Ajker Patrika

ভারতে তাহলে তামিমের হাতে দেখা যাবে তামিমের ব্যাট

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫: ৩২
ভারতে তাহলে তামিমের হাতে দেখা যাবে তামিমের ব্যাট

একটা দৃশ্য কল্পনা করা যাক। তানজিদ হাসান তামিম বাউন্ডারি মারছেন। ধারাভাষ্যকক্ষে এর বিবরণী দিচ্ছেন তামিম ইকবাল। জুনিয়র তামিম যে বাউন্ডারি মেরেছেন, সেটা হলো সিনিয়র তামিমের ব্যাট দিয়েই। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে এমন কিছু তো হতেই পারে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকলেও তামিম ইকবাল ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন। চলমান বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তিনি। এই সিরিজের টি-টোয়েন্টি অংশে আবার বাংলাদেশ দলে আছেন তানজিদ তামিম। জুনিয়র তামিম ‘সিএ প্রো’ ব্যাট উপহার পেয়েছেন তামিম ইকবালের কাছ থেকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তানজিদ তামিম পোস্ট করেছেন এই ব্যাট নিয়ে। জুনিয়র তামিম লিখেছেন, ‘এই প্রতিষ্ঠানের অন্যতম সেরা। আমার ওপর বিশ্বাস রাখায় সিএ স্পোর্টসকে ধন্যবাদ। সামনে যে যাত্রা শুরু হচ্ছে, তাতে মুখিয়ে আছি।’

সিএ ব্যাট দিয়েই সিনিয়র তামিম গড়েছেন একগাদা রেকর্ড। ২২ গজে বোলারদের শাসন করেছেন। পেয়েছেন ‘বুম বুম তামিম’ উপাধি। সিনিয়র তামিমকে ধন্যবাদ দিয়ে তানজিদ তামিম লিখেছেন, ‘এমন কিছুর জন্য তামিম ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যতিক্রমী এক ব্যক্তি। তাকে আমি সব সময় অনুসরণ করি।’

বাংলাদেশের জার্সিতে তামিম ইকবাল সবশেষ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জুটিও গড়েছিলেন সিনিয়র তামিম ও তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে সেই একবারই দুই তামিম একসঙ্গে খেলেছেন।

তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর ধরে না থাকলেও তানজিদ তামিম পরপর দুটি আইসিসি ইভেন্ট খেলেছেন। সেই দুই ইভেন্টে জুনিয়র তামিম আশানুরূপ পারফর্ম করতে পারেননি। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দিল্লি ও হায়দরাবাদে ৯ ও ১২ অক্টোবর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত