Ajker Patrika

‘পাকিস্তানের ক্রিকেটাররা তো প্রতিদিন ৮ কেজি খাসির মাংস খায়’ 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৩: ৫৩
‘পাকিস্তানের ক্রিকেটাররা তো প্রতিদিন ৮ কেজি খাসির মাংস খায়’ 

নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। এর পরই পা ফসকে যায় বাবর আজমের দলের। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পায় পাকিস্তান। বাজেভাবে হারায় নেট রানরেটের অবস্থাও ভালো নয় বাবরদের। পাকিস্তানের এমন হতশ্রী পারফরম্যান্সে চটেছেন ওয়াসিম আকরাম।

চেন্নাইতে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২৮২ রান করে ফেলে পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী ম্যাচ জেতায় পাকিস্তান অনেকটা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। এক ওভার হাতে রেখে আফগানিস্তান পায় ৮ উইকেটের বিশাল জয়। ব্যাটিং, বোলিংয়ের তুলনায় ফিল্ডিংয়ে দুর্বলতা দেখা গেছে গতকালও। আফগানিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে হাসান আলিকে ডিপ থার্ড ম্যানে কাট করে প্রথমে সিঙ্গেল নিয়েছিলেন ইবরাহিম জাদরান। ডিপ থার্ড ম্যান এলাকায় শাহিন শাহ আফ্রিদির মিস ফিল্ডিংয়ে বাড়তি ১ রান নেন জাদরান। ফিল্ডিংয়ে এমন ভুল শাহিন করেছেন আরও একবার। ১৬তম ওভারের তৃতীয় বলে শাদাব খানকে পুল করেন রহমানুল্লাহ গুরবাজ। লং অনে শাহিন গুবলেট পাকানোয় তা ৪ হয়ে যায়।

শাহিনের ভুল তো রয়েছেই, ফিল্ডিংয়ে তুলনামূলক অলস দেখা গেছে পাকিস্তানকে। ফিল্ডিংয়ে বেশ কিছু রান সেভ করতে পারলে আফগানিস্তানের ওপর চাপ প্রয়োগ করা যেত বলে মনে করেন আকরাম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বাবরদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের ‘এ স্পোর্টসে’ আকরাম বলেন, ‘এটা খুবই লজ্জাজনক। ২৮০-এর চেয়ে বেশি রান তাড়া করে মাত্র ২ উইকেট হারানো—এটা আসলেই অনেক বড় কিছু। পিচ শুকনা থাকুক বা যা-ই হোক, তাদের ফিল্ডিং দেখেন। ফিটনেস লেভেলটা দেখুন। গত তিন সপ্তাহ ধরে বলে আসছি যে তারা (ক্রিকেটার) গত দুই বছরে ফিটনেসের পরীক্ষা দেয়নি। যদি এখন নাম ধরে বলি, তাহলে তো তাদের মন খারাপ হবে। দেখে তো মনে হয়, প্রতিদিন ৮ কেজি খাসির মাংস খায়।’

এবারের বিশ্বকাপে এর আগেও পাকিস্তানের পরাজয়ের পর ক্ষোভ ঝারতে দেখা গেছে আকরামকে। গত ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। পাকিস্তান ৭ উইকেটে হেরে যাওয়ার পর দেখা করেছেন বিরাট কোহলি ও বাবর আজম। বাবরকে কোহলি তাঁর জার্সি উপহার দিয়েছেন। কোহলির স্বাক্ষর চেয়েছেন পাকিস্তান অধিনায়ক। এরপর স্থানীয় এক চ্যানেলে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘মাঠে কোহলির সঙ্গে দেখা করা উচিত হয়নি বাবরের। কোহলির সঙ্গে এভাবে সরাসরি দেখা করার মতো পরিস্থিতি এখন এটা না। ব্যক্তিগতভাবে বিরাটের থেকে জার্সি নিতে পারত বাবর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত