Ajker Patrika

আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার নাটকে নতুন মোড়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ মে ২০২৫, ১০: ৪০
আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ছবি: সংগৃহীত
আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হওয়ার পরই বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। একবার ব্রাজিলের কোচ হচ্ছেন না তো মুহূর্তে শোনা যায় উল্টো সংবাদ। এবার এই নাটকে এল নতুন এক মোড়।

কদিন আগেই দ্য অ্যাথলেটিক জানিয়েছিল, এ বছরের জুনে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র মাধ্যমে জানা গিয়েছিল, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আনচেলত্তির আলোচনা পণ্ড হয়েছে। এবার ‘দ্য অ্যাথলেটিক’ দিয়েছে নতুন এক খবর। সংবাদমাধ্যমটির গতকালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আনচেলত্তিকে ছাড়তে রিয়াল মাদ্রিদ রাজি হয়েছে। দুই পক্ষের মধ্যে মৌখিক সম্মতি হয়েছে। সবশেষ যে আলোচনা হয়েছে, তাতে জানা গেল, লা লিগায় মৌসুম শেষের আগেই এই ইতালিয়ান কোচ মাদ্রিদ ছাড়তে পারবেন। ১১ মে এল ক্লাসিকোর (বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ) ম্যাচ শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৬ সালের জুনে। তিনি যেহেতু চুক্তি ফুরোনোর এক বছর আগেই চলে যাওয়ার কথা ভাবছিলেন, রিয়াল তাই তাঁর চুক্তির বাকি অর্থ পরিশোধ করার ব্যাপারে রাজি ছিল না। আনচেলত্তিও বাতিলের টাকা না নিয়ে ব্রাজিলে যেতে রাজি ছিলেন না। তবে দ্য অ্যাথলেটিকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী রিয়াল-আনচেলত্তি দুই পক্ষই যেহেতু এক মত হতে পেরেছে, তাতে ব্রাজিলের কোচ হতে আনচেলত্তির কোনো বাধা থাকার কথা না।

আনচেলত্তি যদি রিয়াল ছেড়ে যান, সেক্ষেত্রে তাঁর জায়গায় বায়ার লেভারকুসেনের বর্তমান কোচ জাবি আলোনসো বসতে পারেন বলে ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন থেকে জানা গেছে। সেক্ষেত্রে ব্রাজিলে আনচেলত্তি পর্ব শুরু হতে পারে এ বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বের চার ম্যাচ বাকি এখন ব্রাজিলের। জুনে তারা খেলবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। আর সেপ্টেম্বরে বাছাইপর্বে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে ব্রাজিল অবস্থান করছে চার নম্বরে। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তিনে উরুগুয়ে। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা আর্জেন্টিনা ও বলিভিয়ার পয়েন্ট ৩১ ও ২৩। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে।

এ বছরের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারে ব্রাজিল। এই হারের পরই দরিভাল জুনিয়রকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়। তখন থেকেই আনচেলত্তিকে কোচ বানাতে উঠেপড়ে লেগেছে সিবিএফ। সবশেষ ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী সবার চোখ এখন এল ক্লাসিকোর দিকেই থাকছে তাহলে। এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে ১১ মে বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত