তকমা পাওয়া জাকের।
৪০ মিনিট আগেপাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে