Ajker Patrika

নিষেধাজ্ঞার ২ দিন পরই কেন মুক্ত রাবাদা, ফিরছেন আইপিএলে

ক্রীড়া ডেস্ক    
নিষেধাজ্ঞার ২ দিন পরই মুক্ত কাগিসো রাবাদা। ছবি: ফাইল ছবি
নিষেধাজ্ঞার ২ দিন পরই মুক্ত কাগিসো রাবাদা। ছবি: ফাইল ছবি

ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস শাস্তি ভোগ করেছেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, রাবাদার ওপর অতিরিক্ত কোনো শাস্তি আরোপ করা হচ্ছে না। রাবাদা পেশাদার আচরণ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।

সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট (এসএআইডিএস) এক বিবৃতিতে জানায়, কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচের পর গত ২১ জানুয়ারি রাবাদা ডোপ টেস্টে ব্যর্থ হন। আইপিএলে খেলার জন্য ভারতে থাকাকালীন গত ১ এপ্রিল তাঁকে ফলাফল সম্পর্কে জানানো হয়। ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় রাবাদাকে। ৩ এপ্রিল আইপিএল ছেড়ে দেশে ফিরে যান রাবাদা।

এসএআইডিএস এর বিবৃতি অনুযায়ী, দেশে ফেরার পর নিষিদ্ধ পদার্থের ব্যবহার রোধ করার জন্য শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাবাদা। তাঁর আচরণে ক্রিকেট বোর্ড সন্তুষ্ট। তিন মাসের শাস্তি নেমে এল তাই ১ মাসে। গুজরাট টাইটানসের হয়ে বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে ফিরতে পারেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত