ক্রীড়া ডেস্ক
রংপুর রাইডার্স রীতিমতো উড়ছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি প্রথম ৮ ম্যাচের ৮টিতে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে। তাদের কাছে প্রথম কোয়ালিফায়ারে ওঠা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে টুর্নামেন্টের শেষ ভাগে এসে হোঁচট খায় সোহান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিনদের রংপুর।
মিরপুরে গতকাল শেষ হয়েছে ২০২৫ বিপিএলের লিগ পর্বের খেলা। শেষ দিনে রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী কোনো দলের খেলা ছিল না ঠিকই। তবে তাদেরও চোখ ছিল। বিকেলের ম্যাচে খুলনা টাইগার্স যদি হারত ঢাকা ক্যাপিটালসের কাছে, তাহলে উঠত দুর্বার রাজশাহী। আর সন্ধ্যার ম্যাচ ফরচুন বরিশালের কাছে চিটাগং কিংস হারলে রংপুর প্রথম কোয়ালিফায়ারে উঠে যেত। কিন্তু রংপুর-রাজশাহী কোনো দলের পক্ষেই কিছু আসেনি। কারণ, ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনা। আর সন্ধ্যায় ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে তাদেরকেই প্রথম কোয়ালিফায়ারে পাচ্ছে চিটাগং কিংস।
২৯৮ রান, ১৭ উইকেট—এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খুশদিল শাহ পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে খেলেছেন। শেষের দিকে ঝোড়ো গতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন বারবার। ১৮ চার ও ২৪ ছক্কার পরিসংখ্যান দেখেই বলা যায় ছক্কা মারতে কতটা সিদ্ধহস্ত তিনি। তবে চিটাগং কিংস, খুলনা টাইগার্স—লিগ পর্বের শেষ দুই ম্যাচে রংপুর পায়নি খুশদিলকে। তাছাড়া দুর্বার রাজশাহীর বিপক্ষে যে দুই ম্যাচ খেলেছেন, সেখানে বোলিং ভালো হলেও ব্যাটিংয়ে ছিলেন ফ্লপ। এছাড়া ৩০ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে সাইফউদ্দিনের খরুচে বোলিংটা বেশ ভুগিয়েছে রংপুরকে। সেই ম্যাচে সৌম্য সরকার লড়েছিলেন নিঃসঙ্গ শেরপার মতো।
রংপুর রাইডার্স যেখানে হোঁচট খেতে থাকে, সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। শেষ ৬ ম্যাচের ৪টিতে জিতে প্লে-অফের টিকিট কাটে খুলনা। ধীরগতির নাঈম শেখ রংপুরের বিপক্ষে করেছেন বিস্ফোরক এক সেঞ্চুরি। এছাড়া মুশফিক হাসান মাত্র ২ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ গতকাল ঢাকার বিপক্ষে কিপ্টে বোলিংয়ে নজর কেড়েছেন। ৪ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দলের প্রয়োজনে ওপেনিংয়ে নেমে মিরাজের অবদানও কম নয়। পাশাপাশি তাঁর বুদ্ধিদীপ্ত বোলিং ও নেতৃত্ব তো রয়েছেই।
১২ ম্যাচে ৮ জয় ও ৪ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে চিটাগং কিংস। একই অবস্থা রংপুর রাইডার্সের হলেও নেট রানরেটে এগিয়ে গেছে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন চিটাগং। ১০০ বা তার বেশি রানে দুটি জয়ই তাদের নেট রানরেটকে নিয়ে গেছে সুবিধাজনক অবস্থানে। এমনকি টুর্নামেন্টের প্রথম অংশে যে শরীফুল ইসলাম নিজেকে হারিয়ে খুঁজছিলেন, শেষভাগে এসে হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। নিয়মিত উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটারদের রান তোলার গতিও কমিয়ে দিচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এছাড়া শামীম হোসেন পাটোয়ারী, হায়দার আলীর মতো ব্যাটারদের শেষের ঝড় অনেক কার্যকরী হচ্ছে। মিরপুরে গত রাতে শামীমের ১২ বলে ৩০ রানের ঝড়েই চিটাগং ২০৬ রান করতে পেরেছে। সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলামরা গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট নিচ্ছেন।
মিরপুরে আগামীকাল দুপুরে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। টুর্নামেন্টে টিকে থাকতে ‘সোনার হরিণ’ হয়ে ওঠা জয় এবার পেতেই হবে রংপুরকে। অন্যদিকে আগামীকাল সন্ধ্যাতেই প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। যে জিতবে, সে-ই পাবে ফাইনালের ‘ভিআইপি টিকিট’। বরিশালের বিপক্ষে গত রাতে ২৪ রানের জয়টাই নিঃসন্দেহে চিটাগংয়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর বরিশাল নিশ্চয় চাইবে লিগ পর্বের প্রতিশোধ নিয়ে সরাসরি ফাইনাল খেলতে।
রংপুর রাইডার্স রীতিমতো উড়ছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি প্রথম ৮ ম্যাচের ৮টিতে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে। তাদের কাছে প্রথম কোয়ালিফায়ারে ওঠা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে টুর্নামেন্টের শেষ ভাগে এসে হোঁচট খায় সোহান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিনদের রংপুর।
মিরপুরে গতকাল শেষ হয়েছে ২০২৫ বিপিএলের লিগ পর্বের খেলা। শেষ দিনে রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী কোনো দলের খেলা ছিল না ঠিকই। তবে তাদেরও চোখ ছিল। বিকেলের ম্যাচে খুলনা টাইগার্স যদি হারত ঢাকা ক্যাপিটালসের কাছে, তাহলে উঠত দুর্বার রাজশাহী। আর সন্ধ্যার ম্যাচ ফরচুন বরিশালের কাছে চিটাগং কিংস হারলে রংপুর প্রথম কোয়ালিফায়ারে উঠে যেত। কিন্তু রংপুর-রাজশাহী কোনো দলের পক্ষেই কিছু আসেনি। কারণ, ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনা। আর সন্ধ্যায় ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে তাদেরকেই প্রথম কোয়ালিফায়ারে পাচ্ছে চিটাগং কিংস।
২৯৮ রান, ১৭ উইকেট—এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খুশদিল শাহ পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে খেলেছেন। শেষের দিকে ঝোড়ো গতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন বারবার। ১৮ চার ও ২৪ ছক্কার পরিসংখ্যান দেখেই বলা যায় ছক্কা মারতে কতটা সিদ্ধহস্ত তিনি। তবে চিটাগং কিংস, খুলনা টাইগার্স—লিগ পর্বের শেষ দুই ম্যাচে রংপুর পায়নি খুশদিলকে। তাছাড়া দুর্বার রাজশাহীর বিপক্ষে যে দুই ম্যাচ খেলেছেন, সেখানে বোলিং ভালো হলেও ব্যাটিংয়ে ছিলেন ফ্লপ। এছাড়া ৩০ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে সাইফউদ্দিনের খরুচে বোলিংটা বেশ ভুগিয়েছে রংপুরকে। সেই ম্যাচে সৌম্য সরকার লড়েছিলেন নিঃসঙ্গ শেরপার মতো।
রংপুর রাইডার্স যেখানে হোঁচট খেতে থাকে, সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। শেষ ৬ ম্যাচের ৪টিতে জিতে প্লে-অফের টিকিট কাটে খুলনা। ধীরগতির নাঈম শেখ রংপুরের বিপক্ষে করেছেন বিস্ফোরক এক সেঞ্চুরি। এছাড়া মুশফিক হাসান মাত্র ২ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ গতকাল ঢাকার বিপক্ষে কিপ্টে বোলিংয়ে নজর কেড়েছেন। ৪ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দলের প্রয়োজনে ওপেনিংয়ে নেমে মিরাজের অবদানও কম নয়। পাশাপাশি তাঁর বুদ্ধিদীপ্ত বোলিং ও নেতৃত্ব তো রয়েছেই।
১২ ম্যাচে ৮ জয় ও ৪ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে চিটাগং কিংস। একই অবস্থা রংপুর রাইডার্সের হলেও নেট রানরেটে এগিয়ে গেছে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন চিটাগং। ১০০ বা তার বেশি রানে দুটি জয়ই তাদের নেট রানরেটকে নিয়ে গেছে সুবিধাজনক অবস্থানে। এমনকি টুর্নামেন্টের প্রথম অংশে যে শরীফুল ইসলাম নিজেকে হারিয়ে খুঁজছিলেন, শেষভাগে এসে হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। নিয়মিত উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটারদের রান তোলার গতিও কমিয়ে দিচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এছাড়া শামীম হোসেন পাটোয়ারী, হায়দার আলীর মতো ব্যাটারদের শেষের ঝড় অনেক কার্যকরী হচ্ছে। মিরপুরে গত রাতে শামীমের ১২ বলে ৩০ রানের ঝড়েই চিটাগং ২০৬ রান করতে পেরেছে। সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলামরা গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট নিচ্ছেন।
মিরপুরে আগামীকাল দুপুরে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। টুর্নামেন্টে টিকে থাকতে ‘সোনার হরিণ’ হয়ে ওঠা জয় এবার পেতেই হবে রংপুরকে। অন্যদিকে আগামীকাল সন্ধ্যাতেই প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। যে জিতবে, সে-ই পাবে ফাইনালের ‘ভিআইপি টিকিট’। বরিশালের বিপক্ষে গত রাতে ২৪ রানের জয়টাই নিঃসন্দেহে চিটাগংয়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর বরিশাল নিশ্চয় চাইবে লিগ পর্বের প্রতিশোধ নিয়ে সরাসরি ফাইনাল খেলতে।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
১৬ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে