আমাদের লক্ষ্য সব সময় পরবর্তী বিশ্বকাপ—ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, যেকোনো বিশ্বকাপের সময় নাজমুল হাসান পাপনের এমন কথা সামাজিকমাধ্যমে ভাইরাল হয় প্রায়ই। বাংলাদেশের যখন বিশ্বকাপে ভরাডুবি হয়, তখন এটা নিয়ে আরও বেশি বিদ্রূপ করা হয়। তবে পাপনের দাবি, এটা তাঁর কথাই না।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংবাদমাধ্যমকে পাপন বলেছিলেন, ‘আপনার সবসময় বুঝতে হবে, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ, এই বিশ্বকাপ না।’ দুই বছর পর আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এরই মধ্যে শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালের আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের পর মিরপুরে আজ বোর্ড সভায় পাপনকে এমন প্রশ্ন করেন সাংবাদিকেরা। বিসিবি সভাপতি যেভাবে উত্তর দিয়োছেন, তাতে হাসির রোল পড়ে যায়। পাপন বললেন, ‘এই যে আপনি যে কথাটা বললেন, আমাদের খেলার আগে বলি যে পরবর্তী বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম কোথাও যেন আমি বলছি এটা। আর আমি জীবনে এটা বলিইনি। এগুলো বানান কীভাবে? যে-ই বানান, আপনি না।’
প্রযুক্তির এমন উৎকর্ষতার যুগে অনেক কিছু তৈরি করে ভাইরাল করা হয়, যা আদতে হয়নি। পাপন যখন প্রশ্ন করেন, পরবর্তী বিশ্বকাপ নিয়ে তাঁর কথাটা কীভাবে বানানো হয়, তখন উত্তর এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়। বিসিবি সভাপতি বলেন, ‘যা দিয়েই বানানো হোক, বানানোর ওপর যদি প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হয়েছে যে কোনটা আসলে সত্যি, কোনটা মিথ্যা বোঝার উপায় নেই। এতগুলো বের হচ্ছে যে আমার পরিচিত যারা আমাকে পাঠায়, বলে এটা কি সত্যি? আরে আমি কীভাবে বলব এটা সত্যি কি না।’
আমাদের লক্ষ্য সব সময় পরবর্তী বিশ্বকাপ—ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, যেকোনো বিশ্বকাপের সময় নাজমুল হাসান পাপনের এমন কথা সামাজিকমাধ্যমে ভাইরাল হয় প্রায়ই। বাংলাদেশের যখন বিশ্বকাপে ভরাডুবি হয়, তখন এটা নিয়ে আরও বেশি বিদ্রূপ করা হয়। তবে পাপনের দাবি, এটা তাঁর কথাই না।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংবাদমাধ্যমকে পাপন বলেছিলেন, ‘আপনার সবসময় বুঝতে হবে, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ, এই বিশ্বকাপ না।’ দুই বছর পর আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এরই মধ্যে শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালের আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের পর মিরপুরে আজ বোর্ড সভায় পাপনকে এমন প্রশ্ন করেন সাংবাদিকেরা। বিসিবি সভাপতি যেভাবে উত্তর দিয়োছেন, তাতে হাসির রোল পড়ে যায়। পাপন বললেন, ‘এই যে আপনি যে কথাটা বললেন, আমাদের খেলার আগে বলি যে পরবর্তী বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম কোথাও যেন আমি বলছি এটা। আর আমি জীবনে এটা বলিইনি। এগুলো বানান কীভাবে? যে-ই বানান, আপনি না।’
প্রযুক্তির এমন উৎকর্ষতার যুগে অনেক কিছু তৈরি করে ভাইরাল করা হয়, যা আদতে হয়নি। পাপন যখন প্রশ্ন করেন, পরবর্তী বিশ্বকাপ নিয়ে তাঁর কথাটা কীভাবে বানানো হয়, তখন উত্তর এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়। বিসিবি সভাপতি বলেন, ‘যা দিয়েই বানানো হোক, বানানোর ওপর যদি প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হয়েছে যে কোনটা আসলে সত্যি, কোনটা মিথ্যা বোঝার উপায় নেই। এতগুলো বের হচ্ছে যে আমার পরিচিত যারা আমাকে পাঠায়, বলে এটা কি সত্যি? আরে আমি কীভাবে বলব এটা সত্যি কি না।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২৬ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে