Ajker Patrika

১৭টি স্যুটকেস ও ৩০টি রোদ চশমা নিয়ে ইংল্যান্ড গিয়েছিলেন কার্তিক

১৭টি স্যুটকেস ও ৩০টি রোদ চশমা নিয়ে ইংল্যান্ড গিয়েছিলেন কার্তিক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে দিনেশ কার্তিক এখন দুবাই। এর আগে ইংল্যান্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ধারাভাষ্যকক্ষে মাইক্রোফোন হাতে ব্যস্ত সময় পার করেছেন তিনি। তবে কার্তিকের ইংল্যান্ডে ধারাভাষ্য দিতে যাওয়া প্রসঙ্গে মজার এক তথ্য দিয়েছেন কার্তিকের সহ-ধারাভাষ্যকার মাইক আথারটন। 

আইপিএলের মৌসুমে ব্যাট-প্যাড পড়ে মাঠে নেমে পড়েন কার্তিক। বছরের বাকি সময় দেশ-বিদেশে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিয়ে বেড়ান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। করোনায় এবারের আইপিএল স্থগিত হওয়ার পর তাই ধারাভাষ্য দিতে ইংল্যান্ড গিয়েছিলেন কার্তিক। তবে ইংল্যান্ডে যাওয়ার সময় নাকি একাধিক স্যুটকেস আর রোদ চশমা নিয়ে গিয়েছিলেন তিনি। আথারটন জানিয়েছেন, কার্তিক নাকি ১৭টি সুটকেস ভর্তি কাপড় আর ৩০টি রোদ চশমা নিয়ে ইংল্যান্ডে ধারাভাষ্য করতে গিয়েছিলেন। সে সময় বিখ্যাত ব্র্যান্ড জিওর্জিও আরমানির জামাও পরতে দেখা যায় তাঁকে। 

শুধু স্টাইলেই নয়, কার্তিক মাতিয়েছেন ধারাভাষ্যকক্ষও। ইংল্যান্ড ছেড়ে আইপিএল খেলতে যাওয়ায় ভক্তরা এরই মধ্যে মিস করতে শুরু করেছেন কার্তিকের ধারাভাষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি সেই কথাই বলছে। ছবিটিতে দেখা গেছে, এক ভক্ত হাতে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। যেখানে লেখা, আমরা তোমার বিশ্লেষণী দক্ষতা মিস করব। 

এর আগে ধারাভাষ্য দেওয়ার সময়ে কার্তিকের নতুন নামও দেওয়া হয়েছিল ‘ওয়েদারম্যান’। আবহাওয়ার যাবতীয় খবর সুন্দর করে তুলে ধরেছিলেন কার্তিক। বিশেষ করে সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃষ্টি ভেজা ফাইনালের প্রতি মুহূর্তে খবর দিয়েছিলেন কার্তিক। সেই কারণে তাঁকে এই নাম দেওয়া হয়েছিল। এবার অবশ্য কার্তিকের সামনে নতুন চ্যালেঞ্জ। ৭ নম্বরে থাকা নাইট রাইডার্সকে লিগ তালিকায় চারের মধ্যে নিয়ে আসা। যাতে আইপিএলের পরের পর্বে যেতে পারে কলকাতার দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত