দুই যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। গতকাল সেই সিরিজের সূচি পাকা হতেই পাকিস্তানের ক্রিকেট মহলে যেন উৎসবের আমেজই চলছে। এমনই তো হওয়ার কথা। নিউজিল্যান্ড–ইংল্যান্ড ‘না’ করে দেওয়ার পর অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগ্রহী—খবরটি তো পাকিস্তান ক্রিকেটের জন্য দারুণই।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের খবরে উচ্ছ্বসিত এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারও। তিনি উসমান খাজা। কে না জানে অস্ট্রেলিয়ার হয়ে খেললেও খাজার নাড়ি পোতা আছে পাকিস্তানেই।
পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার আগামী বছরের মার্চে হওয়া এই সফরে ডাক পাবেন কি না, এখনো অনিশ্চিত। তবে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন খাজা। সামনে আরও চার মাস আছে বলে খাজা সেই স্বপ্নপূরণে নিজেকে প্রমাণের সুযোগও পাচ্ছেন।
পাকিস্তানে তিনটি করে টেস্ট, ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী বছরের ৩ মার্চ টেস্ট দিয়ে শুরু হবে এই পূর্ণাঙ্গ সিরিজ। ৫ এপ্রিল টি-টোয়েন্টির মধ্যে দিয়ে শেষ হবে অজিদের পাকিস্তান সফর।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেছেন খাজা। তবে এখন দলের বাইরে রয়েছেন ৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। খাজা আসন্ন অ্যাশেজের দলে থাকবেন কি না, তা-ও নিশ্চিত নয়। জন্মভূমিতে গিয়ে টেস্ট খেলতে পারার স্বপ্ন পূরণ হবে কি না, সেটিও প্রশ্ন। তবে নিজের স্বপ্নের চেয়ে পাকিস্তানে অস্ট্রেলিয়া যাচ্ছে, এই খবরেই খুশি খাজা, ‘এটা দুর্দান্ত খবর। আশা করি, সবকিছু ঠিকঠাক হবে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক বড় খবর...দেশটা ক্রিকেট ভয়ংকর ভালোবাসে।’
তবে খাজা তাঁর বক্তব্যকে যেন অন্যদিকে কেউ না নিয়ে যান সেটিও স্পষ্ট করেছেন এই বলে, ‘যদিও পাকিস্তানে জন্ম নিয়েছি, আমার জন্য এটা শুধু সুন্দর—এই খেলাকে ছড়িয়ে দেওয়ার বিষয়। বিশ্ব ক্রিকেটের জন্য ভালো খবর এটি।’
দুই যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। গতকাল সেই সিরিজের সূচি পাকা হতেই পাকিস্তানের ক্রিকেট মহলে যেন উৎসবের আমেজই চলছে। এমনই তো হওয়ার কথা। নিউজিল্যান্ড–ইংল্যান্ড ‘না’ করে দেওয়ার পর অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগ্রহী—খবরটি তো পাকিস্তান ক্রিকেটের জন্য দারুণই।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের খবরে উচ্ছ্বসিত এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারও। তিনি উসমান খাজা। কে না জানে অস্ট্রেলিয়ার হয়ে খেললেও খাজার নাড়ি পোতা আছে পাকিস্তানেই।
পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার আগামী বছরের মার্চে হওয়া এই সফরে ডাক পাবেন কি না, এখনো অনিশ্চিত। তবে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন খাজা। সামনে আরও চার মাস আছে বলে খাজা সেই স্বপ্নপূরণে নিজেকে প্রমাণের সুযোগও পাচ্ছেন।
পাকিস্তানে তিনটি করে টেস্ট, ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী বছরের ৩ মার্চ টেস্ট দিয়ে শুরু হবে এই পূর্ণাঙ্গ সিরিজ। ৫ এপ্রিল টি-টোয়েন্টির মধ্যে দিয়ে শেষ হবে অজিদের পাকিস্তান সফর।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেছেন খাজা। তবে এখন দলের বাইরে রয়েছেন ৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। খাজা আসন্ন অ্যাশেজের দলে থাকবেন কি না, তা-ও নিশ্চিত নয়। জন্মভূমিতে গিয়ে টেস্ট খেলতে পারার স্বপ্ন পূরণ হবে কি না, সেটিও প্রশ্ন। তবে নিজের স্বপ্নের চেয়ে পাকিস্তানে অস্ট্রেলিয়া যাচ্ছে, এই খবরেই খুশি খাজা, ‘এটা দুর্দান্ত খবর। আশা করি, সবকিছু ঠিকঠাক হবে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক বড় খবর...দেশটা ক্রিকেট ভয়ংকর ভালোবাসে।’
তবে খাজা তাঁর বক্তব্যকে যেন অন্যদিকে কেউ না নিয়ে যান সেটিও স্পষ্ট করেছেন এই বলে, ‘যদিও পাকিস্তানে জন্ম নিয়েছি, আমার জন্য এটা শুধু সুন্দর—এই খেলাকে ছড়িয়ে দেওয়ার বিষয়। বিশ্ব ক্রিকেটের জন্য ভালো খবর এটি।’
এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।
৪ ঘণ্টা আগেছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হন, তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
৬ ঘণ্টা আগেম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
৬ ঘণ্টা আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
৭ ঘণ্টা আগে