Ajker Patrika

পাকিস্তান সিরিজ বাতিলের অনুরোধ ছিল পাপনের কাছে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২০: ০৬
পাকিস্তান সিরিজ বাতিলের অনুরোধ ছিল পাপনের কাছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই কঠিন সময় পার করছে বাংলাদেশ। টানা দশ ম্যাচ তো জয়হীন, এর সঙ্গে যোগ হয়েছে মাঠের বাইরের নানা বিতর্ক। বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর সুপার টুয়েলভে টানা পাঁচ হার নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। দেশে ফিরে দম ফেলারও সুযোগ পাওয়ার আগেই হাজির হয় পাকিস্তান। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজটা যে কঠিন হবে আগেই আঁচ করা যাচ্ছিল। তা হয়েছেও। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর চট্টগ্রাম টেস্টও বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানেই। অন্যদিকে বাংলাদেশের একেবারে বিপরীত অবস্থানে পাকিস্তান। বিশ্বকাপ থেকেই দুর্দান্ত খেলছে তারা। অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার আগে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল বাবর আজমের দল। বিশ্বকাপের পর আজ প্রথমবার মিরপুরে সংবাদমাধ্যমের সামনে কথা বললেন নাজমুল হাসান পাপন। সেখানে বিসিবি সভাপতি জানান, বিশ্বকাপের পর দুই দলের পারফরম্যান্স বিবেচনায় সিরিজটি বাতিলের অনুরোধ এসেছিল তাঁর কাছে। 

পাপন বলেন, ‘এই অবস্থায় বিশ্বকাপ শেষ হতেই পাকিস্তানের সঙ্গে সিরিজ। আমাকে যে কতজন, কত মানুষ অনুরোধ করেছে এই সিরিজটা কোনোভাবে বাদ দেওয়া যায় না? এখন পাকিস্তানের সঙ্গে খেললে তো শেষ হয়ে যাব। একেবারে জঘন্য অবস্থা হবে। এটা বাদ দেওয়া যায় না? বিশ্বাস করুন, এটা হলো বাস্তবতা। মানুষজন ধরেই নিয়েছে আমরা ওদের সঙ্গে দাঁড়াতেই পারব না।’ তবে অনুরোধে সাড়া না দেওয়া বিসিবি সভাপতি বলেছেন, ‘নিয়মিত ক্রিকেটার লিটন, সৌম্য, মুশফিক, সাকিব, তামিম এবং মোস্তাফিজ ছাড়া প্রায় আনকোরা, অপোক্ত, তরুণ দল নামানো হলো এই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। আর যেভাবে তারা লড়াই করেছে, যেভাবে খেলেছে, আমার মনটা ভরে গেছে।’ 

পাপন কথা বলেছেন আলোচনার ডালপালা মেলতেই থাকা কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়েও। বলেছেন, ‘বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে রাসেল ডমিঙ্গো আমাদের কাছে লিখিতভাবে জানায়, তার একটা ভালো প্রস্তাব আছে। ও চলে যেতে চায়। ও জানতে চাচ্ছিল, আমরা তার মেয়াদ বাড়াব কি না। যদি সেটা না করি, তাহলে ঝুঁকির মধ্যে ও থাকবে না। যেহেতু করোনা পরিস্থিতি তাহলে ও ওখানে কথা দিয়ে দেবে। তখন আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম। পরে দেখলাম এই সময়ের মধ্যে কোনো কোচ পাব না। দ্বিতীয় হচ্ছে, যদি পাইও ঠিক বিশ্বকাপের আগে আগে নতুন কোচ আনব কি না, সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। যাদের দেখছিলাম তারা আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ। এসব বিষয় চিন্তা করে বোর্ড সেসময় সিদ্ধান্ত নেয় তার মেয়াদ বৃদ্ধি করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত