Ajker Patrika

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে চিন্তা ভারত থেকেই

আহমেদ রিয়াদ, গোয়ালিয়র থেকে
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৫: ২৫
বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে চিন্তা ভারত থেকেই

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসার পর তিন মাসের লম্বা বিরতি শেষে বাংলাদেশ যখন আবার ২০ ওভার ক্রিকেট শুরু করতে যাচ্ছে, তখন আপনাআপনি চলে আসছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা যে এই ভারত সিরিজ দিয়েই শুরু করতে যাচ্ছেন শান্তরা।

গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানে এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি মনে করি, যারা এখানে আছে এবং যারা বাইরে আছে, তারা পরের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।’

বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি দলে একঝাঁক তরুণ মুখ। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিবদের এটাই প্রথম ভারত সফর। ধারাবাহিকতা দেখিয়ে এই তরুণদের মধ্যে যাঁরা দলে থাকতে পারবেন, তাঁরাই পরিণত হয়ে যাবেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টির এই আসরের আয়োজক আবার ভারত, সহ-আয়োজক শ্রীলঙ্কা। বোঝাই যাচ্ছে, এখন থেকেই দূরের ছবি আঁকতে শুরু করেছেন শান্ত।

তবে আপাতত চিন্তা ৩ ম্যাচের সিরিজ নিয়েই। তবে প্রতিপক্ষ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ভারতকে নিয়ে যতটা না চিন্তা শান্তর, তার চেয়ে বেশি চিন্তা নিজেদের নিয়েই। এই সিরিজে নিজেদের নতুনভাবে দেখাতে চান শান্ত, ‘আমরা এই সিরিজ জিততে চাই। খুব সৎভাবে বলতে গেলে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। এই সিরিজ থেকে দেখতে পাবেন, আমাদের সব খেলোয়াড় একটি নতুন ধারায় খেলছে এবং সবাই খেলবে জেতার জন্য।’

ঘরের মাঠে বড় দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জেতা হলেও বিদেশের মাটিতে এই সংস্করণে সিরিজ জেতা তো দূরের কথা, ইতিবাচক খেলার নজিরও খুব কম। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজটিকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই এটি চ্যালেঞ্জিং হবে। নতুন গ্রাউন্ডে প্রথম ম্যাচ। আমরা জানি না, পিচ কেমন আচরণ করবে, তবে একটি আন্তর্জাতিক দল হিসেবে আমাদের যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে।’

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়-পরাজয়ের পরিসংখ্যানও সুখকর নয়। আগের ১৪ সাক্ষাতে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। তো চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? শান্তর জবাব, ‘আপনি যদি আমাদের শেষ বিশ্বকাপ দেখেন, আমাদের সেমিফাইনালে খেলার খুব ভালো সুযোগ ছিল, কিন্তু আমরা তা করতে পারিনি। তবে এটি একটি নতুন দল। তাই আমি আশা করি, সব খেলোয়াড় ভালো ক্রিকেট খেলবে।’

সম্প্রতি রানে না থাকলেও নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন শান্ত, ‘সত্যি বলতে, আমি বিশ্বাস করি, ফিরে আসতে পারব। এই সিরিজে অবদান রাখার চেষ্টা করব।’

ভারতের তুলনায় বাংলাদেশ দল অপেক্ষাকৃত নতুন ও অনভিজ্ঞ। বিশেষ করে টি-টোয়েন্টির ইম্প্যাক্ট ক্রিকেটিংয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশ নতুন ধারার ক্রিকেট কতটা খেলতে পারবে? শান্তর উত্তর, ‘টি-টোয়েন্টিতে আপনি কখনোই জানেন না যে নির্দিষ্ট দিনে কে জিতবে। গুরুত্বপূর্ণ হলো, সেই দিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সবকিছু যারা ভালো করবে, তারাই জিতবে। বড় নাম বা নতুন-পুরাতন খেলোয়াড়দের কথা নয়, বরং ওই নির্দিষ্ট দিনে আমাদের ভালো খেলতে হবে।’

এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে সাকিববিহীন বাংলাদেশের পথচলা। সাকিব যখন খেলতেন, দলের ব্যাটিং লাইনআপ ৮ নম্বর পর্যন্ত দীর্ঘ হতো। সাকিব থাকায় বাড়ত বোলিংয়ের গভীরতাও। সাকিব না থাকায় তাই একাদশ সাজানো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে শান্তকে, ‘সাকিব ভাই নাই, এটার আমাদের জন্য নতুন ব্যাপার। আমার বিশ্বাস, তাঁর জায়গায় মিরাজ ভালো করবে। আশা করছি, দলও এই সিরিজে ভালো করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...