Ajker Patrika

ধানখেতে হলেও খেলতে হবে, বললেন মুমিনুল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯: ০৪
ধানখেতে হলেও খেলতে হবে, বললেন মুমিনুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার পর চট্টগ্রামে প্রথম টেস্টেও হেরেছে মুমিনুল হকের দল। কাল শেষ টেস্টে মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ।

ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল জানান, উপমহাদেশের দলগুলোর বিপক্ষে স্পিনসহায়ক উইকেটে না খেলাই ভালো। সে ক্ষেত্রে তিনি মনে করেন, স্পোর্টিং উইকেটই ভালো হবে। উইকেট প্রসঙ্গে বলতে মুমিনুল আরও বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট নিয়ে অজুহাত দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়। আমি নিজেও এর সঙ্গে কখনো একমত নই। পেশাদার ক্রিকেটার হিসেবে ধানখেতে খেলতে দিলে ওখানেও খেলতে হবে। আমার কাছে মনে হয়, এগুলো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে জয়ের জন্য পেশাদার হলে আরও ভালো হয়।’  

চোট কাটিয়ে  মিরপুর টেস্টে মাঠে ফেরার কথা সাকিব আল হাসানের । সাকিব দলে থাকলে সমন্বয় করতেও সুবিধা হয়। এ প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল বললেন, ‘সাকিব দলে থাকলে অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম সমন্বয়ে তার থাকাটা আমাদের জন্য ইতিবাচক দিক।

সাকিবের খেলার সম্ভাবনা থাকলেও এই টেস্টে তাসকিন আহমেদকে খেলিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মুমিনুলও বললেন সে কথাই, ‘এই ম্যাচে তাসকিনের খেলার জন্য হয়তো কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে । তখন সিদ্ধান্ত নিতে ভালো হবে। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ডে ওর (তাসকিন) খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত