ক্রীড়া ডেস্ক
পিছিয়ে থেকে ম্যাচ জয়ের ‘ওস্তাদ’ মনে করা হয় রিয়াল মাদ্রিদকে। যখনই ভক্ত-সমর্থকেরা নির্দিষ্ট এক অবস্থার পর ম্যাচের ফল অবশ্যম্ভাবী ধরে নেন, সেখান থেকেই ঘুরে দাঁড়ায় রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা গতকাল তেমন কিছুই করে দেখিয়েছে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক এখানে দারুণ ক্যারিশমা দেখিয়েছেন।
সিউদাদ দে ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে গতকাল লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলেছে লেভান্তের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লেভান্তে, যার মধ্যে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লেভান্তে মিডফিল্ডার হোসে লুইস মোরালেস। ডিফেন্ডার আলেহান্দ্রো ব্যালদের হ্যান্ডবলের কারণেই মূলত পেনাল্টি পেয়েছে লেভান্তে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি বার্সা। দারুণ প্রত্যাবর্তনে ৩-২ গোলে জিতেছে কাতালানরা। ম্যাচ শেষে সাংবাদিকদের বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেস বলেন, ‘তিনি (ফ্লিক) প্রথমার্ধে ট্যাকটিকাল কিছু জায়গায় পরিবর্তন এনেছেন। কারণ, আমাদের পজিশন ঠিকঠাক ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তিনি আমাদের দৃঢ়তা দেখাতে বললেন। আমাদের ম্যাচ জয়ের যে মানসিকতা আছে, সেটা বের করতে বললেন। আমরা সফল হয়েছি।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এবার বার্সেলোনায় এসেছেন মার্কাস রাশফোর্ড। ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর লা লিগায় অভিষেক হলেও সেবার মূল একাদশে ছিলেন না। গতকাল লেভান্তের বিপক্ষে মূল একাদশে খেললেও প্রথমার্ধের পর তাঁকে তুলে নেন বার্সা কোচ ফ্লিক। ৪৬ মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে নামেন অলমো। রাশফোর্ডের পাশাপাশি ব্যালদে, রোনাল্ড আরাউহো, এরিক গার্সিয়া, মার্ক ক্যাসাডো—তাঁদেরকেও উঠিয়ে নেন ফ্লিক। ম্যাচে বার্সার দুই গোলদাতা তোরেস, পেদ্রি শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। ইয়ামাল, রাফিনিয়ারাও খেলেছেন পুরো ৯০ মিনিট।
দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তন করা জরুরি ছিল বলে মনে করেন ফ্লিক। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘আমার মনে হয়েছে প্রথমার্ধে মার্কাস দারুণ এক অবস্থায় ছিল। কীভাবে দলের ভালো হয়, সেটা সে দেখিয়েছে। কোচ হিসেবে আমাকে তো সবকিছু দেখতে হবে। দ্বিতীয়ার্ধে পরিবর্তন করতে হতো। রাফিনিয়া নাম্বার ইলেভেন হিসেবে বাঁ পাশে খেলেছে। কীভাবে আমরা খেলি, সেই ব্যাপারে সব সে (রাফিনিয়া) জানে।’
১৫ মিনিটে লেভান্তেকে এগিয়ে নেন ইভান রোমেরো। প্রথমার্ধের যোগ করা সময়ে মোরালেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। ৪৯ মিনিটে বার্সা ম্যাচে পায় প্রথম গোল। ইয়ামালের ব্যাক পাস রিসিভ করে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন পেদ্রি। ৫২ মিনিটে বার্সার দ্বিতীয় গোল করেন তোরেস। রাফিনিয়ার কর্নার থেকে দেওয়া পাস রিসিভ করে ভলিতে লক্ষ্যভেদ করেন তোরেস। ম্যাচ ২-২ গোলে সমতায় শেষ হওয়া যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই সর্বনাশ করে লেভান্তে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে লেভান্তে ডিফেন্ডার উনাই এলগেজাবাল করেন আত্মঘাতী গোল। লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা।
পিছিয়ে থেকে ম্যাচ জয়ের ‘ওস্তাদ’ মনে করা হয় রিয়াল মাদ্রিদকে। যখনই ভক্ত-সমর্থকেরা নির্দিষ্ট এক অবস্থার পর ম্যাচের ফল অবশ্যম্ভাবী ধরে নেন, সেখান থেকেই ঘুরে দাঁড়ায় রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা গতকাল তেমন কিছুই করে দেখিয়েছে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক এখানে দারুণ ক্যারিশমা দেখিয়েছেন।
সিউদাদ দে ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে গতকাল লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলেছে লেভান্তের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লেভান্তে, যার মধ্যে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লেভান্তে মিডফিল্ডার হোসে লুইস মোরালেস। ডিফেন্ডার আলেহান্দ্রো ব্যালদের হ্যান্ডবলের কারণেই মূলত পেনাল্টি পেয়েছে লেভান্তে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি বার্সা। দারুণ প্রত্যাবর্তনে ৩-২ গোলে জিতেছে কাতালানরা। ম্যাচ শেষে সাংবাদিকদের বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেস বলেন, ‘তিনি (ফ্লিক) প্রথমার্ধে ট্যাকটিকাল কিছু জায়গায় পরিবর্তন এনেছেন। কারণ, আমাদের পজিশন ঠিকঠাক ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তিনি আমাদের দৃঢ়তা দেখাতে বললেন। আমাদের ম্যাচ জয়ের যে মানসিকতা আছে, সেটা বের করতে বললেন। আমরা সফল হয়েছি।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এবার বার্সেলোনায় এসেছেন মার্কাস রাশফোর্ড। ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর লা লিগায় অভিষেক হলেও সেবার মূল একাদশে ছিলেন না। গতকাল লেভান্তের বিপক্ষে মূল একাদশে খেললেও প্রথমার্ধের পর তাঁকে তুলে নেন বার্সা কোচ ফ্লিক। ৪৬ মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে নামেন অলমো। রাশফোর্ডের পাশাপাশি ব্যালদে, রোনাল্ড আরাউহো, এরিক গার্সিয়া, মার্ক ক্যাসাডো—তাঁদেরকেও উঠিয়ে নেন ফ্লিক। ম্যাচে বার্সার দুই গোলদাতা তোরেস, পেদ্রি শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। ইয়ামাল, রাফিনিয়ারাও খেলেছেন পুরো ৯০ মিনিট।
দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তন করা জরুরি ছিল বলে মনে করেন ফ্লিক। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘আমার মনে হয়েছে প্রথমার্ধে মার্কাস দারুণ এক অবস্থায় ছিল। কীভাবে দলের ভালো হয়, সেটা সে দেখিয়েছে। কোচ হিসেবে আমাকে তো সবকিছু দেখতে হবে। দ্বিতীয়ার্ধে পরিবর্তন করতে হতো। রাফিনিয়া নাম্বার ইলেভেন হিসেবে বাঁ পাশে খেলেছে। কীভাবে আমরা খেলি, সেই ব্যাপারে সব সে (রাফিনিয়া) জানে।’
১৫ মিনিটে লেভান্তেকে এগিয়ে নেন ইভান রোমেরো। প্রথমার্ধের যোগ করা সময়ে মোরালেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। ৪৯ মিনিটে বার্সা ম্যাচে পায় প্রথম গোল। ইয়ামালের ব্যাক পাস রিসিভ করে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন পেদ্রি। ৫২ মিনিটে বার্সার দ্বিতীয় গোল করেন তোরেস। রাফিনিয়ার কর্নার থেকে দেওয়া পাস রিসিভ করে ভলিতে লক্ষ্যভেদ করেন তোরেস। ম্যাচ ২-২ গোলে সমতায় শেষ হওয়া যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই সর্বনাশ করে লেভান্তে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে লেভান্তে ডিফেন্ডার উনাই এলগেজাবাল করেন আত্মঘাতী গোল। লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা।
ভারতের বিহারে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ছেলেদের হকি এশিয়া কাপ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। এই উপলক্ষে আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান
৩৪ মিনিট আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন থুইনুই মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রেয়া।
৪৪ মিনিট আগেচোট থেকে লম্বা সময় পর ট্র্যাকে ফিরেছিলেন ইমরানুর রহমান। সামার অ্যাথলেটিকসে পরশু পুনরুদ্ধার করেন দ্রুততম মানবের মুকুট। আজ ২০০ মিটার স্প্রিন্টে তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল নৌবাহিনীর। কিন্তু ৪০ মিনিট দৌড়ানোর পরই ট্র্যাকে পড়ে যান লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। মাঠে প্রাথমিক শুশ্রূষার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়
১ ঘণ্টা আগেআমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। এর করুণ অবস্থা দেখে কান্না চলে আসছে। অথচ এখানে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমাদের খেলোয়াড়দের আরও সুযোগ-সুবিধা দরকার। এখানে তিনটি উইকেট আছে। আমাদের পরিকল্পনা অন্তত ২০টি উইকেট বানানো। এখন ১২ মাস খেলা হয়।
৩ ঘণ্টা আগে