২০০৮ সালে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৬ মৌসুমে ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কত কিছুই না বদলেছে। টুর্নামেন্টের খেলার ধরন পাল্টেছে। নতুন অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে। কারও কারও নাম বদলেছে। পরিবর্তনের স্রোতে গা ভাসাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই (আরসিবি) বা কেন বাদ যাবে?
আইপিএলের শুরুর মৌসুম থেকেই বিরাট কোহলি খেলছেন আরসিবির হয়ে। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে। ২০২৪ আইপিএল থেকে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী শহর বেঙ্গালুরুর নামের উচ্চারণেই ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে ফেলা হয়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গত রাতে ফ্র্যাঞ্চাইজিটির আনবক্স ইভেন্টে নাম পরিবর্তনের ঘোষণা আসে। অনুষ্ঠানে কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকারা তো ছিলেনই। উপস্থিত ছিলেন ২০২৪ নারী প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) চ্যাম্পিয়ন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানাসহ আরও অনেকে। আরসিবি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এই শহরকে আমরা ভালোবাসি। ঐতিহ্য আমাদের। এখন সময় আমাদেরই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আপনাদের সামনে উপস্থাপন করছি।’
আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২৩৭ ম্যাচে করেছেন ৭২৬৩ রান। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৭ সেঞ্চুরির রেকর্ডও ভারতীয় এই তারকা ব্যাটারের। তবে আইপিএলে এখনো পর্যন্ত শিরোপা জেতা হয়নি কোহলির। তিনবার ফাইনাল খেলে তিনবারই রানার্সআপ হতে হয়েছে তাঁদের। দেখা যাক, নাম বদলের সঙ্গে এবার তাদের ভাগ্যবদলও হয় কি না।
এবারের আইপিএলের আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। সেই সূচি অনুযায়ী ২২ মার্চ আরসিবি-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। ৭ এপ্রিল পর্যন্ত হবে ২১ ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচসহ এই সময়ে আরসিবি খেলবে পাঁচ ম্যাচ।
আরও পড়ুন:
২০০৮ সালে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৬ মৌসুমে ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কত কিছুই না বদলেছে। টুর্নামেন্টের খেলার ধরন পাল্টেছে। নতুন অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে। কারও কারও নাম বদলেছে। পরিবর্তনের স্রোতে গা ভাসাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই (আরসিবি) বা কেন বাদ যাবে?
আইপিএলের শুরুর মৌসুম থেকেই বিরাট কোহলি খেলছেন আরসিবির হয়ে। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে। ২০২৪ আইপিএল থেকে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী শহর বেঙ্গালুরুর নামের উচ্চারণেই ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে ফেলা হয়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গত রাতে ফ্র্যাঞ্চাইজিটির আনবক্স ইভেন্টে নাম পরিবর্তনের ঘোষণা আসে। অনুষ্ঠানে কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকারা তো ছিলেনই। উপস্থিত ছিলেন ২০২৪ নারী প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) চ্যাম্পিয়ন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানাসহ আরও অনেকে। আরসিবি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এই শহরকে আমরা ভালোবাসি। ঐতিহ্য আমাদের। এখন সময় আমাদেরই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আপনাদের সামনে উপস্থাপন করছি।’
আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২৩৭ ম্যাচে করেছেন ৭২৬৩ রান। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৭ সেঞ্চুরির রেকর্ডও ভারতীয় এই তারকা ব্যাটারের। তবে আইপিএলে এখনো পর্যন্ত শিরোপা জেতা হয়নি কোহলির। তিনবার ফাইনাল খেলে তিনবারই রানার্সআপ হতে হয়েছে তাঁদের। দেখা যাক, নাম বদলের সঙ্গে এবার তাদের ভাগ্যবদলও হয় কি না।
এবারের আইপিএলের আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। সেই সূচি অনুযায়ী ২২ মার্চ আরসিবি-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। ৭ এপ্রিল পর্যন্ত হবে ২১ ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচসহ এই সময়ে আরসিবি খেলবে পাঁচ ম্যাচ।
আরও পড়ুন:
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৪২ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে