Ajker Patrika

ভারতের রানপাহাড় গড়ার দিনে ‘ছদ্মবেশী’ সূর্যর হতাশা 

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২০: ২৯
ভারতের রানপাহাড় গড়ার দিনে ‘ছদ্মবেশী’ সূর্যর হতাশা 

ভক্ত-সমর্থকদের থেকে বাঁচার জন্য খেলোয়াড়েরা নানা রকম ছদ্মবেশ ধারণ করে থাকেন। ২০২৩ বিশ্বকাপে সূর্যকুমার যাদবও ছদ্মবেশ ধারণ করেছেন। আর ছদ্মবেশে থেকে ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটার যা করেছেন, তা রীতিমতো অবাক করার মতো। মাঠের পারফরম্যান্সে অবশ্য অবাক করার মতো কিছু করতে পারেননি তিনি। 

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। তার আগে গতকাল নিজের শহর মুম্বাইয়ে মাস্ক, সানগ্লাস, টুপি পরে ভারতের টিম হোটেলে সতীর্থদের সঙ্গে মজা করেছেন সূর্যকুমার। এরপর ক্যামেরা হাতে বের হয়ে ছদ্মবেশে ভক্ত-সমর্থকদের সাক্ষাৎকার নিতে বেরিয়ে পড়েন ভারতীয় এই ব্যাটার। মেরিন ড্রাইভে এক ভদ্রলোককে সূর্যকুমার জিজ্ঞেস করেছেন, ‘স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর কার খেলা আপনার পছন্দ?’ সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন রোহিত শর্মা বলে। এ ছাড়া ভক্ত-সমর্থকেরা প্রিয় ক্রিকেটারের নাম বলতে গিয়ে কেউ বিরাট কোহলির নাম বলেছেন। আবার কেউবা জসপ্রীত বুমরার নাম উল্লেখ করেছেন। এর মধ্যে এক ভক্ত বলেন, ‘সূর্যর খেলার উন্নতি করা উচিত। তাঁকে আরও বেশি রান করতে হবে।’ তবে ভক্তের সেই কথামতো খেলতে পারেননি সূর্যকুমার। ৪২তম ওভারের দ্বিতীয় বলে দিলশান মাদুশঙ্ককে পুল করতে যান ভারতীয় এই ব্যাটার। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস ক্যাচ ধরলেও উইকেটটা নিতে হয়েছে রিভিউর সাহায্যে। ৯ বলে ২ চারে ১২ রান করেছেন ভারতীয় এই ব্যাটার। আর ভারত করেছে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান। 

দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসেছেন সূর্যকুমার। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ম্যাচে ৪ বলে ২ রান করেছেন। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েছিলেন সূর্য। এরপর লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৪৯ রান করেছেন। ৩ ম্যাচ খেলে ২১ গড় ও ১০৫ স্ট্রাইকরেটে ওয়ানডে বিশ্বকাপে করেছেন ৬৩ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত