Ajker Patrika

নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৪: ২১
নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য বাংলাদেশের

রোমাঞ্চকর হয়ে উঠেছে সিলেট টেস্ট। এক সেঞ্চুরি ও দুই ফিফটির কল্যাণে দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে করেছে বাংলাদেশ দল। ৭ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের লিড ৩৩১। জয়ের জন্য নিউজিল্যান্ডকে করতে হবে ৩৩২ রান। 

আজ চতুর্থ দিনের প্রথম সেশনে ৪ উইকেটে ৯৬ রান তুলেছিল বাংলাদেশ দল। কিন্তু লাঞ্চ বিরতি থেকে ফিরে দ্রুতই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। তবে শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলামের ২৬ রানের জুটিতে চ্যালেঞ্জিং লক্ষ্য পায় বাংলাদেশ। মিরাজ অবশ্য বরাবর ৫০ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ৫টি চারের বাউন্ডারি। শেষ ব্যাটসম্যান হিসেবে শরীফুল ১০ রানে ফেরেন এজাজ প্যাটেলের শিকার হয়ে। 

তৃতীয় দিনের ছন্দ চতুর্থ দিন ধরে লাখতে পারেনি বাংলাদেশ দল। গতকাল ৩ উইকেটে ২১২ রানে দিন শেষ করেছিল বাংলাদেশ দল। আজ দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত (১০৫) আজ কেবল ১ রান যোগ করেই বিদায় নিয়েছেন। টিম সাউদির বলে উইকেটকিপার টম ব্লান্ডেলকে ক্যাপ ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত ফিরলে ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে ৯৮ রানের জুটি। এর মধ্যে ৭৯ বল খেলে মুশফিক তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি। 

৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে শাহাদাত হোসেন দিপু অভিষেক স্মরণীয় করতে পারলেন না। প্রথম ইনিংসে ২৪, এবার আউট হয়েছেন ১৮ করতেই। বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলা দিপু পরে মারেন আরও তিনটি বাউন্ডারি। তাঁর ওয়ানডে মেজাজের ইনিংস থামে ইশ সোধির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। বলের লাইন মিস করেন শাহাদাত, কিউইদের জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। 

এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ে সেই চাপ সামাল দেন অভিজ্ঞ মুশফিক। তবে ইনিংস এরপর আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি মুশফিকও (৬৭)। এজাজ প্যাটেলের বলে হয়েছেন এলবিডব্লিউ। মিরাজের সঙ্গে গড়া ৩০ রানের জুটিতে মুশফিকের অবদান কেবল ৭ রানের। 

দ্রুতই বিদায় নেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। প্রথম ইনিংসে করেছিলেন ২৯ রান। দ্বিতীয় ইনিংসে ফিরলেন ১০ রানে। বোলার গ্লেন ফিলিপসকে ক্যাচ দিয়ে ফেরেন সোহান। দলীয় ২৯১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম উইকেটে মিরাজ ও নাঈম হাসানের জুটি থেকে আসে ২০ রান। রানে সোধির শিকার হন নাঈম। এরপর তাইজুল ইসলামকে রানের খাতা খুলতে দেননি প্যাটেল। দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়েছেন এই কিউই স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত