এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত পারফর্ম করছেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। একজন ব্যাটিংয়ে তো অন্যজন বোলিংয়ে তাঁর ক্যারিশমা দেখাচ্ছেন।
সাকিব-হৃদয়দের দুর্দান্ত পারফরম্যান্সে তাঁদের দলও এবারের এলপিএলে দাপট দেখিয়ে খেলছে। সাকিব এবার খেলছেন গল টাইটানসের হয়ে। আর জাফনা কিংসের হয়ে খেলছেন হৃদয়। বিদেশে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নেমেই বাংলাদেশের এই ব্যাটার কাঁপিয়ে দিচ্ছেন। ৩ ম্যাচে ৬১ গড় ও ১৪৮.৭৮ স্ট্রাইক রেটে করেছেন ১২২ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটে। অন্যদিকে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে দুর্দান্ত খেলছেন সাকিব। ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট, যা এবারের টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ। সাকিবের পাশাপাশি জাফনার দুনিথ ওয়েলালাগে, বি-লাভ ক্যান্ডির ইসুরু উদানা নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের এই অলরাউন্ডার বোলিং করেছেন ৬ ইকোনমিতে। গল, জাফনা দুটো দলেরই পয়েন্ট ৪। নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে জাফনা আর দ্বিতীয় স্থানে গল।
জাফনা কিংস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ দিয়ে শুরু হয় এবারের এলপিএল। বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিষেক ম্যাচেই করেছেন দুর্দান্ত এক ফিফটি। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি। এই ম্যাচে উপস্থিত বুদ্ধিমত্তারও পরিচয় দিয়েছেন হৃদয়। বিপক্ষ দলের ফিল্ডিং দেখে তিনি আম্পায়ারের থেকে নো বল আদায় করে নিয়েছেন। ২১ রানে জিতে টুর্নামেন্ট শুরু করে জাফনা। পরের ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে অবশ্য ইনিংস বড় করতে পারেননি তিনি। ২০ বলে করেছেন ২৪ রান। জাফনাও হেরেছে ৮ উইকেটে।
অন্যদিকে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব ছিলেন মন্ট্রিয়ল টাইগার্স দলে। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে কানাডা পর্ব শেষ করে বাংলাদেশের এই অলরাউন্ডার পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কায়। এলপিএলে শুরু থেকে সব ম্যাচ খেলেছেন তিনি। ডাম্বুলা অরার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে দারুণ শুরু করেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে ২৩ রান করেন ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছেন ২৫ রান খরচায়। সুপার ওভারের রোমাঞ্চে জয় পায় গল। পরের ম্যাচে বাংলাদেশের এই অলরাউন্ডার ছিলেন আরও দুর্দান্ত। বি লাভ ক্যান্ডির বিপক্ষে ২১ বলে করেছেন ৩০ রান। এই ম্যাচে গলের চতুর্থ উইকেটে টিম সাইফার্টের সঙ্গে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। বোলিংয়ে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ক্যান্ডির বিপক্ষে ৮৩ রানের বিশাল জয় পেয়েছে গল।
দুই ম্যাচের দুটিতে জিতে টুর্নামেন্ট শুরু করা গলের গতকাল প্রতিপক্ষ ছিল জাফনা কিংস। কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হয়েছেন সাকিব ও হৃদয়। জাফনা কিংসের বিপক্ষে সাকিব গতকাল করেছেন ৯ বলে ৬ রান। মারতে পারেননি কোনো বাউন্ডারিও। আর এই ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেন হৃদয়। ২৩ বলে ২ চার ও ৪ ছক্কা ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। আকিলা ধনঞ্জয়াকে জোড়া ছক্কা মেরে ৮ উইকেটের বিশাল জয় জাফনাকে এনে দিয়েছেন হৃদয়। ৪৪ বল হাতে রেখে এই ম্যাচে জয় পেয়েছে জাফনা। সাকিবকে ১ ছক্কা ও ২ চার মেরেছেন হৃদয়। আর জাফনার ২ উইকেটের দুটিই পেয়েছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার ৪ ওভার বোলিং করে খরচ করেছেন ৩১ রান।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত পারফর্ম করছেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। একজন ব্যাটিংয়ে তো অন্যজন বোলিংয়ে তাঁর ক্যারিশমা দেখাচ্ছেন।
সাকিব-হৃদয়দের দুর্দান্ত পারফরম্যান্সে তাঁদের দলও এবারের এলপিএলে দাপট দেখিয়ে খেলছে। সাকিব এবার খেলছেন গল টাইটানসের হয়ে। আর জাফনা কিংসের হয়ে খেলছেন হৃদয়। বিদেশে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নেমেই বাংলাদেশের এই ব্যাটার কাঁপিয়ে দিচ্ছেন। ৩ ম্যাচে ৬১ গড় ও ১৪৮.৭৮ স্ট্রাইক রেটে করেছেন ১২২ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটে। অন্যদিকে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে দুর্দান্ত খেলছেন সাকিব। ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট, যা এবারের টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ। সাকিবের পাশাপাশি জাফনার দুনিথ ওয়েলালাগে, বি-লাভ ক্যান্ডির ইসুরু উদানা নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের এই অলরাউন্ডার বোলিং করেছেন ৬ ইকোনমিতে। গল, জাফনা দুটো দলেরই পয়েন্ট ৪। নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে জাফনা আর দ্বিতীয় স্থানে গল।
জাফনা কিংস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ দিয়ে শুরু হয় এবারের এলপিএল। বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিষেক ম্যাচেই করেছেন দুর্দান্ত এক ফিফটি। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি। এই ম্যাচে উপস্থিত বুদ্ধিমত্তারও পরিচয় দিয়েছেন হৃদয়। বিপক্ষ দলের ফিল্ডিং দেখে তিনি আম্পায়ারের থেকে নো বল আদায় করে নিয়েছেন। ২১ রানে জিতে টুর্নামেন্ট শুরু করে জাফনা। পরের ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে অবশ্য ইনিংস বড় করতে পারেননি তিনি। ২০ বলে করেছেন ২৪ রান। জাফনাও হেরেছে ৮ উইকেটে।
অন্যদিকে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব ছিলেন মন্ট্রিয়ল টাইগার্স দলে। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে কানাডা পর্ব শেষ করে বাংলাদেশের এই অলরাউন্ডার পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কায়। এলপিএলে শুরু থেকে সব ম্যাচ খেলেছেন তিনি। ডাম্বুলা অরার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে দারুণ শুরু করেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে ২৩ রান করেন ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছেন ২৫ রান খরচায়। সুপার ওভারের রোমাঞ্চে জয় পায় গল। পরের ম্যাচে বাংলাদেশের এই অলরাউন্ডার ছিলেন আরও দুর্দান্ত। বি লাভ ক্যান্ডির বিপক্ষে ২১ বলে করেছেন ৩০ রান। এই ম্যাচে গলের চতুর্থ উইকেটে টিম সাইফার্টের সঙ্গে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। বোলিংয়ে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ক্যান্ডির বিপক্ষে ৮৩ রানের বিশাল জয় পেয়েছে গল।
দুই ম্যাচের দুটিতে জিতে টুর্নামেন্ট শুরু করা গলের গতকাল প্রতিপক্ষ ছিল জাফনা কিংস। কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হয়েছেন সাকিব ও হৃদয়। জাফনা কিংসের বিপক্ষে সাকিব গতকাল করেছেন ৯ বলে ৬ রান। মারতে পারেননি কোনো বাউন্ডারিও। আর এই ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেন হৃদয়। ২৩ বলে ২ চার ও ৪ ছক্কা ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। আকিলা ধনঞ্জয়াকে জোড়া ছক্কা মেরে ৮ উইকেটের বিশাল জয় জাফনাকে এনে দিয়েছেন হৃদয়। ৪৪ বল হাতে রেখে এই ম্যাচে জয় পেয়েছে জাফনা। সাকিবকে ১ ছক্কা ও ২ চার মেরেছেন হৃদয়। আর জাফনার ২ উইকেটের দুটিই পেয়েছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার ৪ ওভার বোলিং করে খরচ করেছেন ৩১ রান।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেজন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৩ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে