Ajker Patrika

ধর্ষণে সহায়তার অভিযোগ থেকে মুক্তি পেলেন ইয়াসির

ধর্ষণে সহায়তার অভিযোগ থেকে মুক্তি পেলেন ইয়াসির

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণে সহায়তার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। গত মাসে ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ দায়ের করা হয়েছিল। ১৯ ডিসেম্বর নির্যাতিত মেয়েটির এক আত্মীয় থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন।  

অভিযোগ থেকে মুক্তি পাওয়া নিয়ে এক প্রতিক্রিয়ায় ইয়াসির বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ। সবকিছু এখন পরিষ্কার। এখন আমার সব মনোযোগ খেলায় দিতে পারব। এই মামলার কারণে অনেক সমস্যা তৈরি হয়েছিল, যা আমার ক্রিকেটীয় কার্যক্রমেও প্রভাব ফেলেছিল।’ 

সামনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে আসবে অস্ট্রেলিয়া। এই সিরিজের প্রস্তুতিতে এখন মনোযোগ দিতে চান ইয়াসির, ‘আমি এখন পুরোপুরি ফিট। আমি অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের অপেক্ষায় আছি।’ 
 
এর আগে ধর্ষণকাণ্ডে নাম জড়ানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইয়াসির। এমনকি তাঁর ক্যারিয়ারও শঙ্কার মুখে পড়ে গিয়েছিল সে সময়। ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত বছরের ১৪ আগস্ট। 

দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছিল, অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে ইয়াসিরের বন্ধু ফারহান বাট নামে একজন ধর্ষণ করেছেন। মেয়েটির পরিবার যখন থানায় মামলা দায়েরের উদ্যোগ নেয়, তখন ইয়াসির তাঁদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখান। এমনকি অভিযোগ না করার জন্য নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছে তাঁদের। অবশেষে এসব অভিযোগ থেকে মুক্তি পেলেন ইয়াসির। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত