Ajker Patrika

পিসিবি থেকে পারিশ্রমিক এখনো বুঝে পাননি হাফিজ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৮: ১১
পিসিবি থেকে পারিশ্রমিক এখনো বুঝে পাননি হাফিজ

পাকিস্তান দলের কঠিন সময়ে টিম ডিরেক্টর হিসেবে পিসিবির পাশে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ হাফিজ। দায়িত্ব পাওয়ার তিন মাস না পেরোনোর আগেই সহায়তার হাত বাড়ানো হাফিজকে ছাঁটাই করে পিসিবি। পিসিবির নতুন সভাপতি মহসিন নাকভি আসার পরেই চাকরি হারিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। 

চাকরি হারিয়ে পরে পিসিবির নতুন নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন হাফিজ। সে সময় সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করেছিল পিসিবি। কিন্তু বোর্ডে নতুন নেতৃত্ব আসায় দুই মাসেই শেষ হয় তাঁর মেয়াদ। 

বাবর আজম-মোহম্মদ রিজওয়ানদের টিম ডিরেক্টর পদ হারানোর এক মাসের বেশি হয়েছে হাফিজের। কিন্তু এখনো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। সাবেক অধিনায়কের বকেয়া টাকা না পাওয়ার বিষয়টি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। 

এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাফিজ তাঁর চুক্তিবদ্ধ অর্থ এখনো পাননি। যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাও অন্তর্ভুক্ত ছিল। পিসিবির সভাপতি মহসিন নাকভির ব্যস্ত সূচির কারণে সমস্যাটির সমাধান এখনো হয়নি। ফলে হাফিজের সঙ্গে সাক্ষাৎ এবং বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। প্রচেষ্টা সত্ত্বেও হাফিজ দেশে ফিরে নাকভির সঙ্গে দেখা করতে পারেননি। 

বর্তমানে স্থানীয় এক টেলিভিশনে বিশেষজ্ঞ অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন হাফিজ। পিসিবির সাবেক সভাপতি জাকা আশরাফের মেয়াদের সময় টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছিলেন এই অলরাউন্ডার। ডিরেক্টরের পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সে সময় তাঁর অধীনে অজিদের কাছে টেস্টে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত