ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে স্থগিত হয়েছে আইপিএল, পিএসএলের শেষ অংশ। যেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ-ভারত সিরিজেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান মনোভাব দেখে মনে হচ্ছে, বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে নাও গড়াতে পারে।
আগস্টে বাংলাদেশ-ভারত সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা। আর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আজ শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে জানা গেল, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের ব্যাপারে বিসিসিআই নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। যেখানে এশিয়া কাপ হওয়ার কথা এ বছরের সেপ্টেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরের এই সময়ে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
২০২৫ পিএসএলের শেষ অংশ স্থগিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। একই রাতে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ ৬১ বল হওয়ার পরই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঠিক তার ২৪ ঘণ্টা না পেরোতেই আইপিএল স্থগিত করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে, এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিগগির আইপিএল চালুর সম্ভাবনা খুবই কম। আর এ বছরের জুন-আগস্টে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। আইপিএল তাই ইংল্যান্ড সিরিজের পর আয়োজনের চিন্তা করছে ভারত। যদি আইপিএল বাংলাদেশ সিরিজ ও এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু বিসিসিআই এ ব্যাপারে নরম হবে না বলে মনে হচ্ছে।
মাঝপথে থেমে যাওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চেষ্টা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) করেছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন থেকে জানা যায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যেহেতু আগেভাগেই দুবাইকে বেছে নিয়েছে, ভারতের প্রস্তাবে তাই সাড়া দেয়নি আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। আরব আমিরাতে পিএসএলের বাকি অংশের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ধর্মশালায় গতকাল রাতে হঠাৎ খেলা বন্ধ হওয়ায় পাঞ্জাব-দিল্লির ক্রিকেটারেরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। আজ ভোরে তাঁরা ধর্মশালা ছেড়ে যান। মাঠে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে এক চিয়ারলিডারের কথা থেকে জানা গেছে।
ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে স্থগিত হয়েছে আইপিএল, পিএসএলের শেষ অংশ। যেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ-ভারত সিরিজেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান মনোভাব দেখে মনে হচ্ছে, বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে নাও গড়াতে পারে।
আগস্টে বাংলাদেশ-ভারত সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা। আর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আজ শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে জানা গেল, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের ব্যাপারে বিসিসিআই নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। যেখানে এশিয়া কাপ হওয়ার কথা এ বছরের সেপ্টেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরের এই সময়ে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
২০২৫ পিএসএলের শেষ অংশ স্থগিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। একই রাতে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ ৬১ বল হওয়ার পরই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঠিক তার ২৪ ঘণ্টা না পেরোতেই আইপিএল স্থগিত করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে, এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিগগির আইপিএল চালুর সম্ভাবনা খুবই কম। আর এ বছরের জুন-আগস্টে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। আইপিএল তাই ইংল্যান্ড সিরিজের পর আয়োজনের চিন্তা করছে ভারত। যদি আইপিএল বাংলাদেশ সিরিজ ও এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু বিসিসিআই এ ব্যাপারে নরম হবে না বলে মনে হচ্ছে।
মাঝপথে থেমে যাওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চেষ্টা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) করেছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন থেকে জানা যায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যেহেতু আগেভাগেই দুবাইকে বেছে নিয়েছে, ভারতের প্রস্তাবে তাই সাড়া দেয়নি আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। আরব আমিরাতে পিএসএলের বাকি অংশের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ধর্মশালায় গতকাল রাতে হঠাৎ খেলা বন্ধ হওয়ায় পাঞ্জাব-দিল্লির ক্রিকেটারেরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। আজ ভোরে তাঁরা ধর্মশালা ছেড়ে যান। মাঠে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে এক চিয়ারলিডারের কথা থেকে জানা গেছে।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৬ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩১ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে