ক্রীড়া ডেস্ক
প্রিয়াংশ আর্য্য আউট হওয়ার পর শ্রেয়াস আইয়ার ব্যাটিংয়ে নামবেন। সেই মুহূর্তেই মাঠের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর জানানো হয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ বাতিল করা হয়েছে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে বাতিল ঘোষণার আগে পাঞ্জাব-দিল্লি ম্যাচে খেলা হয়েছে ৬১ বল। পাঞ্জাব ততক্ষণে স্কোরবোর্ডে জমা করেছে ১ উইকেটে ১২২ রান। ১০.১ ওভারে খেলা পরিত্যক্ত হওয়ার পর ক্রিকবাজের প্রতিবেদনে জানা যায় বিস্ময় জাগানিয়া তথ্য। ভেন্যু সূত্রে জানা যায়, স্থানীয় পুলিশ ও ভেন্যু পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ধীরে ধীরে মাঠ খালি করতে বলছেন। এমন ঘোষণার কিছুক্ষণ আগে ধর্মশালা থেকে ২০০ কিলোমিটার দূরে জম্মুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে পাওয়া যায়। ক্রিকবাজ থেকে আরও জানা গেছে, ধর্মশালায় ব্ল্যাকআউট হয়নি।
পাঞ্জাব-দিল্লি ম্যাচ পণ্ড ঘোষণা করার পর ধর্মশালায় কী পরিমাণ আতঙ্ক ছড়িয়েছিল, সেটা বোঝা যায় এক চিয়ারলিডারের কথায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে চিয়ারলিডারকে বলতে শোনা যায়, ‘ম্যাচের মধ্যেই পুরো স্টেডিয়াম খালি করা হচ্ছে। এটা খুবই আতঙ্কের। চিৎকার করে সবাইকে বলতে শোনা গেছে, বোমা আসছে।’
ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামের একপাশের ফ্লাডলাইট গতকাল জ্বললেও হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়। সে সময় সেই চিয়ারলিডার বলেন, ‘এখানে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি। ধর্মশালা ছেড়ে আমরা আসলেই যেতে চাই। আশা করি, আইপিএলের কর্মকর্তারাও আমাদের দেখছেন। এটি খুবই আতঙ্কের।’
পাঞ্চাব-দিল্লি ম্যাচ বাতিলের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আজ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় আইপিএলের গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের বাকি সূচি ও ভেন্যু নতুন করে পর্যালোচনার পর ঘোষণা হবে। এখন পর্যন্ত চলতি মৌসুমে ৫৮টি ম্যাচ হয়েছে গ্রুপ পর্বের। প্লে-অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ আরও ১৬ ম্যাচ হওয়ার কথা।
আরও পড়ুন:
প্রিয়াংশ আর্য্য আউট হওয়ার পর শ্রেয়াস আইয়ার ব্যাটিংয়ে নামবেন। সেই মুহূর্তেই মাঠের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর জানানো হয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ বাতিল করা হয়েছে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে বাতিল ঘোষণার আগে পাঞ্জাব-দিল্লি ম্যাচে খেলা হয়েছে ৬১ বল। পাঞ্জাব ততক্ষণে স্কোরবোর্ডে জমা করেছে ১ উইকেটে ১২২ রান। ১০.১ ওভারে খেলা পরিত্যক্ত হওয়ার পর ক্রিকবাজের প্রতিবেদনে জানা যায় বিস্ময় জাগানিয়া তথ্য। ভেন্যু সূত্রে জানা যায়, স্থানীয় পুলিশ ও ভেন্যু পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ধীরে ধীরে মাঠ খালি করতে বলছেন। এমন ঘোষণার কিছুক্ষণ আগে ধর্মশালা থেকে ২০০ কিলোমিটার দূরে জম্মুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে পাওয়া যায়। ক্রিকবাজ থেকে আরও জানা গেছে, ধর্মশালায় ব্ল্যাকআউট হয়নি।
পাঞ্জাব-দিল্লি ম্যাচ পণ্ড ঘোষণা করার পর ধর্মশালায় কী পরিমাণ আতঙ্ক ছড়িয়েছিল, সেটা বোঝা যায় এক চিয়ারলিডারের কথায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে চিয়ারলিডারকে বলতে শোনা যায়, ‘ম্যাচের মধ্যেই পুরো স্টেডিয়াম খালি করা হচ্ছে। এটা খুবই আতঙ্কের। চিৎকার করে সবাইকে বলতে শোনা গেছে, বোমা আসছে।’
ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামের একপাশের ফ্লাডলাইট গতকাল জ্বললেও হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়। সে সময় সেই চিয়ারলিডার বলেন, ‘এখানে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি। ধর্মশালা ছেড়ে আমরা আসলেই যেতে চাই। আশা করি, আইপিএলের কর্মকর্তারাও আমাদের দেখছেন। এটি খুবই আতঙ্কের।’
পাঞ্চাব-দিল্লি ম্যাচ বাতিলের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আজ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় আইপিএলের গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের বাকি সূচি ও ভেন্যু নতুন করে পর্যালোচনার পর ঘোষণা হবে। এখন পর্যন্ত চলতি মৌসুমে ৫৮টি ম্যাচ হয়েছে গ্রুপ পর্বের। প্লে-অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ আরও ১৬ ম্যাচ হওয়ার কথা।
আরও পড়ুন:
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে