সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট—হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরুর দিনে খেলার সারমর্ম এমনটাই। টেস্ট ক্রিকেটে সীমিত ওভারের ধরনে খেলায় নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল ইংল্যান্ড। সেখানে বেন স্টোকস একটাই ঢাল হয়ে ব্যাটিং করছিলেন। স্টোকসের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ের পর ঝোড়ো গতিতে ব্যাটিং করেছে ভারতীয় ক্রিকেট দলও।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকে ইংলিশরা। ৭২ বলে ৫৫ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ১২ তম ওভারের পঞ্চম বলে ডাকেটকে এলবিডব্লু করে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৯ বলে ৭ চারে ৩৫ রান করেন ডাকেট। এখান থেকে ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ওলি পোপকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। পোপ করেছেন ১১ বলে ১ রান। আরেক ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান অশ্বিন। তাতে বিনা উইকেটে ৫৫ থেকে মুহূর্তেই ৩ উইকেটে ৬০ রান হয়ে যায় ইংলিশদের স্কোর।
দ্রুত ৩ উইকেট হারানোর পর ইংল্যান্ডের ইনিংস মেরামতের দায়িত্ব নেন জো রুট ও জনি বেয়ারস্টো। চতুর্থ উইকেটে ১০৫ বলে ৬১ রানের জুটি গড়েন তাঁরা। বেয়ারস্টোকে ৩৩ তম ওভারের চতুর্থ বলে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। এখান থেকে আরেক দফা ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ইংলিশদের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১৫৫ রান। সতীর্থদের আসা-যাওয়া অসহায়ের মতো দেখছিলেন ছয় নম্বরে নামা স্টোকস। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকা ইংল্যান্ড অধিনায়ক ফিফটি পেয়েছেন ৬৯ বলে। ৬১ তম ওভারের দ্বিতীয় বলে জাদেজাকে লং অন দিয়ে ছক্কা মেরে স্টোকস পেয়েছেন ৩১ তম টেস্ট ফিফটি। একই সঙ্গে অষ্টম ও নবম উইকেটে টম হার্টলি ও মার্ক উডের সঙ্গে স্টোকস গড়েন ৩৮ ও ৪১ রানের দুটি জুটি। দুটি জুটিই এসেছে ৩৯ বলে। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬৪.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। ৮৮ বলে ৭০ রান করা স্টোকস ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন সফরকারী দলের অধিনায়ক। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন অশ্বিন ও জাদেজা। প্যাটেল, জসপ্রীত বুমরা নেন দুটি করে উইকেট।
ইংল্যান্ডের পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ৩৯ বলে ফিফটি তুলে নিয়েছে স্বাগতিকেরা। ফিফটি করেই শুধু রোহিত, জয়সওয়াল থেমে থাকেননি। ৭৫ বলে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন তাঁরা। রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন জ্যাক লিচ। ২৭ বলে ৩ চারে ২৪ রান করেন রোহিত। শেষ পর্যন্ত ভারত দিন শেষে করেছে ১ উইকেটে ১১৯ রানে। ৭৬ রানে ব্যাটিং করছেন জয়সওয়াল। ৭০ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ৩ ছক্কা। অন্যদিকে গিল ৪৩ বলে ১৪ রান করে অপরাজিত আছেন।
সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট—হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরুর দিনে খেলার সারমর্ম এমনটাই। টেস্ট ক্রিকেটে সীমিত ওভারের ধরনে খেলায় নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল ইংল্যান্ড। সেখানে বেন স্টোকস একটাই ঢাল হয়ে ব্যাটিং করছিলেন। স্টোকসের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ের পর ঝোড়ো গতিতে ব্যাটিং করেছে ভারতীয় ক্রিকেট দলও।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকে ইংলিশরা। ৭২ বলে ৫৫ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ১২ তম ওভারের পঞ্চম বলে ডাকেটকে এলবিডব্লু করে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৯ বলে ৭ চারে ৩৫ রান করেন ডাকেট। এখান থেকে ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ওলি পোপকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। পোপ করেছেন ১১ বলে ১ রান। আরেক ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান অশ্বিন। তাতে বিনা উইকেটে ৫৫ থেকে মুহূর্তেই ৩ উইকেটে ৬০ রান হয়ে যায় ইংলিশদের স্কোর।
দ্রুত ৩ উইকেট হারানোর পর ইংল্যান্ডের ইনিংস মেরামতের দায়িত্ব নেন জো রুট ও জনি বেয়ারস্টো। চতুর্থ উইকেটে ১০৫ বলে ৬১ রানের জুটি গড়েন তাঁরা। বেয়ারস্টোকে ৩৩ তম ওভারের চতুর্থ বলে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। এখান থেকে আরেক দফা ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ইংলিশদের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১৫৫ রান। সতীর্থদের আসা-যাওয়া অসহায়ের মতো দেখছিলেন ছয় নম্বরে নামা স্টোকস। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকা ইংল্যান্ড অধিনায়ক ফিফটি পেয়েছেন ৬৯ বলে। ৬১ তম ওভারের দ্বিতীয় বলে জাদেজাকে লং অন দিয়ে ছক্কা মেরে স্টোকস পেয়েছেন ৩১ তম টেস্ট ফিফটি। একই সঙ্গে অষ্টম ও নবম উইকেটে টম হার্টলি ও মার্ক উডের সঙ্গে স্টোকস গড়েন ৩৮ ও ৪১ রানের দুটি জুটি। দুটি জুটিই এসেছে ৩৯ বলে। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬৪.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। ৮৮ বলে ৭০ রান করা স্টোকস ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন সফরকারী দলের অধিনায়ক। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন অশ্বিন ও জাদেজা। প্যাটেল, জসপ্রীত বুমরা নেন দুটি করে উইকেট।
ইংল্যান্ডের পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ৩৯ বলে ফিফটি তুলে নিয়েছে স্বাগতিকেরা। ফিফটি করেই শুধু রোহিত, জয়সওয়াল থেমে থাকেননি। ৭৫ বলে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন তাঁরা। রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন জ্যাক লিচ। ২৭ বলে ৩ চারে ২৪ রান করেন রোহিত। শেষ পর্যন্ত ভারত দিন শেষে করেছে ১ উইকেটে ১১৯ রানে। ৭৬ রানে ব্যাটিং করছেন জয়সওয়াল। ৭০ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ৩ ছক্কা। অন্যদিকে গিল ৪৩ বলে ১৪ রান করে অপরাজিত আছেন।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৭ ঘণ্টা আগে