Ajker Patrika

হারের ক্ষত ভুলে সিরিজে ফেরার লড়াইয়ে নামবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৪: ২২
প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ। ছবি: বিসিবি
প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ। ছবি: বিসিবি

সিলেটে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হোঁচট খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে টিকে থাকতে নিগার সুলতানা জ্যোতির দলের জয়ের বিকল্প নেই। জাহানারা আলমের বিশ্বাস, শুরুতে হারলেও সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আগামীকাল হবে সিলেটে। সিরিজে যেখানে টিকে থাকার লড়াই বাংলাদেশের, তারাই আজ কোনো অনুশীলন করেনি। দলের প্রস্তুতি, পারফরম্যান্স ও জয়ের প্রত্যাশা নিয়ে জাহানারা আজ বিসিবির প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সব সময় আমার জন্য গর্বের বিষয়। প্রথম ম্যাচে আমাদের ফল প্রত্যাশিত ছিল না। তবে আমাদের দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ব্যাটিং লাইনআপে ইতিবাচক কিছু পাওয়া গেছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশা আল্লাহ সিরিজে আমরা ফিরতে পারব।’

প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৭০ রান। ১২ ওভারে ১ উইকেটে ১০৩ রান করে জ্যোতির দল। এরপরই খেই হারিয়েছে স্বাগতিকেরা।নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ হেরেছে ১২ রানে। জাহানারা বলেন, ‘ এটি আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। যদিও কয়েকটি ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে আমরা জানি কীভাবে সেগুলো শুধরে সিরিজে ফিরতে হবে। দলে যদি আরও ২-৩ জন ব্যাটার রান করতে শুরু করে, তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি।’

জাহানারার মতে টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল গুরুত্বপূর্ণ। দলের পরিকল্পনা বাস্তবায়নে তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। জাহানারা বলেন, ‘টি-টোয়েন্টিতে সময় খুব কম। এখানে বল ধরে ধরে পরিকল্পনা করতে হয় এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হয়। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ অর্ডার দ্রুত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখতে পারব। এভাবে ম্যাচে ইতিবাচক ফল আনতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত