Ajker Patrika

কোহলিকে নিয়ে ভারতের দলে ‘বিভক্তি’ দেখছেন শোয়েব 

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৪: ১২
কোহলিকে নিয়ে ভারতের দলে ‘বিভক্তি’ দেখছেন শোয়েব 

ভারত শিরোপা জিতুক বা সুপার টুয়েলভ থেকেই বাদ পড়ে যাক; টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এটাই বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। সিদ্ধান্তটা বিশ্বকাপের আগেই জানিয়ে রেখেছেন কোহলি। টুর্নামেন্টের আগে এ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য না হলেও কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের অন্যতম কারণ বলছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

স্পোর্টসকিদাকে করা মন্তব্যে শোয়েব বলেছেন, কোহলির নেতৃত্ব ছাড়ার ঘোষণায় ভারতের ড্রেসিং রুমে স্পষ্ট একটা বিভাজন তৈরি হয়ে গেছে। কয়েকজন ক্রিকেটার কোহলির পক্ষে আছেন, আবার কয়েকজন কোহলির কথাকে গুরুত্বই দিচ্ছেন না। সবার কাছ থেকে কোহলি তাদের সেরাটা বের করে আনতে ব্যর্থ হওয়ায় ভারত এখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে বলে মন্তব্য করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। 

শোয়েব বলেছেন, ‘আমি ভারতের ভেতরে দুটি দল দেখছি। একদল আছে কোহলির পক্ষে, আরেক দল তার বিরুদ্ধে। দলকে বিভক্ত দেখাচ্ছে। আমি জানি না কেন এমনটা হচ্ছে। একটা কারণ হতে পারে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এটাই কোহলির শেষ বিশ্বকাপ। হতে পারে কোহলি  ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তবে একটা কথা সত্যি, ক্রিকেটার হিসেবে কোহলি একজন অসাধারণ ক্রিকেটার এবং আমাদের এ জন্যই তাকে শ্রদ্ধা করা উচিত।’

নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতীয় ক্রিকেটারদের শারীরিক ভাষা নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব, ‘সমালোচনা শুনতেই হবে, কারণ ভারতের ক্রিকেটাররা ভুল আচরণে ম্যাচ হেরেছে। ম্যাচের শুরুতে যখন তারা টস হারল, তখনই ভারতীয়দের মাথা নিচু হয়ে গেছে।  শুধু টস হারার কারণে মনে হলো ভারত ম্যাচ হেরে গেছে। ক্রিকেটারদের দেখে মনে হয়েছে তাদের জোর করে খেলতে পাঠানো হয়েছে আর খেলার মধ্যে বিন্দুমাত্র পরিকল্পনার ছাপ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত