বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্তের নাম ইতিমধ্যে সামনে এসেছে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি পন্তকে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। তবে নেতৃত্ব পেলে ‘না’ করবেন না দলটির পেসার জসপ্রীত বুমরাও।
টি-টোয়েন্টি ও ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। কোহলির এই সিদ্ধান্তকে মেনে নিয়ে নতুন অধিনায়কের সন্ধান করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রস্তাব দেওয়া হলে নেতৃত্বের আর্ম ব্যান্ড লুফে নিতে চান বুমরাও। এই পেসার বলেন, ‘যদি আমাকে প্রস্তাব দেওয়া হয় তবে সেটা সম্মানের হবে। আমি এমন কোনো খেলোয়াড় দেখি না যে না বলবে। আমিও ব্যতিক্রম না।’
তবে অধিনায়কত্ব না পেলেও যেকোনোভাবে দলে অবদান রাখতে চান বুমরা, ‘কোনো পদ থাকুক বা না থাকুক, আমি দলে অবদান রাখতে চাই। নিজের সেরাটা দিতে চাই। এখানে আমার ভূমিকার কোনো পরিবর্তন হবে না। আমাকে নিজের কাজ করে যেতে হবে, নাকি?’
এদিকে নিজের অহং বাদ দিয়ে তরুণ নেতার অধীনে খেলার প্রস্তুতি নিতে কোহলিকে পরামর্শ দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। নিজের উদাহরণ টেনে কপিল বলেন, ‘সুনীল গাভাস্কার আমার অধীনে খেলেছে। আমি কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও আজহারউদ্দিনের অধীনে খেলেছি। কোনো অহং ছিল না। বিরাটকেও (কোহলি) অহং ছেড়ে তরুণদের অধীনে খেলতে হবে।’
বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্তের নাম ইতিমধ্যে সামনে এসেছে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি পন্তকে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। তবে নেতৃত্ব পেলে ‘না’ করবেন না দলটির পেসার জসপ্রীত বুমরাও।
টি-টোয়েন্টি ও ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। কোহলির এই সিদ্ধান্তকে মেনে নিয়ে নতুন অধিনায়কের সন্ধান করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রস্তাব দেওয়া হলে নেতৃত্বের আর্ম ব্যান্ড লুফে নিতে চান বুমরাও। এই পেসার বলেন, ‘যদি আমাকে প্রস্তাব দেওয়া হয় তবে সেটা সম্মানের হবে। আমি এমন কোনো খেলোয়াড় দেখি না যে না বলবে। আমিও ব্যতিক্রম না।’
তবে অধিনায়কত্ব না পেলেও যেকোনোভাবে দলে অবদান রাখতে চান বুমরা, ‘কোনো পদ থাকুক বা না থাকুক, আমি দলে অবদান রাখতে চাই। নিজের সেরাটা দিতে চাই। এখানে আমার ভূমিকার কোনো পরিবর্তন হবে না। আমাকে নিজের কাজ করে যেতে হবে, নাকি?’
এদিকে নিজের অহং বাদ দিয়ে তরুণ নেতার অধীনে খেলার প্রস্তুতি নিতে কোহলিকে পরামর্শ দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। নিজের উদাহরণ টেনে কপিল বলেন, ‘সুনীল গাভাস্কার আমার অধীনে খেলেছে। আমি কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও আজহারউদ্দিনের অধীনে খেলেছি। কোনো অহং ছিল না। বিরাটকেও (কোহলি) অহং ছেড়ে তরুণদের অধীনে খেলতে হবে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে