Ajker Patrika

বাংলাদেশের ওপর রানের পাহাড় চাপাচ্ছে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ০৬
বাংলাদেশের ওপর রানের পাহাড় চাপাচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড-৩৪৯ /১ 

এই স্কোরবোর্ডই বলে দিচ্ছে ক্রাইস্টচার্চে কতটা হতাশামাখা দিন পার করেছে বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে ক্রাইস্টচার্চ টেস্ট। হ্যাগলি ওভালের সবুজ উইকেটে টস জিতে যেকোনো দলই বোলিং নেবে, সেটা আগের দিনই জানিয়েছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। ভাগ্যের খেলায় বাংলাদেশ জিতলেও প্রথম দিনের খেলায় নিরঙ্কুশ পিছিয়ে। বাংলাদেশের এলেমেলো বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনেই রান পাহাড়ে ওঠার ইঙ্গিত দিয়েছে নিউজিল্যান্ড।

যেভাবে চেয়েছেন, একপ্রকার সেভাবে খেলে প্রথম দিনের পুরোটা জুড়েই দাপট দেখিয়েছেন টম ল্যাথাম-ডেভন কনওয়েরা। দিনের শেষ ভাগে এসে ওভারপ্রতি ৪ ছুঁই ছুঁই রানরেট কিউইদের দাপটেরই সাক্ষ্য দিচ্ছে। হ্যাগলি ওভালের উইকেট নিয়ে অনেক জল্পনা হলেও সেটা বাংলাদেশ বোলারদের পর্যন্ত সীমাবদ্ধ রাখে নিউজিল্যান্ড। টস জেতা পর্যন্ত পর্বটা বাংলাদেশের।

এর পরের গল্পটা নিউজিল্যান্ডের, আরও নির্দিষ্ট করে বললে ল্যাথামের। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম নিউজিল্যান্ড অধিনায়ক হিসেবে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হার দেখেছেন। ব্যাটও কথা বলেনি তাঁর হয়ে। ক্রাইস্টচার্চে সেই জ্বালা যেন কড়ায় গন্ডায় পুষিয়ে নেওয়ার ভাবনা নিয়ে নেমেছিলেন। আর ল্যাথামের জ্বলে ওঠায় জ্বলে-পুড়ে ছারখার হলেন তাসকিন থেকে শুরু করে খণ্ডকালীন বোলার নাজমুল হোসেন শান্ত।

দাপুটে সেঞ্চুরিটাকে ডাবলে রূপ দিতে ছুটছেন ল্যাথাম। দিন শেষে কিউই অধিনায়ক অপরাজিত আছেন ১৮৬ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকা ল্যাথাম তাঁর ইনিংসটি সাজিয়েছেন ২৮ চারে। ল্যাথামের ইনিংসে একমাত্র খুঁত বলতে ইনিংসের শুরুতে দুবার আউট হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান। সেঞ্চুরি থেকে ১ রান দূরে ল্যাথামের সঙ্গী ডেভন কনওয়ে। পুরো দিনে বাংলাদেশ বোলারদের একমাত্র আনন্দের উপলক্ষ কনওয়ের উইকেটে আসা। তার আগেই যে উইল ইয়ংকে (৫৪) মোহাম্মদ নাঈমের ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমের পথ দেখান শরিফুল।

আউট হওয়ার আগে ল্যাথামের সঙ্গে রেকর্ড ১৪৮ রানের জুটি গড়ে যান ইয়ং। ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে কোনো ওপেনিং জুটি সেঞ্চুরি ছাড়াল। সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল ব্রেন্ডন ম্যাককালাম আর মার্টিন গাপটিলের ব্যাটিংয়ে, প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে ওপেনিং জুটির সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম। ইয়ংয়ের বিদায়ের পর কনওয়েকে নিয়ে ২০১ রানের অমীমাংসিত জুটি গড়েন ল্যাথাম।

মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেও প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে আবারও রানে ফিরেছেন কনওয়ে। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে একটা ইতিহাসেও নাম তুলেছেন তিনি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টের প্রথম পাঁচ ইনিংসেই ৫০ ছাড়িয়ে যাওয়ার কীর্তি গড়েছেন কনওয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত