নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এতটা অসহায়ত্বের কথা বাংলাদেশও কি ভাবতে পেরেছিল? টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের ওপেনিং জুটি। এরপর ব্যাটারদের যে আসা-যাওয়ার মিছিল শুরু হয়েছিল, সেটা শেষ হয় তৌহিদ হৃদয়ের আউটে। মাঝে আফগানিস্তান বোলারদের দাপটই এখন পর্যন্ত এই ম্যাচের সারমর্ম।
বাংলাদেশ ইনিংস দুই দফা থামে বৃষ্টি বাধায়। প্রথম ধাপে না কমলেও দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলা ৭ ওভার কমে আসে। আর তাতে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছে ১৬৯ রান। উইকেট কিছুটা মন্থর ঠিকই। তবে এই লক্ষ্য ছোঁয়ার আগে আফগানদের থামাতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে বাংলাদেশের বোলারদের।
পুরোপুরি ফিট না হয়েও খেলতে চাওয়ার বিতর্ক মাথায় নিয়ে এই ম্যাচে মাঠে নামেন তামিম ইকবাল। তবে বিতর্ক চাপা দিতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, আউট হয়েছেন ১৩ রানে। তামিম-লিটন দাসের ওপেনিং জুটি ভাঙে ৩০ রানে। এরপর দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। লিটন-শান্ত জুটি ভাঙে লিটনের আলসে ভঙ্গির এক শটে। আগের ওভারে সেলিম সাফিকে দারুণ এক পুলে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন। সেটি ছিল বাংলাদেশ ইনিংসের প্রথম ছক্কা। পরের ওভারে মুজিব উর রহমানকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন লিটন। ৩৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৯ রানে শেষ হয় তাঁর ইনিংস।
লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি শান্ত। মোহাম্মদ নবীর বলে সাফির হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তাঁর ১২ রানের ইনিংস। ১৬ বলের ইনিংসে ২ চার শান্তর ইনিংসে। ৩ উইকেটে ৮৪ রান তোলার পর বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও দ্রুতই ড্রেসিংরুমের পথ ধরেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। বিপর্যয়ের শুরুটা সাকিবকে দিয়ে। আজমতুল্লাহ উমরজাইকে কাভার ড্রাইভের মতো খেলেন সাকিব। তবে বাতাসে ভাসিয়ে খেলা বলটা ফিল্ডার মোহাম্মদ নবীকে অতিক্রম করতে পারেনি। ডান দিকে ঝাঁপিয়ে নিচু হয়ে যাওয়া বল দারুণ ক্ষিপ্রতায় তালুবন্দী করেন নবি। লিটন-শান্তর আউটের পর হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন সাকিব। দুজনের জুটি থেকে ৬৫ বলে ৩৭ রান। ৩৮ বলে ১৫ রান করেন সাকিব।
সাকিবের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন মুশফিক। রশিদের নিচু হয়ে আসা গুগলি মুশফিকের লেগ স্টাম্প দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে বল-ব্যাটে সেভাবে করতে পারেননি, পা ছুঁয়ে বল যায় স্টাম্পে। ১ রানে ফেরেন তিনি। এরপর রশিদের শিকার হয়েছেন এই সিরিজ দিয়ে দলে ফেরা আফিফ হোসেনও। টেইল এন্ডারদের নিয়ে একপ্রান্তে লড়াই চালিয়ে কিছু রান যোগ করেন হৃদয়। তাঁর ৫১ রানের ইনিংস শেষ হয় ফারুকির বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে। নবম ব্যাটার হিসেবে আউট হন হৃদয়। তাঁর ইনিংস যে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে, সেটার মধ্যে আফগান ব্যাটারদের আটকাতে পারবেন তো তাসকিনরা?
এতটা অসহায়ত্বের কথা বাংলাদেশও কি ভাবতে পেরেছিল? টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের ওপেনিং জুটি। এরপর ব্যাটারদের যে আসা-যাওয়ার মিছিল শুরু হয়েছিল, সেটা শেষ হয় তৌহিদ হৃদয়ের আউটে। মাঝে আফগানিস্তান বোলারদের দাপটই এখন পর্যন্ত এই ম্যাচের সারমর্ম।
বাংলাদেশ ইনিংস দুই দফা থামে বৃষ্টি বাধায়। প্রথম ধাপে না কমলেও দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলা ৭ ওভার কমে আসে। আর তাতে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছে ১৬৯ রান। উইকেট কিছুটা মন্থর ঠিকই। তবে এই লক্ষ্য ছোঁয়ার আগে আফগানদের থামাতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে বাংলাদেশের বোলারদের।
পুরোপুরি ফিট না হয়েও খেলতে চাওয়ার বিতর্ক মাথায় নিয়ে এই ম্যাচে মাঠে নামেন তামিম ইকবাল। তবে বিতর্ক চাপা দিতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, আউট হয়েছেন ১৩ রানে। তামিম-লিটন দাসের ওপেনিং জুটি ভাঙে ৩০ রানে। এরপর দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। লিটন-শান্ত জুটি ভাঙে লিটনের আলসে ভঙ্গির এক শটে। আগের ওভারে সেলিম সাফিকে দারুণ এক পুলে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন। সেটি ছিল বাংলাদেশ ইনিংসের প্রথম ছক্কা। পরের ওভারে মুজিব উর রহমানকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন লিটন। ৩৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৯ রানে শেষ হয় তাঁর ইনিংস।
লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি শান্ত। মোহাম্মদ নবীর বলে সাফির হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তাঁর ১২ রানের ইনিংস। ১৬ বলের ইনিংসে ২ চার শান্তর ইনিংসে। ৩ উইকেটে ৮৪ রান তোলার পর বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও দ্রুতই ড্রেসিংরুমের পথ ধরেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। বিপর্যয়ের শুরুটা সাকিবকে দিয়ে। আজমতুল্লাহ উমরজাইকে কাভার ড্রাইভের মতো খেলেন সাকিব। তবে বাতাসে ভাসিয়ে খেলা বলটা ফিল্ডার মোহাম্মদ নবীকে অতিক্রম করতে পারেনি। ডান দিকে ঝাঁপিয়ে নিচু হয়ে যাওয়া বল দারুণ ক্ষিপ্রতায় তালুবন্দী করেন নবি। লিটন-শান্তর আউটের পর হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন সাকিব। দুজনের জুটি থেকে ৬৫ বলে ৩৭ রান। ৩৮ বলে ১৫ রান করেন সাকিব।
সাকিবের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন মুশফিক। রশিদের নিচু হয়ে আসা গুগলি মুশফিকের লেগ স্টাম্প দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে বল-ব্যাটে সেভাবে করতে পারেননি, পা ছুঁয়ে বল যায় স্টাম্পে। ১ রানে ফেরেন তিনি। এরপর রশিদের শিকার হয়েছেন এই সিরিজ দিয়ে দলে ফেরা আফিফ হোসেনও। টেইল এন্ডারদের নিয়ে একপ্রান্তে লড়াই চালিয়ে কিছু রান যোগ করেন হৃদয়। তাঁর ৫১ রানের ইনিংস শেষ হয় ফারুকির বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে। নবম ব্যাটার হিসেবে আউট হন হৃদয়। তাঁর ইনিংস যে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে, সেটার মধ্যে আফগান ব্যাটারদের আটকাতে পারবেন তো তাসকিনরা?
লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৩৯ মিনিট আগে২৯ সদস্যের বাংলাদেশ দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ১২টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ পদক জয় করে।
১ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নের লড়াই তথা উয়েফা সুপার কাপ দিয়ে শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। আজ থেকে শুরু হচ্ছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। গত মৌসুমের ব্যর্থতা ঝেড়ে নতুন উদ্যমে লড়াই শুরু করতে প্রস্তুত লিগ শিরোপাপ্রত্যাশীরা। চলতি গ্রীষ্মকা
২ ঘণ্টা আগেএই ভালো, এই খারাপ—আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান-পতনের মধ্য দিয়ে চলছে বাংলাদেশের ক্রিকেট। পরিসংখ্যানের দিকে তাকালে ওয়ানডে, টি-টোয়েন্টির চেয়ে টেস্টে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। ২৫ বছরে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২৫ ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। উইজডেনের সেরাদের তালিকায় তবু প্রথম সারিতে রয়েছে বাংলাদেশের
৩ ঘণ্টা আগে